ETV Bharat / state

চন্দননগরে সংরক্ষণের চূড়ান্ত তালিকায় পরির্বতন, উঠছে প্রশ্ন

শিলিগুড়ির পর এবার চন্দননগরেও চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ বিভন্ন মহলে ৷ মালদা, হাওড়া সহ একাধিক পৌরসভার সংরক্ষণ তালিকা নিয়ে মামলা চলছে হাইকোর্টে । এরই মাঝে চন্দননগর পৌরনিগমেও আসন সংরক্ষণে গরমিলের অভিযোগ । সে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে পৌর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে ।

chandanagar-municipal-corporation
চন্দননগর পৌরনিগম
author img

By

Published : Feb 11, 2020, 12:36 PM IST

কলকাতা ও চন্দননগর, 11 ফেব্রুয়ারি : সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পর ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, 150টির বেশি আপত্তির কথা জমা পড়েছিল সংশ্লিষ্ট জেলাগুলিতে । অনেকেই আবার ক্ষুব্ধ হলেও সে বিষয়ে অভিযোগ জানিয়ে প্রকাশ্যে আনেননি নিজের ক্ষোভের কথা । অনেকে আবার হেঁটেছেন মামলার পথে । ইতিমধ্যেই মালদা, হাওড়া সহ একাধিক পৌরসভার সংরক্ষণ তালিকা নিয়ে মামলা চলছে হাইকোর্টে। এরই মাঝে চন্দননগর পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকায় পরিবর্তন হল ৷

বিভিন্ন আপত্তির সূত্র ধরে শিলিগুড়ি পৌরনিগমের ক্ষেত্রে আমূল বদলে গেছে সংরক্ষণ তালিকা । ওই একই পথে চন্দননগরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খসড়ার সঙ্গে চূড়ান্ত তালিকায় বিস্তর পরিবর্তন । খসড়া তালিকায় চন্দননগরের ক্ষেত্রে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষিত ছিল 6, 7, 11, 26 এবং 30 নম্বর ওয়ার্ড । এর মধ্যে তপশিলি উপজাতি ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত ছিল 6 এবং 11 নম্বর ওয়ার্ডটি । অন্য ওয়ার্ডগুলিতে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য কোনও সংরক্ষণ ছিল না ৷ ওই কর্পোরেশনে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল, 3, 8 ,12, 15, 18, 21, 24, 28 এবং 32 নম্বর ওয়ার্ড । চূড়ান্ত তালিকায় তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষিত হয়েছে 18, 26, 28 এবং 29 নম্বর ওয়ার্ড অর্থাৎ 26 নম্বর ওয়ার্ডটি বাদ দিলে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষণ পুরোটাই বদলে গেছে । চূড়ান্ত তালিকায় তপশিলি উপজাতি ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 26 এবং 28 নম্বর ওয়ার্ড । আবার সাধারণ মহিলা সংরক্ষণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিস্তর পরিবর্তন । খসড়া চূড়ান্ত তালিকার মধ্যে মিল রয়েছে শুধুমাত্র 3,12,15 এবং 32 নম্বর ওয়ার্ডের । নতুনভাবে সংযোজিত হয়েছে 6, 9, 19, 22 এবং 25 নম্বর ওয়ার্ড ।

অনেকেই মনে করছেন, এই পরিবর্তন দেখে মামলার সংখ্যা বাড়তে পারে । কারণ, মনে করা হচ্ছে যদি এই তালিকা পৌরনিগমের হিসেবে ভুল করেছে কমিশন, তবে অন্যগুলির ক্ষেত্রে একই ভুল করা হয়নি সে বিষয়ে গ্যারান্টি কী? তাই আরও বেশি মামলার চিন্তাভাবনা চলছে বলে খবর । সে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে পৌর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে ।

কলকাতা ও চন্দননগর, 11 ফেব্রুয়ারি : সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পর ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, 150টির বেশি আপত্তির কথা জমা পড়েছিল সংশ্লিষ্ট জেলাগুলিতে । অনেকেই আবার ক্ষুব্ধ হলেও সে বিষয়ে অভিযোগ জানিয়ে প্রকাশ্যে আনেননি নিজের ক্ষোভের কথা । অনেকে আবার হেঁটেছেন মামলার পথে । ইতিমধ্যেই মালদা, হাওড়া সহ একাধিক পৌরসভার সংরক্ষণ তালিকা নিয়ে মামলা চলছে হাইকোর্টে। এরই মাঝে চন্দননগর পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকায় পরিবর্তন হল ৷

বিভিন্ন আপত্তির সূত্র ধরে শিলিগুড়ি পৌরনিগমের ক্ষেত্রে আমূল বদলে গেছে সংরক্ষণ তালিকা । ওই একই পথে চন্দননগরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খসড়ার সঙ্গে চূড়ান্ত তালিকায় বিস্তর পরিবর্তন । খসড়া তালিকায় চন্দননগরের ক্ষেত্রে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষিত ছিল 6, 7, 11, 26 এবং 30 নম্বর ওয়ার্ড । এর মধ্যে তপশিলি উপজাতি ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত ছিল 6 এবং 11 নম্বর ওয়ার্ডটি । অন্য ওয়ার্ডগুলিতে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য কোনও সংরক্ষণ ছিল না ৷ ওই কর্পোরেশনে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল, 3, 8 ,12, 15, 18, 21, 24, 28 এবং 32 নম্বর ওয়ার্ড । চূড়ান্ত তালিকায় তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষিত হয়েছে 18, 26, 28 এবং 29 নম্বর ওয়ার্ড অর্থাৎ 26 নম্বর ওয়ার্ডটি বাদ দিলে তপশিলি উপজাতি ভুক্তদের জন্য সংরক্ষণ পুরোটাই বদলে গেছে । চূড়ান্ত তালিকায় তপশিলি উপজাতি ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 26 এবং 28 নম্বর ওয়ার্ড । আবার সাধারণ মহিলা সংরক্ষণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিস্তর পরিবর্তন । খসড়া চূড়ান্ত তালিকার মধ্যে মিল রয়েছে শুধুমাত্র 3,12,15 এবং 32 নম্বর ওয়ার্ডের । নতুনভাবে সংযোজিত হয়েছে 6, 9, 19, 22 এবং 25 নম্বর ওয়ার্ড ।

অনেকেই মনে করছেন, এই পরিবর্তন দেখে মামলার সংখ্যা বাড়তে পারে । কারণ, মনে করা হচ্ছে যদি এই তালিকা পৌরনিগমের হিসেবে ভুল করেছে কমিশন, তবে অন্যগুলির ক্ষেত্রে একই ভুল করা হয়নি সে বিষয়ে গ্যারান্টি কী? তাই আরও বেশি মামলার চিন্তাভাবনা চলছে বলে খবর । সে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে পৌর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে ।

Intro:কলকাতা, ১১ ফেব্রুয়ারি: সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পর এই ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। রাজ‍্য নির্বাচন কমিশন সূত্রে খবর, 150 টির বেশি আপত্তির কথা জমা পড়েছিল সংশ্লিষ্ট জেলা গুলিতে। আবার অনেকেই ক্ষুব্ধ হলেও সে বিষয়ে অভিযোগ জানিয়ে প্রকাশ্যে আনেননি নিজের ক্ষোভের কথা। অনেকে আবার হেঁটেছেন মামলার পথে। ইতিমধ্যেই মালদা, হাওড়া সহ একাধিক পৌরসভার সংরক্ষণ তালিকা নিয়ে মামলা চলছে হাইকোর্টে। এরই মাঝে দেখা গেল শিলিগুড়ির পথ ধরেই চন্দননগর পৌরনিগমেও আসন সংরক্ষণে গরমিল।


Body:বিভিন্ন আপত্তির সূত্র ধরে শিলিগুড়ি পৌর নিগমের ক্ষেত্রে আমূল বদলে গেছে সংরক্ষণ তালিকা। ওই একই পথে চন্দননগরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খসড়া চূড়ান্ত তালিকায় বিস্তর পরিবর্তন। খসড়া তালিকায় চন্দননগরের ক্ষেত্রে তপশিলি জাতি ভক্তদের জন্য সংরক্ষিত ছিল 6,7 11,26 এবং 30 নম্বর ওয়ার্ড। এরমধ্যে তপশিলি জাতি ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত ছিল 6 এবং 11 নম্বর ওয়ার্ডটি। তপশিলি উপজাতি ভক্তদের জন্য কোন সংরক্ষণ ছিল না। ওই কর্পোরেশনে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল, 3,8 ,12,15, 18,21, 24, 28 এবং 32 নম্বর ওয়ার্ড। চূড়ান্ত তালিকা তপশিলি জাতি ভক্তদের জন্য সংরক্ষিত হয়েছে 18,26, 28 এবং 29 নম্বর ওয়ার্ড। অর্থাৎ 26 নম্বর ওয়ার্ডটি বাদ দিলে তপশিলি জাতি ভুক্তদের জন্য সংরক্ষণ পুরোটাই বদলে গেছে। চুড়ান্ত তালিকায় তপশিলি জাতি মুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 26 এবং 28 নম্বর ওয়ার্ড। আবার সাধারণ মহিলা সংরক্ষণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিস্তর পরিবর্তন। খসড়া চূড়ান্ত তালিকা মধ্যে মিল রয়েছে শুধুমাত্র 3,12,15 এবং 32 নম্বর ওয়ার্ডের। নতুনভাবে সংযোজিত হয়েছে 6,9, 19,22 এবং 25 নম্বর ওয়ার্ড।



Conclusion:অনেকেই মনে করছেন, এই পরিবর্তন দেখে মামলার সংখ্যা বাড়তে পারে। কারণ, মনে করা হচ্ছে যে যদি এই দিল পৌরনিগমের হিসেবে ক্ষেত্রে ভুল করেছে কমিশন, তবে অন্যগুলির ক্ষেত্রে একই ভুল করা হয়নি সে বিষয়ে গ্যারান্টি কি? তাই আরো বেশি মামলার চিন্তাভাবনা চলছে বলে খবর । সে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে পৌর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.