ETV Bharat / state

হাসপাতাল থেকে বন্ডে ছাড়িয়ে ঝাড়ফুঁক, সাপের কামড়ে মৃত বালিকা - পাণ্ডুয়া থানা

সাপের কামড়ের পর দু'দিন হাসপাতাল ৷ তারপর ঝাড়ফুঁক ৷ এমনকি মৃত্যুর পরেও রেহাই পেল না বালিকা ৷ সারাদিন চলল ঝাড়ফুঁক তুকতাক ৷

সাপের কামড়ে মৃত বালিকা
সাপের কামড়ে মৃত বালিকা
author img

By

Published : Jul 19, 2021, 7:46 PM IST

পান্ডুয়া, 19 জুলাই : হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তোলার চেষ্টাও বৃথা হল ৷ সাপের কামড়ে পান্ডুয়ায় মৃত্যু হল এক বালিকার ৷ নাম বৃষ্টি সরেন (9) ।

চতুর্থ শ্রেণীর ছাত্রী বৃষ্টির বাড়ি খন্যানের মুলটি গ্রামে । গত বুধবার বাড়ির পাশেই তাকে সাপে কামড়ায় । এরপর চিকিৎসার জন্য খন্যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বৃষ্টিকে । সেখান থেকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ৷ দু'দিন সেখানে ভর্তি থাকার পর অবস্থার অবনতি হওয়ায় বন্ডে সই করিয়ে বৃষ্টিকে বাড়ি নিয়ে চলে আসে তার পরিবার ।

বাড়ি আসার পথে জিরাটের এক কবিরাজের থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয় বৃষ্টিকে । শুক্রবার ফের তার অবস্থার অবনতি হলে কালনা বেলতলায় ওঝার কাছে ঝাড়ফুঁক করে বাড়ি নিয়ে আসার পর শনিবার রাতে তার মৃত্যু হয় । এরপর খন্যান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাসপাতাল থেকে বন্ডে ছাড়িয়ে ঝাড়ফুঁক, সাপের কামড়ে মৃত বালিকা

মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে স্যালাইন দেওয়া হয় ৷ মৃতদেহ বাড়িতে রেখে ওঝার থেকে ওষুধ নিয়ে এসে যথারীতি চলতে থাকে তুকতাক ৷ রবিবার বর্ধমানের রসুলপুরে এক ওঝার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকেও ওষুধ নিয়ে আসা হয় ।

আরও পড়ুন : River Pollution : অবিরত পড়ছে কারখানার বর্জ্য, হুগলিতে দূষণে মুহ্য ঘিয়া

এইসব চলাকালীন স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ ৷ বাড়ি গিয়ে বৃষ্টির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় । দেখা যায় ইতিমধ্যেই দেহে পচন ধরতে শুরু করেছে ।

এই বিষয়ে মৃত ছাত্রীর বাবা রাজু সরেন জানান, আদিবাসীদের অনেক সংস্কার আছে । যা অন্যদের সঙ্গে মেলে না । তাই সব রকম চেষ্টা করা হয়েছে ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্য সন্দীপ সিংহ জানান, সাপে কাটা রোগীকে বাঁচাতে ঝাড়ফুঁকের বদলে চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে । বিংশ শতাব্দীতে মানুষকে এখনও ঝাড়ফুঁক তুকতাক করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে । তাই আমরা চেষ্টা করব যাতে মানুষকে আরও বেশি করে সচেতন করা যায় ।

পান্ডুয়া, 19 জুলাই : হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তোলার চেষ্টাও বৃথা হল ৷ সাপের কামড়ে পান্ডুয়ায় মৃত্যু হল এক বালিকার ৷ নাম বৃষ্টি সরেন (9) ।

চতুর্থ শ্রেণীর ছাত্রী বৃষ্টির বাড়ি খন্যানের মুলটি গ্রামে । গত বুধবার বাড়ির পাশেই তাকে সাপে কামড়ায় । এরপর চিকিৎসার জন্য খন্যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বৃষ্টিকে । সেখান থেকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ৷ দু'দিন সেখানে ভর্তি থাকার পর অবস্থার অবনতি হওয়ায় বন্ডে সই করিয়ে বৃষ্টিকে বাড়ি নিয়ে চলে আসে তার পরিবার ।

বাড়ি আসার পথে জিরাটের এক কবিরাজের থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয় বৃষ্টিকে । শুক্রবার ফের তার অবস্থার অবনতি হলে কালনা বেলতলায় ওঝার কাছে ঝাড়ফুঁক করে বাড়ি নিয়ে আসার পর শনিবার রাতে তার মৃত্যু হয় । এরপর খন্যান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাসপাতাল থেকে বন্ডে ছাড়িয়ে ঝাড়ফুঁক, সাপের কামড়ে মৃত বালিকা

মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে স্যালাইন দেওয়া হয় ৷ মৃতদেহ বাড়িতে রেখে ওঝার থেকে ওষুধ নিয়ে এসে যথারীতি চলতে থাকে তুকতাক ৷ রবিবার বর্ধমানের রসুলপুরে এক ওঝার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকেও ওষুধ নিয়ে আসা হয় ।

আরও পড়ুন : River Pollution : অবিরত পড়ছে কারখানার বর্জ্য, হুগলিতে দূষণে মুহ্য ঘিয়া

এইসব চলাকালীন স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ ৷ বাড়ি গিয়ে বৃষ্টির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় । দেখা যায় ইতিমধ্যেই দেহে পচন ধরতে শুরু করেছে ।

এই বিষয়ে মৃত ছাত্রীর বাবা রাজু সরেন জানান, আদিবাসীদের অনেক সংস্কার আছে । যা অন্যদের সঙ্গে মেলে না । তাই সব রকম চেষ্টা করা হয়েছে ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্য সন্দীপ সিংহ জানান, সাপে কাটা রোগীকে বাঁচাতে ঝাড়ফুঁকের বদলে চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে । বিংশ শতাব্দীতে মানুষকে এখনও ঝাড়ফুঁক তুকতাক করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে । তাই আমরা চেষ্টা করব যাতে মানুষকে আরও বেশি করে সচেতন করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.