হুগলি, 3 মার্চ: ব্যক্তির রহস্য মৃত্যুর কিনারা করতে কবর থেকে মৃত দেহ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য কলকাতার ল্যাবে পাঠালো সিআইডি (Forensic examination of the Body) ৷ শুক্রবার হুগলির খানাকুলের রাধাবল্লভপুর এলাকার ঘটনা ৷ এদিন বারো সদস্যের সিআইডি-র একটি প্রতিনিধি দল ও মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট রাধাবল্লভপুর গ্রামে যান । যেখান থেকে মৃতদে উদ্ধার হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন এবং কবর থেকে মৃতদেহ তুলে পরীক্ষার জন্য পাঠান ।
জানা গিয়েছে, পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে খুনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো হুগলির খানাকুলের রাধাবল্লভপুর গ্রামের এক পরিবার । সেই মৃত্যু রহস্যের কিনারা করতে হাইকোর্ট সিআইডি তদন্ত করে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে রাধাবল্লভপুরে মৃত হারুণ অল রসিদের বাড়ি এসে ছিলো সিআইডি । মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মৃতদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করা হোক । কোটের নির্দেশে আবারও বারো সদস্যের একটি সিআইডি দল মৃত্যু রহস্যের কিনারা করতে ওই গ্রামে আসেন ৷ সেই নির্দেশ মতোই কবর থেকে মৃতদেহ তুলে পরীক্ষার জন্য আজ পাঠানো হয়েছে কলকাতার একটি ল্যাবে।
আরও পড়ুন: একই পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে রহস্য, আত্মহত্যা বলে অনুমান
উল্লেখ্য, 2021 সালের 16 আগষ্ট আরামবাগের খানাকুলের রাধাবল্লভপুরের বাসিন্দা হারুণ অল রসিদের দেহ বাড়ির পাশের একটি চাষের জমি থেকে পাওয়া যায় । ওই দিনই থানায় অভিযোগ দায়ের হয় । এফআইআর হিসাবে দায়ের করে 2022 সালের 22 আগষ্ট পুলিশ এফআইআর দায়ের করে । তার কয়েক মাস পর ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে মামলা ক্লোজ করে দেয় পুলিশ । পুলিশের এই তদন্তে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা । তাদের দাবি হারুন অল রসিদকে খুন করা হয়েছে । তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার
এদিনের ঘটনা প্রসঙ্গে মৃতের এক আত্মীয় নাসিমা বেগম বলেন, "সিআইডি তদন্ত শুরু হয়েছে বলে আমরা খুশি। আমরা চাই অভিযুক্তদের ফাঁসি হোক । অপরদিকে মৃতের স্ত্রী বলেন, বিচার চাই । আদালতের নির্দেশে সিআইডি তদন্ত শুরু হয়েছে । এদিন বডি তুলেছে সিআইডি । সবমিলিয়ে এদিন নতুন করে মৃতদেহের ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডি তদন্ত শুরু করেছে বলা যায় ।