উত্তরপাড়া, 14 মার্চ : সামনে পৌরভোট । তার ঠিক আগেই কোটি টাকার জল প্রকল্প উত্তরপাড়ায় । কয়েক লাখ মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের জন্য হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে উত্তরপাড়ায় । কোতরাং পৌরসভা এলাকার গঙ্গার ধারের প্রায় 30 বিঘা জমিতে এ প্রকল্প তৈরি হচ্ছে ।
এখানেই রাজ্য পৌর পরিষদ ও পৌর নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় 1763 কোটি টাকার প্রকল্প গড়ে উঠতে চলেছে । সেই অনুযায়ী জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে । চাঁপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, কোন্নগর ও ডানকুনিসহ আরও 6টি গ্রাম পঞ্চায়েতের গঙ্গার জল সরবরাহ হবে ।
যেখানে প্রকল্প গড়ে উঠেছে সেখানে কিছু কারখানা ও দোকান ছিল । সেসব তুলে দিয়ে গঙ্গা জল প্রকল্পের কাজ শুরু হয়েছে । তাই বিরোধী দলনেতা তথা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বাগের দাবি, উত্তর পাড়া পৌরসভা কিছু কারখানা ও দোকানদারের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে দিক ।
এই বিষয়ে উত্তরপাড়া কোতরাং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, "এই প্রোজেক্টটি 55 MGD-র । প্রায় 62টি রিজার্ভার থাকবে । এছাড়াও আন্ডারগ্রাউণ্ড রিজার্ভার থাকবে । প্রায় 100 বছর এই প্রকল্প থেকে কোনও জলের সমস্যা হবে না ।"
তিনি আরও জানান, গঙ্গা থেকে এই জল নেওয়া হবে তার জন্য যে WTP ক্লোরিন হাউস স্টোরেজসহ বিভিন্ন টেকনিক্যাল পরিকল্পনা আছে । তা বড় আকারেই গড়ে উঠবে এই প্রকল্প । বিরোধীদের এটাও ভাবতে হবে এত বিশাল প্রকল্প উত্তরপাড়ার নয়, সারা বাংলায় স্বাধীনতার পর কোনও সরকার করেনি । এই প্রকল্পের ক্ষেত্রে কাউকে সরে যেতেও হবেনা ।