হুগলি , 5 মার্চ : দেশজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে ৷ আগাম সতর্ক থাকতে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রতিটি জেলার স্বাস্থ্য দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ নির্দেশ মতো কাজ শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য বিভাগ ৷ এই জেলার একাধিক হাসপাতালে কোরোনা আক্রান্তদের জন্য বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷
রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন যৌথভাবে একটি নির্দেশ জারি করেছে । যেখানে বলা হয়েছে, কোরোনার জন্য পৃথক ওয়ার্ড তৈরি করতে হবে । সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে । চুঁচুড়া, ইমামবাড়া ,শ্রীরামপুর ও আরামবাগ হাসপাতালে ট্রেন্ড চিকিৎসক ও যন্ত্রপাতি দিয়ে সাজানো হচ্ছে এই বিশেষ ওয়ার্ডকে ।
এই বিষয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী জানান, "রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো হুগলি জেলা হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে পৃথক বিভাগ তৈরি করা হচ্ছে । কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ যদি আসেন তাঁকে ওই বিভাগে আলাদা করে রাখা হবে । আমাদের পৃথক বিভাগগুলো নতুন করে গড়ে তোলা হচ্ছে ৷ এর জন্য যে সকল যন্ত্রপাতি লাগবে, প্রয়োজনে সেগুলো অন্য রাজ্য থেকে নিয়ে আসা হবে । অন্যদিকে, শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার ডাঃ দেবী প্রসাদ ঘোষ জানান, " হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড কে পরিষ্কার-পরিচ্ছন্ন করে কোরোনার জন্য চিহ্নিত করে রাখা হয়েছে । কেউ যদি কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তাঁকে ওই ওয়ার্ডে ভরতি করা হবে । এর জন্য বিশেষ অ্যাপ্রোন ইউনিফর্ম মাস্কের ব্যবস্থাও রাখা হয়েছে ৷