ETV Bharat / state

ডাম্পার ও মোটর ভ্যানের সংঘর্ষে গুড়াপে দুর্ঘটনায় মৃত্যু চারজনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:43 PM IST

Gurap Road Accident: বুধবার সকালে হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের ৷ মৃতরা প্রত্যেকেই শ্রমিক ৷

ETV Bharat
ফাইল ছবি

বর্ধমান, 29 নভেম্বর: হুগলির গুড়াপে 19 নং জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল চারজনের । বুধবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কংসারীপুর মোড়ে । পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন জীবনদীপ বাউল দাস (26), মঙ্গলদীপ বাউল দাস (32), বিশ্বজিৎ রায় (35) ও দিবাকর সিং (22)। মৃতদের প্রত্যেকেরই বাড়ি হুগলি জেলার গুড়াপ থানার সিয়াপুর গ্রামে বলে জানা গিয়েছে । পরে বর্ধমান মেডিক্যালল কলেজের মর্গে তাদের ময়নাতদন্ত হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চারজন যুবকই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন । এদের মধ্যে কেউ কেউ কেরলেও কাজ করতে গিয়েছিলেন । দিনকয়েক আগে তাঁরা বাড়ি ফেরেন । বাড়িতে শুধু শুধু বসে না থেকে তাঁরা এখানেও কাজের সন্ধান করছিলেন । দিন চারেক আগে তাঁরা কাজ শুরু করেন। সেইমতো এদিন মোটরভ্যানে করে হুগলির সিয়াপুর থেকে দশঘড়ায় কাজে যাচ্ছিলেন ওই 4 জন । সেই সময় একটা ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় । তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে গুড়াপের বাসিন্দা কিশোর বাউল দাস বলেন,"চারটে ছেলে মোটরভ্যানে করে মেসিন নিয়ে যাচ্ছিল । একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। তারা ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। মৃতেরা হুগলির সিয়াপুর এলাকার বাসিন্দা ।"

স্থানীয় বাসিন্দা মোহন্ত বাউল দাস জানান, মৃতেরা আমাদের সিয়াপুর গ্রামের ছেলে । প্রত্যেকেই দরিদ্র পরিবারের ছেলে । এরা সকলেই ঢালাই মিস্ত্রির জোগাড়ের কাজ করে । প্রতিদিনের মতো এদিন তারা সকালে কাজে বেরিয়েছিল । গুড়াপের কংসারীতলা মোড়ে একটা ডাম্পার তাদের ধাক্কা মারলে চারজনেরই মৃত্যু হয় । এরা গরিব পরিবার । প্রত্যেকেই বাড়িতে স্ত্রী-সন্তান আছে । এর মধ্যে বিশ্বজিৎ কেরলে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত । দিন কয়েক আগে বাড়ি ফিরেছে । বাড়িতে বসে কী হবে তাই দিনচারেক ধরে কাজে যাচ্ছে । তাই সরকার যদি এদের কথা ভেবে সাহায্য করে তাহলে পরিবারগুলির কিছুটা সুরাহা হয়।

আরও পড়ুন:

  1. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  2. কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে লাগাতার গণধর্ষণ ! জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ
  3. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা

বর্ধমান, 29 নভেম্বর: হুগলির গুড়াপে 19 নং জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল চারজনের । বুধবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কংসারীপুর মোড়ে । পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন জীবনদীপ বাউল দাস (26), মঙ্গলদীপ বাউল দাস (32), বিশ্বজিৎ রায় (35) ও দিবাকর সিং (22)। মৃতদের প্রত্যেকেরই বাড়ি হুগলি জেলার গুড়াপ থানার সিয়াপুর গ্রামে বলে জানা গিয়েছে । পরে বর্ধমান মেডিক্যালল কলেজের মর্গে তাদের ময়নাতদন্ত হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চারজন যুবকই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন । এদের মধ্যে কেউ কেউ কেরলেও কাজ করতে গিয়েছিলেন । দিনকয়েক আগে তাঁরা বাড়ি ফেরেন । বাড়িতে শুধু শুধু বসে না থেকে তাঁরা এখানেও কাজের সন্ধান করছিলেন । দিন চারেক আগে তাঁরা কাজ শুরু করেন। সেইমতো এদিন মোটরভ্যানে করে হুগলির সিয়াপুর থেকে দশঘড়ায় কাজে যাচ্ছিলেন ওই 4 জন । সেই সময় একটা ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় । তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে গুড়াপের বাসিন্দা কিশোর বাউল দাস বলেন,"চারটে ছেলে মোটরভ্যানে করে মেসিন নিয়ে যাচ্ছিল । একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। তারা ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। মৃতেরা হুগলির সিয়াপুর এলাকার বাসিন্দা ।"

স্থানীয় বাসিন্দা মোহন্ত বাউল দাস জানান, মৃতেরা আমাদের সিয়াপুর গ্রামের ছেলে । প্রত্যেকেই দরিদ্র পরিবারের ছেলে । এরা সকলেই ঢালাই মিস্ত্রির জোগাড়ের কাজ করে । প্রতিদিনের মতো এদিন তারা সকালে কাজে বেরিয়েছিল । গুড়াপের কংসারীতলা মোড়ে একটা ডাম্পার তাদের ধাক্কা মারলে চারজনেরই মৃত্যু হয় । এরা গরিব পরিবার । প্রত্যেকেই বাড়িতে স্ত্রী-সন্তান আছে । এর মধ্যে বিশ্বজিৎ কেরলে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত । দিন কয়েক আগে বাড়ি ফিরেছে । বাড়িতে বসে কী হবে তাই দিনচারেক ধরে কাজে যাচ্ছে । তাই সরকার যদি এদের কথা ভেবে সাহায্য করে তাহলে পরিবারগুলির কিছুটা সুরাহা হয়।

আরও পড়ুন:

  1. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  2. কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে লাগাতার গণধর্ষণ ! জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ
  3. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.