ETV Bharat / state

Illegal Sand Smuggling: মাঝ গঙ্গায় রমরমিয়ে চলেছে অবৈধ বালির কারবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের - Illegal Sand Smuggling at Uttarpara in Hooghly

নৌকা করে উত্তরপাড়ার মাঝ গঙ্গায় রমরমিয়ে তোলা হচ্ছে বালি ৷ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছে প্রশাসন (Illegal Sand Smuggling at Uttarpara) ৷

Illegal Sand Smuggling
উত্তরপাড়ার মাঝ গঙ্গায় রমরমিয়ে চলেছে অবৈধ বালির কারবার
author img

By

Published : Nov 30, 2022, 11:26 AM IST

হুগলি, 30 নভেম্বর: উত্তরপাড়ায় গঙ্গায় অবৈধভাবে বালি তোলা হচ্ছিল নৌকা করে, শাসক দলের মদতে এই বেআইনি কাজ হচ্ছে বলে অভিযোগ বিজেপির । অভিযোগ অস্বীকার করেছেন উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান । উত্তরপাড়া শখের বাজার ঘাট থেকে এই বেআইনি বালি তোলা চলে সকাল থেকেই (Illegal Sand Smuggling at Uttarpara)।

স্থানীয় মানুষের প্রশ্ন, এত নজরদারি স্বত্তেও কীভাবে বালি তোলা হয় দিনেরবেলায় ? প্রশাসন সূত্রে খবর, গঙ্গা বক্ষে এভাবে বালি তোলা যায় না । যে সমস্ত অসাধু ব্যবসায় এই কাজ করছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । গঙ্গার পূর্ব পারে উত্তর 24 পরগনার পানিহাটি জল প্রকল্পের কাছে থেকে 12টি নৌকা করে অবৈধ বালি তোলা চলছে বলে জানা গিয়েছে । মাঝ গঙ্গা থেকে রাতের অন্ধকারে বালি তোলা হত । কিন্তু এখন প্রকাশ্যই এই বালি তোলা চলছে । ওই পার থেকেই লরি করে বালি পাচার হয়ে যাচ্ছে । অনেক আগেই গঙ্গা থেকে বালি তোলা বন্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু কীভাবে প্রশাসনের তোয়াক্কা না করে অবৈধ বালি কারবার চালাচ্ছে অসাধু কারবারিরা ।

উত্তরপাড়ার মাঝ গঙ্গায় রমরমিয়ে চলেছে অবৈধ বালির কারবার

প্রসঙ্গত, উত্তরপাড়ার (Uttarpara) শ্রীরামপুর এলাকায় গঙ্গা ভাঙনের কবলে পড়েছে দুটি শ্মশান । গঙ্গা তীরবর্তী একটি আবাসনেও ধস নামে । স্থানীয় বাসিন্দা অসিত ঘোষ বলেন, "নটা নৌকা করে বালি তোলা হচ্ছে । এটা বৈধ কিনা, কার অনুমতিতে তোলা হচ্ছে জানি না । গঙ্গা থেকে বালি তোলা তো অবৈধ বলে জানি ।"

আরও এক স্থানীয় বাসিন্দা তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "বালি তোলা নিষিদ্ধ ছিল ৷ কিন্তু এভাবে প্রকাশ্যে বালি তোলা হচ্ছে দেখে অবাক হচ্ছি ৷ প্রশাসন যেন এ বিষয়টা দেখে সেই আশা করব ৷" বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন,"উত্তরপাড়ার গঙ্গার বুক থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে নৌকা করে । একদিকে মুখ্যমন্ত্রী বলছেন বালি তোলা যাবে না আর অন্যদিকে শাসকদলের মদতেই চলছে বেআইনিভাবে বালি তোলার কাজ । তার মানে কথা আর কাজে মিল নেই ।"

আরও পড়ুন: বালি পাচারের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বাঁধের উপর রাত জাগছে গ্রাম

উত্তরপাড়া পুর প্রধান দিলীপ যাদব বলেন, "কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা দেখা প্রশাসনের কাজ । তাই বিষয়টি আমি জানার পর মহকুমা শাসককে জনিয়েছি । কোনও ঘটনা আমার নজরে এলে তা সংশ্লিষ্ট জায়গায় জানানো আমার কাজ । আর আমার এক্তিয়ারে থাকলে সেটার ব্যবস্থা নেব । এক্ষেত্রে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে ।"

হুগলি, 30 নভেম্বর: উত্তরপাড়ায় গঙ্গায় অবৈধভাবে বালি তোলা হচ্ছিল নৌকা করে, শাসক দলের মদতে এই বেআইনি কাজ হচ্ছে বলে অভিযোগ বিজেপির । অভিযোগ অস্বীকার করেছেন উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান । উত্তরপাড়া শখের বাজার ঘাট থেকে এই বেআইনি বালি তোলা চলে সকাল থেকেই (Illegal Sand Smuggling at Uttarpara)।

স্থানীয় মানুষের প্রশ্ন, এত নজরদারি স্বত্তেও কীভাবে বালি তোলা হয় দিনেরবেলায় ? প্রশাসন সূত্রে খবর, গঙ্গা বক্ষে এভাবে বালি তোলা যায় না । যে সমস্ত অসাধু ব্যবসায় এই কাজ করছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । গঙ্গার পূর্ব পারে উত্তর 24 পরগনার পানিহাটি জল প্রকল্পের কাছে থেকে 12টি নৌকা করে অবৈধ বালি তোলা চলছে বলে জানা গিয়েছে । মাঝ গঙ্গা থেকে রাতের অন্ধকারে বালি তোলা হত । কিন্তু এখন প্রকাশ্যই এই বালি তোলা চলছে । ওই পার থেকেই লরি করে বালি পাচার হয়ে যাচ্ছে । অনেক আগেই গঙ্গা থেকে বালি তোলা বন্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু কীভাবে প্রশাসনের তোয়াক্কা না করে অবৈধ বালি কারবার চালাচ্ছে অসাধু কারবারিরা ।

উত্তরপাড়ার মাঝ গঙ্গায় রমরমিয়ে চলেছে অবৈধ বালির কারবার

প্রসঙ্গত, উত্তরপাড়ার (Uttarpara) শ্রীরামপুর এলাকায় গঙ্গা ভাঙনের কবলে পড়েছে দুটি শ্মশান । গঙ্গা তীরবর্তী একটি আবাসনেও ধস নামে । স্থানীয় বাসিন্দা অসিত ঘোষ বলেন, "নটা নৌকা করে বালি তোলা হচ্ছে । এটা বৈধ কিনা, কার অনুমতিতে তোলা হচ্ছে জানি না । গঙ্গা থেকে বালি তোলা তো অবৈধ বলে জানি ।"

আরও এক স্থানীয় বাসিন্দা তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "বালি তোলা নিষিদ্ধ ছিল ৷ কিন্তু এভাবে প্রকাশ্যে বালি তোলা হচ্ছে দেখে অবাক হচ্ছি ৷ প্রশাসন যেন এ বিষয়টা দেখে সেই আশা করব ৷" বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন,"উত্তরপাড়ার গঙ্গার বুক থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে নৌকা করে । একদিকে মুখ্যমন্ত্রী বলছেন বালি তোলা যাবে না আর অন্যদিকে শাসকদলের মদতেই চলছে বেআইনিভাবে বালি তোলার কাজ । তার মানে কথা আর কাজে মিল নেই ।"

আরও পড়ুন: বালি পাচারের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বাঁধের উপর রাত জাগছে গ্রাম

উত্তরপাড়া পুর প্রধান দিলীপ যাদব বলেন, "কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা দেখা প্রশাসনের কাজ । তাই বিষয়টি আমি জানার পর মহকুমা শাসককে জনিয়েছি । কোনও ঘটনা আমার নজরে এলে তা সংশ্লিষ্ট জায়গায় জানানো আমার কাজ । আর আমার এক্তিয়ারে থাকলে সেটার ব্যবস্থা নেব । এক্ষেত্রে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.