ETV Bharat / state

পোলবায় বিধ্বংসী আগুনে পুড়ল কাঠের গোডাউন - polba police station

পোলবার গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার কাঠ । দমকলের 20 টি ইঞ্জিনের সারারাতের চেষ্টায় ভোরবেলা আগুন নিয়ন্ত্রণে আসে ।

20 টি ইঞ্জিনে নিভল পোলবার বিধ্বংসী আগুন
20 টি ইঞ্জিনে নিভল পোলবার বিধ্বংসী আগুন
author img

By

Published : Mar 12, 2021, 10:50 AM IST

পোলবা , 12 মার্চ : বিধ্বংসী আগুনে পুড়ল পোলবার কাঠের গোডাউন । বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ স্থানীয়রা হঠাৎ আগুন জ্বলতে দেখেন গোডাউনে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । তড়িঘড়ি তাঁরা পোলবা থানার পুলিশ ও দমকলে খবর দেন । ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের 20টি ইঞ্জিন ও পুলিশ ।

আরও পড়ুন : হাওড়ায় ভস্মীভূত 6টি দোকান

গোডাউনে প্রচুর কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । তা নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে দফায় দফায় বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, পাণ্ডুয়া ও তারকেশ্বর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে । ভয়াবহ আগুনে কারখানায় থাকা শ্রমিকরা সবাই বেরিয়ে আসেন। দমকলের প্রায় 20টি ইঞ্জিনের সারা রাতের চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে ।

20 টি ইঞ্জিনে নিভল পোলবার বিধ্বংসী আগুন

লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । শর্ট সার্কিটের কারণে এই আগুন বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ।

পোলবা , 12 মার্চ : বিধ্বংসী আগুনে পুড়ল পোলবার কাঠের গোডাউন । বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ স্থানীয়রা হঠাৎ আগুন জ্বলতে দেখেন গোডাউনে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । তড়িঘড়ি তাঁরা পোলবা থানার পুলিশ ও দমকলে খবর দেন । ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের 20টি ইঞ্জিন ও পুলিশ ।

আরও পড়ুন : হাওড়ায় ভস্মীভূত 6টি দোকান

গোডাউনে প্রচুর কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । তা নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে দফায় দফায় বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, পাণ্ডুয়া ও তারকেশ্বর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে । ভয়াবহ আগুনে কারখানায় থাকা শ্রমিকরা সবাই বেরিয়ে আসেন। দমকলের প্রায় 20টি ইঞ্জিনের সারা রাতের চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে ।

20 টি ইঞ্জিনে নিভল পোলবার বিধ্বংসী আগুন

লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । শর্ট সার্কিটের কারণে এই আগুন বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.