ETV Bharat / state

সিঙ্গুরে গাছের ডালে যুবক-যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার - বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা

সিঙ্গুরের বুড়িগ্ৰাম শ্মশান কালীতলা আশ্রমের কাছে যুবক ও যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার । প্রাথমিক অনুমান,বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে দু'জন ।

hanging bodies recovered
যুবক-যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Mar 29, 2020, 7:01 PM IST

সিঙ্গুর, 29 মার্চ : সিঙ্গুরের শ্মশান কালীতলা আশ্রমের কাছে উদ্ধার যুবক ও যুবতির ঝুলন্ত দেহ । মৃতদের নাম সন্ধ্যা বাড়ুই (21) ও সৌমেন মাঝি (22) । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে তারা ।

সন্ধ্যা ও সৌমেনের বাড়ি হরিপাল থানার হড়া দক্ষিণপাড়া গ্ৰামে। সৌমেনের প্রতিবেশী ছিল সন্ধ্যা। স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, সৌমেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সন্ধ্যার । মাঝে মাঝেই একসঙ্গে দেখা যেত দু'জনকে। কখনও কখনও সন্ধ্যার বাড়িও যেত সৌমেন । কিন্তু বিষয়টি ধীরে ধীরে জানাজানি হয়ে যায় । জানতে পারে দুজনের পরিবার । সন্ধ্যার এই সম্পর্ক মেনে নেয়নি তাঁর শ্বশুরবাড়ির লোকজনও । এখানেই ঝামেলার সূত্রপাত । সৌমেনের পরিবারের তরফে জানা যায়, গতকাল সন্ধ্যায় এক বন্ধুর বিয়েতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সৌমেন। তারপর আর ফেরেনি। এদিকে সন্ধ্যাকেও অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি । আজ সকালে সিঙ্গুরের বুড়িগ্ৰাম শ্মশান কালীতলা আশ্রমের কাছে একটি গাছ থেকে এক যুবক-যুবতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থা্নীয়রা। তড়িঘড়ি পুলিশে খবর দেয় তারা । পরে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশের প্রাথমিক অনুমান,বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে দুজন ।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । তবে এটি আত্মহত্যা না কি কেউ পরিকল্পিতভাবে খুন করেছে দু'জনকে তার তদন্তে নেমেছে পুলিশ ।

সিঙ্গুর, 29 মার্চ : সিঙ্গুরের শ্মশান কালীতলা আশ্রমের কাছে উদ্ধার যুবক ও যুবতির ঝুলন্ত দেহ । মৃতদের নাম সন্ধ্যা বাড়ুই (21) ও সৌমেন মাঝি (22) । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে তারা ।

সন্ধ্যা ও সৌমেনের বাড়ি হরিপাল থানার হড়া দক্ষিণপাড়া গ্ৰামে। সৌমেনের প্রতিবেশী ছিল সন্ধ্যা। স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, সৌমেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সন্ধ্যার । মাঝে মাঝেই একসঙ্গে দেখা যেত দু'জনকে। কখনও কখনও সন্ধ্যার বাড়িও যেত সৌমেন । কিন্তু বিষয়টি ধীরে ধীরে জানাজানি হয়ে যায় । জানতে পারে দুজনের পরিবার । সন্ধ্যার এই সম্পর্ক মেনে নেয়নি তাঁর শ্বশুরবাড়ির লোকজনও । এখানেই ঝামেলার সূত্রপাত । সৌমেনের পরিবারের তরফে জানা যায়, গতকাল সন্ধ্যায় এক বন্ধুর বিয়েতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সৌমেন। তারপর আর ফেরেনি। এদিকে সন্ধ্যাকেও অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি । আজ সকালে সিঙ্গুরের বুড়িগ্ৰাম শ্মশান কালীতলা আশ্রমের কাছে একটি গাছ থেকে এক যুবক-যুবতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থা্নীয়রা। তড়িঘড়ি পুলিশে খবর দেয় তারা । পরে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশের প্রাথমিক অনুমান,বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে দুজন ।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । তবে এটি আত্মহত্যা না কি কেউ পরিকল্পিতভাবে খুন করেছে দু'জনকে তার তদন্তে নেমেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.