ETV Bharat / state

প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায় - প্রাক্তন ভাইস চেয়ারম্যান

প্রাক্তন ভাইস চেয়ারম্যানের গুলিবিদ্ধ হওয়ার পরই বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে সরানো হল অরিজিতা শীলকে ৷ নতুন প্রশাসকের দায়িত্বে এলেন গুলিতে জখম প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী ৷

প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায়
প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায়
author img

By

Published : May 12, 2021, 1:01 PM IST

Updated : May 12, 2021, 2:32 PM IST

বাঁশবেড়িয়া, 12 মে : প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলির ঘটনার পরই প্রশাসক পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাঁশবেড়িয়া পৌরসভা । পুর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ।

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে অরিজিতা শীলকে সরিয়ে দেওয়া হল
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে অরিজিতা শীলকে সরিয়ে দেওয়া হল

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলকে সরিয়ে গুলিতে জখম প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হল । অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল ওরফে সোনার বিরুদ্ধে গুলি করার অভিযোগ ওঠার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । তবে গুলি চালানোর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে এলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে এলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী
প্রসঙ্গত, মঙ্গলবার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে গুলি মারে দুষ্কৃতীরা । বাড়ির কাছেই বেলতলা বাজারে সকালে কালিপুজোর ফল কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ হন আদিত্যবাবু । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ।
প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায় কী বলছে শাসক-বিরোধী

আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

এই ঘটনায় বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন ওরফে সোনা শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এমনকি সোনা শীল ও তাঁর এক ছায়াসঙ্গীর বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে । স্থানীয় সূত্রে খবর, পৌরসভার দুর্নীতি ও দখল নিয়ে আদিত্য নিয়োগীর সঙ্গে সোনা শীলের দ্বন্দ্ব দীর্ঘদিনের । তার জেরেই আদিত্যকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । তবে আদিত্যবাবুর অপারেশন করে গুলি বার করা হয়েছে । এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গেছে ।

যদিও এই ঘটনায় বিজেপি ও সিপিআইএম একযোগে শাসক দলকেই দুষেছেন ৷ তাঁরা বলেছেন, সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ হোক এটাই চাই ৷

তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়, তৃণমূল অন্যায় বরদাস্ত করে না ৷ দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

বাঁশবেড়িয়া, 12 মে : প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলির ঘটনার পরই প্রশাসক পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাঁশবেড়িয়া পৌরসভা । পুর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ।

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে অরিজিতা শীলকে সরিয়ে দেওয়া হল
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে অরিজিতা শীলকে সরিয়ে দেওয়া হল

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলকে সরিয়ে গুলিতে জখম প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হল । অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল ওরফে সোনার বিরুদ্ধে গুলি করার অভিযোগ ওঠার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । তবে গুলি চালানোর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে এলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে এলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী
প্রসঙ্গত, মঙ্গলবার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে গুলি মারে দুষ্কৃতীরা । বাড়ির কাছেই বেলতলা বাজারে সকালে কালিপুজোর ফল কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ হন আদিত্যবাবু । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ।
প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায় কী বলছে শাসক-বিরোধী

আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

এই ঘটনায় বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন ওরফে সোনা শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এমনকি সোনা শীল ও তাঁর এক ছায়াসঙ্গীর বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে । স্থানীয় সূত্রে খবর, পৌরসভার দুর্নীতি ও দখল নিয়ে আদিত্য নিয়োগীর সঙ্গে সোনা শীলের দ্বন্দ্ব দীর্ঘদিনের । তার জেরেই আদিত্যকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । তবে আদিত্যবাবুর অপারেশন করে গুলি বার করা হয়েছে । এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গেছে ।

যদিও এই ঘটনায় বিজেপি ও সিপিআইএম একযোগে শাসক দলকেই দুষেছেন ৷ তাঁরা বলেছেন, সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ হোক এটাই চাই ৷

তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়, তৃণমূল অন্যায় বরদাস্ত করে না ৷ দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

Last Updated : May 12, 2021, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.