হুগলি, 1 জানুয়ারি: রীতি মেনেই কল্পতরু দিবস (Kalpataru Day) পালন হুগলির কামারপুকুর মঠ ও মিশনে (Kamarpukur Math and Mission) । 1 জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষ্যে বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে সকাল থেকে । প্রতিবছর এই দিনে সকাল থেকেই ভিড় জমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত হুগলি জেলার অন্যতন তীর্থক্ষেত্র কামারপুকুর মঠ ও মিশনে । এই বছরও তার অন্যথা হল না ৷ এ দিন কামারপুকুর মঠে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে (Kalpataru Utsav 2023) ।
1 জানুয়ারি কামারপুকুর মঠ ও মিশনে কল্পতরু উৎসব উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান । তেমনই মঠে আসা এক পুণ্যার্থী নমিতা মালিক বলেন, "ছোট বেলায় এসেছিলাম, তারপর আজ এলাম । সকালবেলায় মঠে এসে ভালো লাগছে । এই মঠের ভোগ সকলের কাছে একটা বাড়তি আকর্ষণ। আজ প্রার্থনা করলাম যাতে নতুন বছর সকলের খুব ভালো কাটে ।"
অন্যদিকে অন্য এক পযর্টক মানসী ঘোষ বলেন, "মঠে এসে খুব ভালো লাগছে । বছরের প্রথম দিন মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পুজোপাঠ দেখতে পেরে নিজে ভাগ্যবান মনে করছি । ঠাকুরই আমাদের পথ দেখিয়েছেন। এখানে এসে আমরা আপ্লুত ।"
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, "1 জানুয়ারি, 2023 সাল । এই দিনটি সাধু ও ভক্তবৃন্দের কাছে বিশেষ দিন । আজকের এই দিনটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরী হয়েছিলেন । এই সময় এমন একটা ভাব ধারন করেছিলেন, যে যা প্রার্থনা করেছিলেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সবই তিনি দান করেছিলেন ।"
তিনি আরও বলেন, "স্বামী সারোদানন্দজি মহারাজ বলেছিলেন, শ্রী রামকৃষ্ণদেব আত্মপ্রকাশে অভয় প্রদান করেছিলেন । নিজেকে সকলের কাছে প্রকাশ করে দিয়েছিলেন । জীবজন্তু-সহ সকল মানুষকে তিনি অভয় প্রদান করেছিলেন । কেবল এই দিনটিই নয়, সারা বছর ধরেই আমাদের কাছে কল্পতরু হিসেবে তিনি বিরাজমান । আমাদের কে তিনিই আশীর্বাদ করে যাচ্ছেন, অভয় প্রদান করে যাচ্ছেন । ধর্ম-অর্থ মুক্তি সমস্তই দান করে যাচ্ছেন । কামারপুকুর মঠে আমরা এই দিনটি পালন করছি । সকালবেলা থেকেই মঙ্গল আরতি, ভজন, বৈদিক মন্ত্র পাঠ শুরু হয়েছে । দুপুর বেলা প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যাবেলায় আরতি হবে । এই ভাবেই কামারপুকুর মঠ ও মিশনে এই দিনটি আমরা পালন করছি ।"
আরও পড়ুন: কোভিড-বিধি মেনেই ভক্তসমাগম জয়রামবাটিতে
জানা গিয়েছে, এই দিনটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাট্যকার গিরিশ ঘোষকে প্রশ্ন করেছিলেন, "তোমার কী মনে হয়, আমি কে? সবার কাছে বলে বেড়াও । কী তুমি বুঝেছো বা কী জেনেছো ।" ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরনতলে বসে তিনি হাত জোর করে বলেছিলেন, "ব্যস, বাল্মিকী যার ইয়াত্তা করতে পারেনি, আমি তাঁর সম্বন্ধে কী বলব ।" এই সমাধি অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাদের বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক ৷" সেই মুহূর্তটিই কল্পতরু নামে পরিচিত ।