ETV Bharat / state

Khanakul Theft : খানাকুল বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, গয়না-নগদ মিলিয়ে উধাও পাঁচ কোটি

author img

By

Published : Dec 2, 2021, 3:32 PM IST

5 কোটি টাকার চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল খানাকুলে (Theft at Khanakul of Hooghly) ৷ একটি সোনার দোকানের তালা ভেঙে, গ্যাসকাটার দিয়ে লকার ভেঙে চলে চুরি ৷ এমন ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

Robbery at Khanakul
খানাকুলে দুঃসাহসিক ডাকাতি

হুগলি, 2 ডিসেম্বর : দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে (Rs 5 crore theft at Khanakul) । সোনা-রুপোর গয়না ও নগদ-সহ প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এই চুরি ঘটেছে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানে চুরি হয় ৷ দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা ৷ সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেদের দল ৷ বৃহস্পতিবার অর্থাৎ এদিন সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের ৷ তারপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

খানাকুল বাজার রীতিমতো জনবহুল এলাকা ৷ রাতে পাহারার ব্যবস্থাও রয়েছে ৷ নাইট গার্ড থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা দোকানের ছাদে উঠে একাধিক তালা ভাঙল, গ্যাসকাটার ব্যবহার করে লকার কেটে চুরি করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ এলাকার মানুষ । খানাকুল বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্চয় বটব্যাল জানান, এদিনের ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার মতো চুরি হয়েছে বলে জানা যাচ্ছে । নাইট গার্ড ছিল । তারপরও এমন ঘটনা ৷ সকালে বিষয়টি জানাজানি হয়েছে ৷ সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : Kolkata Doctor Arrested: 12 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার চিকিৎসক

হুগলি, 2 ডিসেম্বর : দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে (Rs 5 crore theft at Khanakul) । সোনা-রুপোর গয়না ও নগদ-সহ প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এই চুরি ঘটেছে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানে চুরি হয় ৷ দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা ৷ সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেদের দল ৷ বৃহস্পতিবার অর্থাৎ এদিন সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের ৷ তারপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

খানাকুল বাজার রীতিমতো জনবহুল এলাকা ৷ রাতে পাহারার ব্যবস্থাও রয়েছে ৷ নাইট গার্ড থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা দোকানের ছাদে উঠে একাধিক তালা ভাঙল, গ্যাসকাটার ব্যবহার করে লকার কেটে চুরি করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ এলাকার মানুষ । খানাকুল বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্চয় বটব্যাল জানান, এদিনের ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার মতো চুরি হয়েছে বলে জানা যাচ্ছে । নাইট গার্ড ছিল । তারপরও এমন ঘটনা ৷ সকালে বিষয়টি জানাজানি হয়েছে ৷ সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : Kolkata Doctor Arrested: 12 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার চিকিৎসক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.