ETV Bharat / state

International School Games 2022 : প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

ইন্টারন্যাশনাল স্কুল গেমসে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে চুঁচুড়ার মেয়ে জয়িতা মালিক (Jayita Malik Gets Chance for International School Games 2022) ৷ কিন্তু, তাঁর এই যাত্রার পথ মোটেও সহজ ছিল না ৷ আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে ফ্রান্স পাড়ি দিচ্ছে সে ৷

Jayita Malik Gets Chance for Artistic gymnastics International School Games 2022
Jayita Malik Gets Chance for Artistic gymnastics International School Games 2022
author img

By

Published : May 7, 2022, 5:20 PM IST

Updated : May 8, 2022, 10:14 AM IST

চুঁচুড়া (হুগলি), 7 মে : নেই উপযুক্ত পরিকাঠামো, নেই পরিবারের আর্থিক সচ্ছ্বলতা ৷ তবে, এই সব প্রতিবন্ধকতাকে জয় করেছেন চুঁচুড়ার অষ্টাদশী জয়িতা মালিক ৷ আগামী জুন ফ্রান্সে ইন্টারন্যাশনাল স্কুল গেমসের আসরে জিমন্যাস্টিক্সে অংশ নেবেন তিনি ৷ ইতিমধ্যে স্কুল গেমসের পাঁচবার ন্যাশনালে অংশ নিয়েছেন জয়িতা ৷ শত বাধার মধ্যেও এগিয়ে যাচ্ছেন জয়িতা মালিক ৷

জয়িতা মালিকের বাড়ি হুগলির চুঁচুড়ার চকবাজার শান্তিপল্লিতে ৷ তাঁর বাবা জয়ন্ত মালিক মেলায় খেলনা বিক্রি করেন ৷ তিনি শারীরিক দিকে থেকে বিশেষভাবে সক্ষম ৷ মা সুমিতা মালিক অঙ্গনওয়াড়ি কর্মী ৷ দুই ছেলে মেয়ে নিয়ে অতিকষ্টে সংসার চালাচ্ছেন জয়ন্ত মালিক এবং সুমিতা মালিক ৷ এমনকি ফ্রান্স যাওয়ার আড়াই লক্ষ টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়েছে তাঁদের ৷ গয়না বন্ধক রেখে এবং আত্মীয়স্বজনের থেকে ধার করে তাঁর ফ্রান্স যাওয়ার সব ব্যবস্থা করেছেন তাঁরা ৷ সেখানে কিছুটা সাহায্য় হয়েছে, জয়িতার খেলো ইন্ডিয়ায় জেতা আর্থিক পুরস্কার ৷ একটাই আশা তাঁদের, জিমন্যাস্টিক্সে ইন্টারন্যাশনাল স্কুল গেমস জিতে ফিরবে মেয়ে । বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করবেন জয়িতা ৷

জয়িতাকে নিয়ে খুবই আশাবাদী বাঁশবেড়িয়ার তরুণ সঙ্ঘের জিমন্যাস্টিকস কোচ মৌনা কর্মকার ৷ তিনি জানান, সামান্য পরিকাঠামো মধ্যেও নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করে জয়িতা ৷ ক্লাবে জিমন্যাস্টিক্স অনুশীলনের জায়গার অভাব রয়েছে ৷ তাই রাস্তায় অনুশীলন করাতে হয় সবাইকে । এইসব প্রতিবন্ধকতার মধ্যেও খেলো ইন্ডিয়ায় স্থান পেয়েছিল জয়িতা । তাই কোচ মৌনার বিশ্বাস, জয়িতার কষ্ট ও পরিশ্রমই তাঁকে জয় এনে দেবে ৷

আরও পড়ুন : Egypt Gymnastic World Cup : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

তবে, এরই মধ্যে শুক্রবার জয়িতার আর্থিক সমস্যার কথা শুনে এগিয়ে এসেছে একটি সংস্থা ৷ সংস্থার তরফে জয়িতার মায়ের হাতে 3 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ৷ একটি জীবন বিমা সংস্থার আধিকারিকরা মিলে এই সংস্থা গড়ে তুলেছেন ৷ যারা মূলত গরিব মেধাবীদের এবং জয়িতার মত খেলোয়াড়দের পাশে দাঁড়ায় ৷ ফলে জয়িতার ফ্রান্স যেতে খরচের আড়াই লাখ টাকার পুরোটাই উঠে এসেছে ৷ আগের করা দেনার টাকাও তাই মিটিয়ে দিতে পারবেন বলে জানান জয়িতার বাবা-মা ৷ বাকি পঞ্চাশ হাজার টাকা জয়িতার ফিটনেস ও ডায়েটের খরচে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তাঁরা ৷

প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

আরও পড়ুন : Injured Trekker Mithun : হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

মাত্র 4 বছর বয়স থেকে জিমন্যাস্টিক্সে ভর্তি হন জয়িতা মালিক ৷ স্কুলে ভর্তির আগেই মায়ের কোলে চেপে জিমন্যাস্টিকসের ক্লাসে যেতেন তিনি ৷ ইতিমধ্যে, নবম এবং দশম শ্রেণিতে পড়ার সময় স্কুল গেমসে ন্যাশনাল খেলতে আগ্রা ও ত্রিপুরায় গিয়েছিল জয়িতা ৷ 2020 সালে খেলো ইন্ডিয়ায় ভাল পারফর্ম করে আর্থিক পুরস্কার জিতেছিল সে ৷ ফ্রান্স যেতে সেই অর্থও অনেকটা সাহায্য করেছে জয়িতাকে ৷ আর পড়াশোনা ব্যাপারে তাঁকে সাহায্য করেন জয়িতার হুগলি গার্লস স্কুলের শিক্ষিকারা ৷ ফলে জিমন্যাস্টিক্স ও পড়াশোনা দুই সমানভাবে চলছে তাঁর ৷ আগামী 14 মে থেকে ফ্রান্সে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল গেমস ৷ সেখানে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সুযোগ পেয়েছেন জয়িতা ৷ 13 মে ফ্রান্সে রওনা দেবেন তিনি ৷

চুঁচুড়া (হুগলি), 7 মে : নেই উপযুক্ত পরিকাঠামো, নেই পরিবারের আর্থিক সচ্ছ্বলতা ৷ তবে, এই সব প্রতিবন্ধকতাকে জয় করেছেন চুঁচুড়ার অষ্টাদশী জয়িতা মালিক ৷ আগামী জুন ফ্রান্সে ইন্টারন্যাশনাল স্কুল গেমসের আসরে জিমন্যাস্টিক্সে অংশ নেবেন তিনি ৷ ইতিমধ্যে স্কুল গেমসের পাঁচবার ন্যাশনালে অংশ নিয়েছেন জয়িতা ৷ শত বাধার মধ্যেও এগিয়ে যাচ্ছেন জয়িতা মালিক ৷

জয়িতা মালিকের বাড়ি হুগলির চুঁচুড়ার চকবাজার শান্তিপল্লিতে ৷ তাঁর বাবা জয়ন্ত মালিক মেলায় খেলনা বিক্রি করেন ৷ তিনি শারীরিক দিকে থেকে বিশেষভাবে সক্ষম ৷ মা সুমিতা মালিক অঙ্গনওয়াড়ি কর্মী ৷ দুই ছেলে মেয়ে নিয়ে অতিকষ্টে সংসার চালাচ্ছেন জয়ন্ত মালিক এবং সুমিতা মালিক ৷ এমনকি ফ্রান্স যাওয়ার আড়াই লক্ষ টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়েছে তাঁদের ৷ গয়না বন্ধক রেখে এবং আত্মীয়স্বজনের থেকে ধার করে তাঁর ফ্রান্স যাওয়ার সব ব্যবস্থা করেছেন তাঁরা ৷ সেখানে কিছুটা সাহায্য় হয়েছে, জয়িতার খেলো ইন্ডিয়ায় জেতা আর্থিক পুরস্কার ৷ একটাই আশা তাঁদের, জিমন্যাস্টিক্সে ইন্টারন্যাশনাল স্কুল গেমস জিতে ফিরবে মেয়ে । বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করবেন জয়িতা ৷

জয়িতাকে নিয়ে খুবই আশাবাদী বাঁশবেড়িয়ার তরুণ সঙ্ঘের জিমন্যাস্টিকস কোচ মৌনা কর্মকার ৷ তিনি জানান, সামান্য পরিকাঠামো মধ্যেও নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করে জয়িতা ৷ ক্লাবে জিমন্যাস্টিক্স অনুশীলনের জায়গার অভাব রয়েছে ৷ তাই রাস্তায় অনুশীলন করাতে হয় সবাইকে । এইসব প্রতিবন্ধকতার মধ্যেও খেলো ইন্ডিয়ায় স্থান পেয়েছিল জয়িতা । তাই কোচ মৌনার বিশ্বাস, জয়িতার কষ্ট ও পরিশ্রমই তাঁকে জয় এনে দেবে ৷

আরও পড়ুন : Egypt Gymnastic World Cup : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

তবে, এরই মধ্যে শুক্রবার জয়িতার আর্থিক সমস্যার কথা শুনে এগিয়ে এসেছে একটি সংস্থা ৷ সংস্থার তরফে জয়িতার মায়ের হাতে 3 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ৷ একটি জীবন বিমা সংস্থার আধিকারিকরা মিলে এই সংস্থা গড়ে তুলেছেন ৷ যারা মূলত গরিব মেধাবীদের এবং জয়িতার মত খেলোয়াড়দের পাশে দাঁড়ায় ৷ ফলে জয়িতার ফ্রান্স যেতে খরচের আড়াই লাখ টাকার পুরোটাই উঠে এসেছে ৷ আগের করা দেনার টাকাও তাই মিটিয়ে দিতে পারবেন বলে জানান জয়িতার বাবা-মা ৷ বাকি পঞ্চাশ হাজার টাকা জয়িতার ফিটনেস ও ডায়েটের খরচে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তাঁরা ৷

প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

আরও পড়ুন : Injured Trekker Mithun : হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

মাত্র 4 বছর বয়স থেকে জিমন্যাস্টিক্সে ভর্তি হন জয়িতা মালিক ৷ স্কুলে ভর্তির আগেই মায়ের কোলে চেপে জিমন্যাস্টিকসের ক্লাসে যেতেন তিনি ৷ ইতিমধ্যে, নবম এবং দশম শ্রেণিতে পড়ার সময় স্কুল গেমসে ন্যাশনাল খেলতে আগ্রা ও ত্রিপুরায় গিয়েছিল জয়িতা ৷ 2020 সালে খেলো ইন্ডিয়ায় ভাল পারফর্ম করে আর্থিক পুরস্কার জিতেছিল সে ৷ ফ্রান্স যেতে সেই অর্থও অনেকটা সাহায্য করেছে জয়িতাকে ৷ আর পড়াশোনা ব্যাপারে তাঁকে সাহায্য করেন জয়িতার হুগলি গার্লস স্কুলের শিক্ষিকারা ৷ ফলে জিমন্যাস্টিক্স ও পড়াশোনা দুই সমানভাবে চলছে তাঁর ৷ আগামী 14 মে থেকে ফ্রান্সে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল গেমস ৷ সেখানে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সুযোগ পেয়েছেন জয়িতা ৷ 13 মে ফ্রান্সে রওনা দেবেন তিনি ৷

Last Updated : May 8, 2022, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.