চুঁচুড়া, 6 ফেব্রুয়ারি: এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায় (Policeman Hanging Body Recovered)। মৃত পুলিশ কর্মীর নাম রবি পাত্র (58)। চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল পদে চাকরি করতেন । বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে । হুগলি জেলা আদালতে দীর্ঘদিন ধরে পোস্টিং ছিল তাঁর । মত্ত অবস্থায় ডিউটিতে আসার জন্য সম্প্রতি তাঁকে ক্লোজ করা হয় পুলিশ লাইনে । জেলা রেজিস্ট্রি অফিসের পাশের পুলিশ ব্যারাকে থাকতেন এখন ।
রবিবার সন্ধ্যায় রেজিস্ট্রি অফিসের উলটো দিকে একটি দোকানে বাঁশের চালা থেকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । খবর দেওয়া হয় চুঁচুড়া থানায় (Chuchura News)। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতের পরিবারকেও খবর দেওয়া হয় । তবে প্রাথমিক অনুমান আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর । সহকর্মীরা জানান, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদের শিকার ছিলেন ওই পুলিশ কর্মী ৷
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, চুঁচুড়ায় দীর্ঘদিন ধরে একটি ব্যারাকে থাকতেন রবি পাত্র । রবিবার সন্ধ্যার পর তাঁর মৃতদেহ উদ্ধার হয় । প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা । তাঁর মানসিক অবসাদ ছিল বলে জানা গিয়েছে । তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।
আরও পড়ুন : সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য