ব্যান্ডেল, 4 এপ্রিল: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Wife Murder At Bandel) ৷ মৃত মহিলার নাম রানি পাশি (22)। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ব্যান্ডেলের লোকপাড়ার বানজার পাড়ায়। রবিবার রাতে মদ্যপ অবস্থায় স্বামী তাঁর স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে। তাতেই মৃত্যু হয় স্ত্রীর। পরে খুন করে রেলের পরিত্যক্ত জায়গায় জঙ্গলে ফেলে দেয় স্বামী সানি। স্ত্রীকে খুনের পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে স্বামী।
সোমবার সকালে ব্যান্ডেল ফাঁড়িতে গিয়ে ধরা দেয় সে। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচড়া থানার পুলিশ। দেড় বছর ধরে সানি ও তাঁর স্ত্রী রানি পাশি বিয়ের পর ব্যান্ডেলে থাকত। সেভাবে কেউ কোনও কাজ করতে দেখেনি সানিকে। কী করত কেউ জানেও না। এর আগে সানি দু‘টি বিয়ে করে। এটা তাঁর তিন নম্বর বিয়ে। তৃতীয় স্ত্রী রানি পাশি অন্য পুরুষে আসক্ত ছিল এমনই সন্দেহের বশে খুন স্বীকারোক্তি অভিযুক্ত স্বামীর।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার স্ত্রীকে বেধড়ক মারধর ভিলেজ পুলিশের
রবিবার রাতে স্বামী-স্ত্রী দু'জনে মদ্যপান করেন। তারপর স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করে জঙ্গলে ফেলে দেয় স্বামী । পুলিশ সানিকে জিজ্ঞাসাবাদ করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত সানি পাশি বলেন, "আমি তিনটি বিয়ে করেছি। এর সঙ্গে এখানেই থাকতাম। মাঝে মধ্যেই রানি বাপের বাড়ি রাগ কর চলে যেত। ওখানে কারওর সঙ্গে সম্পর্ক ছিল। কাল মদ্যপ অবস্থায় ছিলাম। সেসময় অশান্তি হয় ৷ সেখানেই শাবল দিয়ে মাথায় আঘাত করি ৷ তাতেই মৃত্যু হয় রানির। আমি বুঝতে পারিনি রানি মারা যাবে। পুলিশে বিষয়টি জানিয়েছি।"