শ্রীরামপুর, 31 জুলাই : প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী । বয়স হয়েছিল 76 বছর । বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি ৷ উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন । শনিবার সকাল সাড়ে 9 টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । বাম আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন সুদর্শন রায়চৌধুরী ৷ বর্তমানে বামফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ছিলেন ।
শ্রীরামপুরের দু‘বারের সাংসদ সুদর্শন রায়চৌধুরী । পরে 2006 সালে জঙ্গিপাড়া থেকে বাম প্রার্থী হিসাবে নির্বাচিত হন । 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন । রাজনৈতিক জীবন শুরু গত শতাব্দীর ছয়ের দশকে । প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ে বাম রাজনীতিতে আত্মপ্রকাশ । ওই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন । সেখান থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দেন ।
আরও পড়ুন: প্রয়াত উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা পবিত্র চন্দ
সুদর্শনবাবু দীর্ঘদিন শ্রীরামপুর কলেজে অধ্যাপনাও করেছেন । পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন তিনি । অধ্যাপনার পাশাপাশি নিয়মিত লেখালেখি করতেন ৷