ETV Bharat / state

Bengalis in Ukraine : দেশে ফিরলেন পড়ুয়ারা, হিন্দমোটরের বাড়িতে স্বস্তির নিঃশ্বাস

পশ্চিম ইউক্রেনের টারনোপিল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছিলেন হিন্দমোটরের দেবমাল্য চট্টোপাধ্যায় এবং আরও অনেকে (Indian Students Trapped in Ukraine) ৷ গতকালই ভারতীয় বায়ুসেনা তাঁদের উদ্ধার করেছে ৷ আপাতত পড়ুয়ারা রয়েছেন দিল্লির বঙ্গভবনে ৷

Russia Ukraine Conflict
বায়ুসেনার বিমানে করে দেশে ফিরেছেন হিন্দমোটরের দেবমাল্য
author img

By

Published : Mar 3, 2022, 5:46 PM IST

হুগলি, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফেরাল ভারত সরকার । বায়ুসেনা বিমানে করে তাঁদের দিল্লিতে ফিরিয়ে এনেছে ৷ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে আপাতত দিল্লির বঙ্গভবনে রাখা হয়েছে ৷ আজই হয়তো তাঁরা যে যাঁর বাড়ি ফিরে আসবেন ৷ এমনই এক ছাত্র হিন্দমোটর রবীন্দ্রনগরের দেবমাল্য চট্টোপাধ্যায় । ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে যান তিনি (Indian Students Trapped in Ukraine)।

পশ্চিম ইউক্রেনের টারনোপিল থেকে হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ডের সীমান্ত দিয়ে পড়ুয়াদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে । গতকালই রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তাঁদের দিল্লিতে আনা হয় ।

পশ্চিম ইউক্রেনের টারনোপিল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন হিন্দমোটরের দেবমাল্য । 2020 সালের ডিসেম্বরে দেবমাল্য ইউক্রেনে যায় । ডাক্তারির দ্বিতীয়বর্ষের ছাত্র জানান, ইন্ডিয়ান এয়ারফোর্স তাঁদের রোমানিয়ার বুখারেস্ট এয়ারপোর্ট থেকে দিল্লি ফিরিয়ে নিয়ে এনেছে । বর্তমানে তাঁরা দিল্লির বঙ্গভবনে রয়েছেন । সেনা এয়ারবেসে নামার পর সেখানে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা দেখা করেছেন ৷ খোঁজখবর নিয়েছেন পড়ুয়াদের শরীর-গতিকের ৷ জানতে চেয়েছেন কোনও অসুবিধা হচ্ছে কি না ৷

বায়ুসেনার বিমানে করে দেশে ফিরেছেন হিন্দমোটরের দেবমাল্য

ছেলের জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলেন বাবা দেবাশিস, মা মনোমিতা চট্টোপাধ্যায় । বলেন, "ভাবতে পারিনি এরকম পরিস্থিতি হবে । ছেলের জন্য এখনও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ৷" তাই তাঁরা চাইছেন, যে কোন প্রকারে ছেলে দেবমাল্য বাড়ি ফিরে আসে । মনোমিতা বলেন, "খুবই উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল । ছেলে দেশে ফেরায় সেটা কেটেছে । ভারতীয় দূতাবাস থেকে ব্যবস্থা করে ওদের যেভাবে ফিরিয়ে নিয়ে এসেছে তার জন্য আমরা কৃতজ্ঞ ।"

ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে পড়ুয়াদের রোমানিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেখানে বেস ক্যাম্পে দু'দিন ছিলেন তাঁরা । ভারতীয় বায়ুসেনার বিমান সেখান থেকে তাঁদের উদ্ধার করে গাজিয়াবাদে নিয়ে আসে । সেখান থেকে দিল্লি । বৃহস্পতিবারই বিমানের ব্যবস্থা হলে হয়তো বাড়ি ফিরবেন দেবমাল্য ।

আরও পড়ুন : Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

হুগলি, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফেরাল ভারত সরকার । বায়ুসেনা বিমানে করে তাঁদের দিল্লিতে ফিরিয়ে এনেছে ৷ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে আপাতত দিল্লির বঙ্গভবনে রাখা হয়েছে ৷ আজই হয়তো তাঁরা যে যাঁর বাড়ি ফিরে আসবেন ৷ এমনই এক ছাত্র হিন্দমোটর রবীন্দ্রনগরের দেবমাল্য চট্টোপাধ্যায় । ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে যান তিনি (Indian Students Trapped in Ukraine)।

পশ্চিম ইউক্রেনের টারনোপিল থেকে হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ডের সীমান্ত দিয়ে পড়ুয়াদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে । গতকালই রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তাঁদের দিল্লিতে আনা হয় ।

পশ্চিম ইউক্রেনের টারনোপিল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন হিন্দমোটরের দেবমাল্য । 2020 সালের ডিসেম্বরে দেবমাল্য ইউক্রেনে যায় । ডাক্তারির দ্বিতীয়বর্ষের ছাত্র জানান, ইন্ডিয়ান এয়ারফোর্স তাঁদের রোমানিয়ার বুখারেস্ট এয়ারপোর্ট থেকে দিল্লি ফিরিয়ে নিয়ে এনেছে । বর্তমানে তাঁরা দিল্লির বঙ্গভবনে রয়েছেন । সেনা এয়ারবেসে নামার পর সেখানে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা দেখা করেছেন ৷ খোঁজখবর নিয়েছেন পড়ুয়াদের শরীর-গতিকের ৷ জানতে চেয়েছেন কোনও অসুবিধা হচ্ছে কি না ৷

বায়ুসেনার বিমানে করে দেশে ফিরেছেন হিন্দমোটরের দেবমাল্য

ছেলের জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলেন বাবা দেবাশিস, মা মনোমিতা চট্টোপাধ্যায় । বলেন, "ভাবতে পারিনি এরকম পরিস্থিতি হবে । ছেলের জন্য এখনও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ৷" তাই তাঁরা চাইছেন, যে কোন প্রকারে ছেলে দেবমাল্য বাড়ি ফিরে আসে । মনোমিতা বলেন, "খুবই উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল । ছেলে দেশে ফেরায় সেটা কেটেছে । ভারতীয় দূতাবাস থেকে ব্যবস্থা করে ওদের যেভাবে ফিরিয়ে নিয়ে এসেছে তার জন্য আমরা কৃতজ্ঞ ।"

ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে পড়ুয়াদের রোমানিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেখানে বেস ক্যাম্পে দু'দিন ছিলেন তাঁরা । ভারতীয় বায়ুসেনার বিমান সেখান থেকে তাঁদের উদ্ধার করে গাজিয়াবাদে নিয়ে আসে । সেখান থেকে দিল্লি । বৃহস্পতিবারই বিমানের ব্যবস্থা হলে হয়তো বাড়ি ফিরবেন দেবমাল্য ।

আরও পড়ুন : Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.