ETV Bharat / state

Khanakul Flood: খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

author img

By

Published : Aug 2, 2021, 7:00 PM IST

Updated : Aug 2, 2021, 7:28 PM IST

কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ বাদ যায়নি হুগলির খানাকুলও ৷ কিন্তু তা স্বত্বেও বাড়ি ছাড়তে রাজি ছিলেন না হুগলির খানাকুলের ধ্যান্যঘোরী এলাকার জাহ্নবী সামন্ত ৷ তবে বন্যার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ছাড়া হতেই হয় ৷

Khanakul Flood
খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

হুগলি, 2 অগস্ট: কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বন্যার চেহারা নিয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গা ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে সর্বস্ব ৷ বাদ যায়নি শেষ সম্বলটুকুও ৷ কিন্তু তা স্বত্বেও বাড়ি ছাড়তে রাজি ছিলেন না হুগলির খানাকুলের ধ্যান্যঘোরী এলাকার জাহ্নবী সামন্ত ৷ তবে বন্যার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ছাড়া হতেই হয় ৷ তাঁকে উদ্ধার করে বায়ুসেনার কপ্টার ৷

এই বৃদ্ধার বিশ্বাস বাড়িতে নাকি বাস্তুদেবতা রয়েছেন । বাঁচালে ঈশ্বরই বাঁচাতে পারেন । তাই যা হবে নিজের বাড়িতেই হোক । বাড়ি থেকে অন্যত্র যাব না । খানাকুলের ধান্যঘোরী এলাকায় জলবন্দি থাকা 101বছরের বৃদ্ধা উদ্ধার হওয়ার পর এমনই মন্তব্য করলেন তিনি নিজেই । তিনি বলেন, " বাড়ির সর্বস্ব জলে ভেসে গিয়েছে । আমার 101 বছর বয়স । বহুদিন ধরেই আমি খানাকুলে রয়েছি ৷ তবে এমন ঘটনা কখনও দেখিনি । বহু বন্যা হয়েছে, এভাবে সাধারণ মানুষকে সর্বহারা হওয়া এই প্রথম দেখছি । "

খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

আরও পড়ুন: খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের ধান্যঘোরী এলাকায় হঠাৎই নদীর বাঁধভাঙ্গায় বেশ কয়েকটি গ্রামের মানুষ জলবন্দি হয়ে পড়েন । তাঁদের মধ্যে ছিলেন 101 বছরের বৃদ্ধা জাহ্নবি সামন্তও । তিনি কোনওভাবেই বাড়ি থেকে অন্যত্র যেতে রাজি হননি । তার বিশ্বাস, বাড়িতে বাস্তুদেবতা রয়েছেন । এখান থেকে যাওয়া কোনওভাবেই সম্ভব নয় । বাড়ির সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক । জল যেভাবে বাড়ছিল তাতে করে বাড়ি হয়ত ভেঙে পড়তে পারে । তাই ঈশ্বরের উপরই সব ছেড়ে দিয়েছিলেন তিনি ।

হুগলি, 2 অগস্ট: কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বন্যার চেহারা নিয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গা ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে সর্বস্ব ৷ বাদ যায়নি শেষ সম্বলটুকুও ৷ কিন্তু তা স্বত্বেও বাড়ি ছাড়তে রাজি ছিলেন না হুগলির খানাকুলের ধ্যান্যঘোরী এলাকার জাহ্নবী সামন্ত ৷ তবে বন্যার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ছাড়া হতেই হয় ৷ তাঁকে উদ্ধার করে বায়ুসেনার কপ্টার ৷

এই বৃদ্ধার বিশ্বাস বাড়িতে নাকি বাস্তুদেবতা রয়েছেন । বাঁচালে ঈশ্বরই বাঁচাতে পারেন । তাই যা হবে নিজের বাড়িতেই হোক । বাড়ি থেকে অন্যত্র যাব না । খানাকুলের ধান্যঘোরী এলাকায় জলবন্দি থাকা 101বছরের বৃদ্ধা উদ্ধার হওয়ার পর এমনই মন্তব্য করলেন তিনি নিজেই । তিনি বলেন, " বাড়ির সর্বস্ব জলে ভেসে গিয়েছে । আমার 101 বছর বয়স । বহুদিন ধরেই আমি খানাকুলে রয়েছি ৷ তবে এমন ঘটনা কখনও দেখিনি । বহু বন্যা হয়েছে, এভাবে সাধারণ মানুষকে সর্বহারা হওয়া এই প্রথম দেখছি । "

খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

আরও পড়ুন: খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের ধান্যঘোরী এলাকায় হঠাৎই নদীর বাঁধভাঙ্গায় বেশ কয়েকটি গ্রামের মানুষ জলবন্দি হয়ে পড়েন । তাঁদের মধ্যে ছিলেন 101 বছরের বৃদ্ধা জাহ্নবি সামন্তও । তিনি কোনওভাবেই বাড়ি থেকে অন্যত্র যেতে রাজি হননি । তার বিশ্বাস, বাড়িতে বাস্তুদেবতা রয়েছেন । এখান থেকে যাওয়া কোনওভাবেই সম্ভব নয় । বাড়ির সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক । জল যেভাবে বাড়ছিল তাতে করে বাড়ি হয়ত ভেঙে পড়তে পারে । তাই ঈশ্বরের উপরই সব ছেড়ে দিয়েছিলেন তিনি ।

Last Updated : Aug 2, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.