ETV Bharat / state

দিলীপ ঘোষ বা লকেটকে দেখে BJP করতে আসিনি, ক্ষোভপ্রকাশ রাজকুমারী কেশরীর - lokshabha election

"দিলীপ ঘোষ বা লকেটকে দেখে আমি  BJP করতে আসিনি। আদবানিজি ও অটলজির আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে এসেছি। দিলীপবাবু বলছেন, যাঁদের প্রার্থী পছন্দ হবে না তাঁরা BJP ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় দিলীপবাবুরই দল ছেড়ে দেওয়া উচিত।" একথা বললেন BJP নেত্রী রাজকুমারী কেশরী।

রাজকুমারী কেশরী
author img

By

Published : Mar 24, 2019, 10:49 AM IST

Updated : Mar 24, 2019, 11:39 AM IST

হুগলি, ২৪ মার্চ : "দিলীপ ঘোষ বা লকেটকে দেখে আমি BJP করতে আসিনি। আদবানিজি ও অটলজির আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে এসেছি। দিলীপবাবু বলছেন, যাঁদের প্রার্থী পছন্দ হবে না তাঁরা BJP ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় দিলীপবাবুরই দল ছেড়ে দেওয়া উচিত।" একথা বললেন BJP নেত্রী রাজকুমারী কেশরী।

ভিডিয়োয় শুনুন রাজকুমারী কেশরীর বক্তব্য

রাজকমল পাঠকের পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, "আমি চেয়েছিলাম এই কেন্দ্র থেকে আমি বা রাজকমলদা লড়াই করুক। রাজকমলদা হুগলি জেলার লোক। রাজকমলদা হঠাৎ পদত্যাগ করেছেন এটা ঠিক হয়নি। মনে একটা দুঃখ আছে। পরে মনে হয় এটা ঠিক হয়ে যাবে। এটা মানে এটা নয় যে আমি দল ছেড়ে দেব। আমি অবাঙালি বলে হয়ত আমাকে প্রার্থী করা হয়নি।"

রাজকুমারী আরও বলেন, "রাহুলদার সময় আমি BJP-র অনেক পদ সামলেছি। তখন এই ধরনের রাজনীতি ছিল না। আমরা 30 বছর ধরে এই দল করছি। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কন্ঠে BJP থাকবে। এখানে আমাদের কর্মীদের কোথায় কী অসুবিধা আছে সেটা আমি জানি। কিন্তু লকেটজি সেটা জানেন না। লকেটজির অনুষ্ঠানে আমি যাব না। আমি ওনার প্রচারে যাব না। রাহুলদার প্রচার থাকলে আমি অবশ্যই যাব। হুগলির জেলা সভাপতি সুবীর নাগের কোনও যোগ্যতা নেই। উনি তো তৃণমূল থেকেই এসেছেন। আমরা ছোটো থেকে রাজনীতি করছি। পার্টিতে এখনও আইডোলজি আছে। নির্বাচনের পর যে রাজ্য সভাপতি হবেন তিনি দিলীপ ঘোষের থেকে ভালো হবেন।"

হুগলি লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী হিসেবে রাজকমল পাঠক ও রাজকুমারী কেশরীর নাম সামনে এসেছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চ্যাটার্জির নাম ঘোষণা করার পরই দলে কোন্দল দেখা হয়। আগেই সহ সভাপতির পদ ছেড়েছেন রাজকমলবাবু। এবার ক্ষোভ উগরে দিলেন রাজকুমারী কেশরী।

হুগলি, ২৪ মার্চ : "দিলীপ ঘোষ বা লকেটকে দেখে আমি BJP করতে আসিনি। আদবানিজি ও অটলজির আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে এসেছি। দিলীপবাবু বলছেন, যাঁদের প্রার্থী পছন্দ হবে না তাঁরা BJP ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় দিলীপবাবুরই দল ছেড়ে দেওয়া উচিত।" একথা বললেন BJP নেত্রী রাজকুমারী কেশরী।

ভিডিয়োয় শুনুন রাজকুমারী কেশরীর বক্তব্য

রাজকমল পাঠকের পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, "আমি চেয়েছিলাম এই কেন্দ্র থেকে আমি বা রাজকমলদা লড়াই করুক। রাজকমলদা হুগলি জেলার লোক। রাজকমলদা হঠাৎ পদত্যাগ করেছেন এটা ঠিক হয়নি। মনে একটা দুঃখ আছে। পরে মনে হয় এটা ঠিক হয়ে যাবে। এটা মানে এটা নয় যে আমি দল ছেড়ে দেব। আমি অবাঙালি বলে হয়ত আমাকে প্রার্থী করা হয়নি।"

রাজকুমারী আরও বলেন, "রাহুলদার সময় আমি BJP-র অনেক পদ সামলেছি। তখন এই ধরনের রাজনীতি ছিল না। আমরা 30 বছর ধরে এই দল করছি। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কন্ঠে BJP থাকবে। এখানে আমাদের কর্মীদের কোথায় কী অসুবিধা আছে সেটা আমি জানি। কিন্তু লকেটজি সেটা জানেন না। লকেটজির অনুষ্ঠানে আমি যাব না। আমি ওনার প্রচারে যাব না। রাহুলদার প্রচার থাকলে আমি অবশ্যই যাব। হুগলির জেলা সভাপতি সুবীর নাগের কোনও যোগ্যতা নেই। উনি তো তৃণমূল থেকেই এসেছেন। আমরা ছোটো থেকে রাজনীতি করছি। পার্টিতে এখনও আইডোলজি আছে। নির্বাচনের পর যে রাজ্য সভাপতি হবেন তিনি দিলীপ ঘোষের থেকে ভালো হবেন।"

হুগলি লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী হিসেবে রাজকমল পাঠক ও রাজকুমারী কেশরীর নাম সামনে এসেছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চ্যাটার্জির নাম ঘোষণা করার পরই দলে কোন্দল দেখা হয়। আগেই সহ সভাপতির পদ ছেড়েছেন রাজকমলবাবু। এবার ক্ষোভ উগরে দিলেন রাজকুমারী কেশরী।

Last Updated : Mar 24, 2019, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.