বাঁশবেড়িয়া, 27 ডিসেম্বর: বাঁশবেড়িয়া পৌরসভার (Firing At Bansberia) প্রাক্তন পৌরপ্রধানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পৌরভোটে আগে চেয়ারম্যান ও তার স্বামীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ করেন প্রাক্তন পৌরপ্রধান অরিজিতা শীল। পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার জন্যই বাড়ির সামনে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। এমনিই গুরুতর অভিযোগ করেছেন স্বয়ং প্রাক্তন চেয়ারম্যান।
12 মে আদিত্য নিয়োগীর উপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন চেয়ারম্যানের স্বামী সোনা শীল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তারপরই তৃণমূল নেতৃত্ব অরিজিতার পরিবর্তে আদিত্য নিয়োগীকে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রশাসক করে। প্রথম দিকে সোনা শীল পলাতক থাকলেও। পরবর্তীকালে পুলিশের হাতে ধরা দেয়। বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন প্রাক্তন চেয়ারম্যানের স্বামী।
প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীল বলেন, " শনিবার রাত 10:30 মিনিটে তিনটি বাইকে করে দুষ্কৃতী এসে গুলি চালিয়ে যায়। এটা আমি জানি না কেন করা হচ্ছে। নভেম্বর মাসে আমার স্বামীর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। রেড পর্যন্ত করানো হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে আমার স্বামী এলাকায় ঢুকতে না পারে। এইভাবে আমাদের ভয় দেখানো হচ্ছে। "
আরও পড়ুন : চন্দননগরকে আবর্জনা মুক্ত করতে কার্টুনের মাধ্যমে সচেতনতা প্ৰচার
বিজেপির যুবনেতা সুরেশ সাউ বলেন, " সামনেই পৌরসভা নির্বাচন ৷ সামনে আসার জন্য নিজেরাই গুলি চালিয়েছে। কোনদিন শোনা যাবে বোমাও চলবে। এসব নিজেরাই করছে। আর এমনিতেই বাঁশবেড়িয়া অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল রয়েছে। সেকারণেই এই ঘটনা ঘটছে।"