উত্তরপাড়া, 16 সেপ্টেম্বর : দু'দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতার দেহ । ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা । মৃতের নাম অয়ন পাল (27)। মঙ্গলবার সকালে উত্তরপাড়ার মাখলার ইটভাটার কাছে গঙ্গার খাঁড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয় । রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বাঘখাল ব্রিজ থেকে উদ্ধার হয়েছিল তাঁর বাইক। তারপর থেকেই অয়নের খোঁজ শুরু হয় । উত্তরপাড়া থানায় তাঁর নিখোঁজ ডায়েরিও করে পরিবার। অভিযোগ, মানসিক অবসাদের মধ্যে কিছুদিন ভুগলেও, তাঁর ফেসবুকে তৃণমূল ও এক ছাত্রনেতার বিরুদ্ধে পোস্টের পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। BJP-র বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা । তবে তৃণমূলের পালটা দাবি, BJP এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে ।
পুলিশের প্রাথমিক অনুমান, বালিখালের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন অয়ন। যদিও এখনও পর্যন্ত মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । বিষয়টি খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ ।
এবিষয়ে উত্তরপাড়া শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ছিলেন অয়ন। দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তবে কী কারণে মৃত্যু তা এখনই বলা যাচ্ছে না।"
অন্যদিকে BJP-র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যের অভিযোগ, এতদিন BJP কর্মীদের মেরে কাউকে গাছে টাঙিয়ে বা মাটিতে পুঁতে দিচ্ছিল তৃণমূল । এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রাক্তন ছাত্রনেতা মারা গেলেন। এর সঠিক তদন্ত হওয়া দরকার। পশ্চিমবঙ্গে আগামীদিনে গৃহযুদ্ধের সূচনা হতে চলেছে । প্রশাসনের উচিত, এই ঘটনায় দোষীকে শাস্তি দেওয়া ।
তৃণমূলের বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "তৃণমূলের একনিষ্ঠ ছাত্রনেতা ছিলেন অয়ন । মানসিক অবসাদের জেরে তাঁকে অ্যাসাইলামেও রাখা হয়েছিল । এই আত্মহত্যা নিয়ে BJP নোংরা রাজনীতি করছে ।"