ETV Bharat / state

পোলবায় মদের কারখানায় আয়কর হানা, ভোররাত থেকে চলছে জোর তল্লাশি - পোলবায় মদের কারখানায় আয়কর হানা

IT Raid: ট্যাক্স ফাঁকি নাকি হিসাব বহির্ভূত আয় ? কী কারণে এই হানা তা এখনও জানা যায়নি। কারখানার বাইরে শ্রমিকরা ভিড় করে রয়েছেন ৷ সকলেই ভয় পাচ্ছেন তাঁদের রুজি-রুটি নিয়ে। কী কারণে এই তল্লাশি তা নিয়ে চলছে জল্পনা।

IT Raid
পোলবায় মদের কারখানায় আয়কর হানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:28 AM IST

Updated : Nov 21, 2023, 11:55 AM IST

ভোররাত থেকে চলছে জোর তল্লাশি

হুগলি, 21 নভেম্বর: পোলবায় একটি মদের কারখানায় মঙ্গলবার ভোররাত থেকেই আয়কর হানা দেয়। মগরা-গুড়াপ 23 নম্বর রুটের রাস্তার কাছে রয়েছে অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে এক কারখানা। ভোর চারটে নাগাদ আয়কর দফতর হানা দেয় এখানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েক কোটি টাকা ফাঁকির অভিযোগ উঠেছে ওই কোম্পানির বিরুদ্ধে। দেবরাজ মুখোপাধ্যায় এই কারখানার এক অন্যতম ডিরেক্টর। দিল্লির একটি সংস্থার হাতে রয়েছে এই কারখানার বেশিরভাগ শেয়ার ৷

তবে ডিরেক্টর না দিল্লির সংস্থার বিরুদ্ধে অভিযোগ তা এখনও জানা যায়নি। মঙ্গলবার পাঁচটি গাড়িতে আয়কর আধিকারিকরা-সহ সিআরপিএফ হানা দিয়ে তল্লাশি চালানো শুরু করে। এখানে মূলত মদ তৈরির কাঁচামাল-ইথানল তৈরি হয় এই কারখানায়। এছাড়াও নামী ব্র্যান্ডের মদের বটলিং হয় এখানে। প্রায় তিনশোর বেশি শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা শ্রমিক। কিছুদিন কাজ বন্ধ থাকলেও আজ ফের কাজে যোগ দিতে এসে এই অবস্থা দেখেন শ্রমিকরা। তাতেই রুজি-রুটি নিয়ে ভয় পাচ্ছেন তাঁরা ৷

এদিন কারখানায় আসতেই শ্রমিকদের ফিরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। ফলে ফিরে যান শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিফট চলে। তবে কী কারণে এই হানা বা কত টাকার আর্থিক অসঙ্গতি রয়েছে সেটাও পরিষ্কার হয়নি। এখনও আয়করের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে কোনও কিছু জানাননি। শ্রমিকদের মতে, কিছুদিন এখানে কাজ বন্ধ ছিল। আজ কাজে যোগ দিতে বলে কারখানা কর্তৃপক্ষ। কারখানা ঢুকতেই আটকে দেওয়া হয় তাঁদের।

তবে বেশ কয়েকজন কারখানার কর্মীদের মোবাইল নিয়ে আটকে রাখা হয়েছে। এই কারখানা মাঝে মধ্যেই শ্রমিক অসন্তোষের খবর শোনা যায়।শ্রমিকদের বকেয়ার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ হয়েছিল এই কারখানায়। বর্তমানে সব ঠিকঠাক হলেও কিছুদিন বন্ধ ছিল কারখানা। স্থানীয় মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস বলেন, "দশ-বারো বছর ধরে এই কারখানা ভালোই চলছিল। বহু মহিলা কাজ করেন। সংবাদ মাধ্যমে জানতে পারলাম এই হানার কথা। তবে কী কারণে এই হানা বলতে পারব না।

আরও পড়ুন:

  1. দুর্নীতির সঙ্গে এক শতাংশও জড়িত নই, অফিসে আয়কর হানার পর দাবি বিধায়ক তন্ময়ের
  2. রেশন দুর্নীতিকাণ্ডে জ‍্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে হানা ইডি'র

ভোররাত থেকে চলছে জোর তল্লাশি

হুগলি, 21 নভেম্বর: পোলবায় একটি মদের কারখানায় মঙ্গলবার ভোররাত থেকেই আয়কর হানা দেয়। মগরা-গুড়াপ 23 নম্বর রুটের রাস্তার কাছে রয়েছে অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে এক কারখানা। ভোর চারটে নাগাদ আয়কর দফতর হানা দেয় এখানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েক কোটি টাকা ফাঁকির অভিযোগ উঠেছে ওই কোম্পানির বিরুদ্ধে। দেবরাজ মুখোপাধ্যায় এই কারখানার এক অন্যতম ডিরেক্টর। দিল্লির একটি সংস্থার হাতে রয়েছে এই কারখানার বেশিরভাগ শেয়ার ৷

তবে ডিরেক্টর না দিল্লির সংস্থার বিরুদ্ধে অভিযোগ তা এখনও জানা যায়নি। মঙ্গলবার পাঁচটি গাড়িতে আয়কর আধিকারিকরা-সহ সিআরপিএফ হানা দিয়ে তল্লাশি চালানো শুরু করে। এখানে মূলত মদ তৈরির কাঁচামাল-ইথানল তৈরি হয় এই কারখানায়। এছাড়াও নামী ব্র্যান্ডের মদের বটলিং হয় এখানে। প্রায় তিনশোর বেশি শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা শ্রমিক। কিছুদিন কাজ বন্ধ থাকলেও আজ ফের কাজে যোগ দিতে এসে এই অবস্থা দেখেন শ্রমিকরা। তাতেই রুজি-রুটি নিয়ে ভয় পাচ্ছেন তাঁরা ৷

এদিন কারখানায় আসতেই শ্রমিকদের ফিরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। ফলে ফিরে যান শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিফট চলে। তবে কী কারণে এই হানা বা কত টাকার আর্থিক অসঙ্গতি রয়েছে সেটাও পরিষ্কার হয়নি। এখনও আয়করের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে কোনও কিছু জানাননি। শ্রমিকদের মতে, কিছুদিন এখানে কাজ বন্ধ ছিল। আজ কাজে যোগ দিতে বলে কারখানা কর্তৃপক্ষ। কারখানা ঢুকতেই আটকে দেওয়া হয় তাঁদের।

তবে বেশ কয়েকজন কারখানার কর্মীদের মোবাইল নিয়ে আটকে রাখা হয়েছে। এই কারখানা মাঝে মধ্যেই শ্রমিক অসন্তোষের খবর শোনা যায়।শ্রমিকদের বকেয়ার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ হয়েছিল এই কারখানায়। বর্তমানে সব ঠিকঠাক হলেও কিছুদিন বন্ধ ছিল কারখানা। স্থানীয় মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস বলেন, "দশ-বারো বছর ধরে এই কারখানা ভালোই চলছিল। বহু মহিলা কাজ করেন। সংবাদ মাধ্যমে জানতে পারলাম এই হানার কথা। তবে কী কারণে এই হানা বলতে পারব না।

আরও পড়ুন:

  1. দুর্নীতির সঙ্গে এক শতাংশও জড়িত নই, অফিসে আয়কর হানার পর দাবি বিধায়ক তন্ময়ের
  2. রেশন দুর্নীতিকাণ্ডে জ‍্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে হানা ইডি'র
Last Updated : Nov 21, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.