ETV Bharat / state

পৌরভোটের আগে কোটি টাকার জলপ্রকল্প উত্তরপাড়ায়

author img

By

Published : Mar 14, 2020, 12:24 PM IST

Updated : Mar 14, 2020, 12:59 PM IST

সামনে পৌরভোট । আর তার ঠিক আগেই কোটি টাকার জলপ্রকল্প উত্তরপাড়ায় । কয়েক লক্ষ মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের জন্য হাজার কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করছে উত্তরপাড়া । কোতরাং পৌরসভা এলাকার গঙ্গার ধারে প্রায় 30 বিঘা জমিতে এই প্রকল্প তৈরি হচ্ছে ।

ganga water project at uttarpara
কোটি টাকার জল প্রকল্প উত্তর পাড়ায়

উত্তরপাড়া, 14 মার্চ : সামনে পৌরভোট । তার ঠিক আগেই কোটি টাকার জল প্রকল্প উত্তরপাড়ায় । কয়েক লাখ মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের জন্য হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে উত্তরপাড়ায় । কোতরাং পৌরসভা এলাকার গঙ্গার ধারের প্রায় 30 বিঘা জমিতে এ প্রকল্প তৈরি হচ্ছে ।

এখানেই রাজ্য পৌর পরিষদ ও পৌর নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় 1763 কোটি টাকার প্রকল্প গড়ে উঠতে চলেছে । সেই অনুযায়ী জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে । চাঁপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, কোন্নগর ও ডানকুনিসহ আরও 6টি গ্রাম পঞ্চায়েতের গঙ্গার জল সরবরাহ হবে ।

যেখানে প্রকল্প গড়ে উঠেছে সেখানে কিছু কারখানা ও দোকান ছিল । সেসব তুলে দিয়ে গঙ্গা জল প্রকল্পের কাজ শুরু হয়েছে । তাই বিরোধী দলনেতা তথা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বাগের দাবি, উত্তর পাড়া পৌরসভা কিছু কারখানা ও দোকানদারের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে দিক ।

এই বিষয়ে উত্তরপাড়া কোতরাং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, "এই প্রোজেক্টটি 55 MGD-র । প্রায় 62টি রিজার্ভার থাকবে । এছাড়াও আন্ডারগ্রাউণ্ড রিজার্ভার থাকবে । প্রায় 100 বছর এই প্রকল্প থেকে কোনও জলের সমস্যা হবে না ।"

ganga-water-project

তিনি আরও জানান, গঙ্গা থেকে এই জল নেওয়া হবে তার জন্য যে WTP ক্লোরিন হাউস স্টোরেজসহ বিভিন্ন টেকনিক্যাল পরিকল্পনা আছে । তা বড় আকারেই গড়ে উঠবে এই প্রকল্প । বিরোধীদের এটাও ভাবতে হবে এত বিশাল প্রকল্প উত্তরপাড়ার নয়, সারা বাংলায় স্বাধীনতার পর কোনও সরকার করেনি । এই প্রকল্পের ক্ষেত্রে কাউকে সরে যেতেও হবেনা ।

উত্তরপাড়া, 14 মার্চ : সামনে পৌরভোট । তার ঠিক আগেই কোটি টাকার জল প্রকল্প উত্তরপাড়ায় । কয়েক লাখ মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের জন্য হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে উত্তরপাড়ায় । কোতরাং পৌরসভা এলাকার গঙ্গার ধারের প্রায় 30 বিঘা জমিতে এ প্রকল্প তৈরি হচ্ছে ।

এখানেই রাজ্য পৌর পরিষদ ও পৌর নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় 1763 কোটি টাকার প্রকল্প গড়ে উঠতে চলেছে । সেই অনুযায়ী জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে । চাঁপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, কোন্নগর ও ডানকুনিসহ আরও 6টি গ্রাম পঞ্চায়েতের গঙ্গার জল সরবরাহ হবে ।

যেখানে প্রকল্প গড়ে উঠেছে সেখানে কিছু কারখানা ও দোকান ছিল । সেসব তুলে দিয়ে গঙ্গা জল প্রকল্পের কাজ শুরু হয়েছে । তাই বিরোধী দলনেতা তথা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বাগের দাবি, উত্তর পাড়া পৌরসভা কিছু কারখানা ও দোকানদারের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে দিক ।

এই বিষয়ে উত্তরপাড়া কোতরাং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, "এই প্রোজেক্টটি 55 MGD-র । প্রায় 62টি রিজার্ভার থাকবে । এছাড়াও আন্ডারগ্রাউণ্ড রিজার্ভার থাকবে । প্রায় 100 বছর এই প্রকল্প থেকে কোনও জলের সমস্যা হবে না ।"

ganga-water-project

তিনি আরও জানান, গঙ্গা থেকে এই জল নেওয়া হবে তার জন্য যে WTP ক্লোরিন হাউস স্টোরেজসহ বিভিন্ন টেকনিক্যাল পরিকল্পনা আছে । তা বড় আকারেই গড়ে উঠবে এই প্রকল্প । বিরোধীদের এটাও ভাবতে হবে এত বিশাল প্রকল্প উত্তরপাড়ার নয়, সারা বাংলায় স্বাধীনতার পর কোনও সরকার করেনি । এই প্রকল্পের ক্ষেত্রে কাউকে সরে যেতেও হবেনা ।

Last Updated : Mar 14, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.