জাঙ্গিপাড়া, 22 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী । আক্রান্ত তাঁর সন্তান, শ্বশুর, শাশুড়ি, গাড়িচালক সহ মোট ছ'জন ।
তিন-চারদিন ধরেই জ্বরে ভুগছিলেন স্নেহাশিস চক্রবর্তী । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । গতকাল পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । আপাতত কোন্নগর কানাইপুরে হোম আইসোলেশনে রয়েছেন তিনি ।
কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে বিধায়কের বাড়ি স্যানিটাইজ় করার ব্যবস্থা করা হচ্ছে । তাঁর শ্বশুরকে রাতেই কলকাতার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।
গতকাল চণ্ডীতলায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন স্নেহাশিসবাবু । সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় । পরীক্ষার রিপোর্ট আসার আগেই প্রত্যেকে হোম কোয়ারানটিনে রয়েছেন ।
শ্রীরামপুর মহকুমায় কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । ইতিমধ্যেই জাঙ্গিপাড়া ব্লকে কোরোনায় আক্রান্ত হয়েছে একশোরও বেশি ।