ETV Bharat / state

প্রধানমন্ত্রী ঠিক করুন ট্রাম্পকে খুশি করবেন, না ভারতবাসীর সেবা করবেন : কল্যাণ বন্দ্যোপাধ্যায় - corona controversy

প্রধানমন্ত্রীর মোমবাতি এবং ফ্ল্যাশ লাইট জ্বালানোর প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রধানমন্ত্রী এখানে ধর্মগুরু হিসাবে আসেননি ।"

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 1:16 PM IST

শ্রীরামপুর, 5 এপ্রিল : আড়াইশো দুস্থকে চাল, ডাল ও আলু বিতরণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বঙ্গলক্ষ্মী লেনে দুস্থদের হাতে ওইসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সেখানে প্রধানমন্ত্রীর মোমবাতি এবং ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন সাংসদ । বলেন, " প্রধানমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী যার যেরকম ইচ্ছা সে সেরকম করবেন । এখানে আমার কিছু বলার নেই । তবে এসব করে কিছু লাভ নেই । বর্তমান পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজ়ার পাওয়া যাচ্ছে না । সেগুলোর ব্যবস্থা করা উচিত । কিন্তু কিছুই করছেন না । এই সময় আর্থিক সাহায্য দরকার । এখন প্রধানমন্ত্রীর ভাষণে কিছু লাভ হবে না , কাজের প্রয়োজন । কেউ ধর্মগুরু হিসেবে এখানে আসেননি । ধর্মগুরুদের জায়গায় তাঁদের যথেষ্ট সম্মান জানাই ।"

প্রধানমন্ত্রীর কাছে অ্যামেরিকার জন্য ওষুধের সাহায্যে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম । সেই প্রসঙ্গে সাংসদ বলেন, " ভারতবর্ষের মানুষই কিছু পাচ্ছেন না । প্রধানমন্ত্রী তাহলে ঠিক করুন ট্রাম্পকে খুশি করবেন না 130 কোটি ভারতবাসীর সেবা করবেন।"

শ্রীরামপুর, 5 এপ্রিল : আড়াইশো দুস্থকে চাল, ডাল ও আলু বিতরণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বঙ্গলক্ষ্মী লেনে দুস্থদের হাতে ওইসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সেখানে প্রধানমন্ত্রীর মোমবাতি এবং ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন সাংসদ । বলেন, " প্রধানমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী যার যেরকম ইচ্ছা সে সেরকম করবেন । এখানে আমার কিছু বলার নেই । তবে এসব করে কিছু লাভ নেই । বর্তমান পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজ়ার পাওয়া যাচ্ছে না । সেগুলোর ব্যবস্থা করা উচিত । কিন্তু কিছুই করছেন না । এই সময় আর্থিক সাহায্য দরকার । এখন প্রধানমন্ত্রীর ভাষণে কিছু লাভ হবে না , কাজের প্রয়োজন । কেউ ধর্মগুরু হিসেবে এখানে আসেননি । ধর্মগুরুদের জায়গায় তাঁদের যথেষ্ট সম্মান জানাই ।"

প্রধানমন্ত্রীর কাছে অ্যামেরিকার জন্য ওষুধের সাহায্যে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম । সেই প্রসঙ্গে সাংসদ বলেন, " ভারতবর্ষের মানুষই কিছু পাচ্ছেন না । প্রধানমন্ত্রী তাহলে ঠিক করুন ট্রাম্পকে খুশি করবেন না 130 কোটি ভারতবাসীর সেবা করবেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.