ETV Bharat / state

ভুয়ো মানবাধিকার সংগঠনের থেকে রক্ষা পেলেন উত্তরপাড়ার সমাজকর্মী

ভুয়ো মানবধিকার সংগঠনের হদিশ পাওয়া গেল হুগলির উত্তরপাড়ায় । অল্পের জন্য রক্ষা পেলেন এক প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী স্বাক্ষী ঘোষ হাজরা । সংস্থার বিরুদ্ধে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ উঠেছে । ঘটনার তদন্তে পুলিশ ।

uttarpara
ভুয়ো মানবাধিকার সংগঠনের থেকে রক্ষা পেলেন উত্তরপাড়ার সমাজকর্মী
author img

By

Published : Jul 9, 2021, 5:49 PM IST

উত্তরপাড়া, 9 জুলাই: মানবাধিকার রক্ষার নামে প্রতারণার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী উত্তরপাড়ার স্বাক্ষী ঘোষ হাজরা । তিনি দু'বছর আগে তাঁর ছাত্রের মাধ্যমে এই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হন । ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এণ্ড ফান্ডামেন্টাল রাইটস নাম দিয়ে লোক ঠকানোর কারবার চালাচ্ছিল তারা । কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকার কারবার করত এই ভুয়ো সংস্থা । সমাজকর্মী স্বাক্ষীবাবুর সন্দেহ হওয়ায় তিনি মানবধিকার সংগঠনের দায়িত্ব ছাড়েন । দু'দিন আগে ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয়ে গ্রেফতার করা হয় সনাতন রায় চৌধুরী নামে এক ব্যক্তিকে । আর তারপরেই শুক্রবার হদিশ পাওয়া গেল ভুয়ো মানবধিকার সংগঠনের । সেখান থেকে লোক ঠকানো ব্যবসা ফেঁদেছিলেন সনাতনবাবু । মাস দুয়েক আগে সংস্থার কার্যকলাপ দেখে স্বাক্ষীবাবুর সন্দেহ হওয়ায় টাকা ফেরত নিয়ে এই মানবাধিকার সংগঠন ছেড়ে বেরিয়ে আসেন ।

সম্প্রতি সনাতন রায় চৌধুরী ধরা পড়ার পর তিনি নিশ্চিত হন যে ভুয়ো মানবাধিকার সংগঠন চালানো হচ্ছিল । আরও জানা যায়, ভুয়ো মানবাধিকার সংগঠনের সভাপতি ছিলেন সনাতন রায় চৌধুরী । একটি ম্যাগাজিনে তাদের একাধিক ছবি দিয়ে নামও দেওয়া হয় । শুধু উত্তরপাড়া নয় স্বাক্ষীবাবুর এক ছাত্রের মাধ্যমে গোটা হুগলি জেলাতেও এই মানবাধিকার সংগঠনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এই ভুয়ো সংগঠনটি । এছাড়াও তাদের ভুয়ো পরিচয়ের প্রভাব খাটিয়ে সংস্থার সদস্যদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে । এই বিষয়ে স্বাক্ষীবাবু বলেন, "আমার কাছে যা তথ্য ও কাগজপত্র আছে তদন্তের স্বার্থে আমি তা দিয়ে সাহায্য করতে চাই তদন্তকারীদের ।"

আরও পড়ুন: 38 কিমি সাইকেল চালিয়ে বিধানসভায় প্রতিবাদী বেচারাম

ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশকে এই সংস্থার বিষয়ে জানানো হয়েছে । পুলিশ ভুয়ো সংস্থার বিষয়ে তদন্ত শুরু করেছে । সংস্থার সম্পাদক সংগ্রাম মিত্র ওরফে বিশ্বজিৎ সাঁতরার খোঁজ খবর শুরু করা হয়েছে । আরও কারা কারা সংস্থার সঙ্গে যুক্ত তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । 2009 সালে এই ভুয়ো সংস্থা 'ঐক্যতান পত্রিকা' নামে একটি পত্রিকাও প্রকাশ শুরু করে । এই পত্রিকাতেই লিখতেন স্বাক্ষীবাবু । তিনি বলেন, "আমি এই পত্রিকায় লিখতাম । তবে, এই ভুয়ো সংস্থার অনুষ্ঠানে কখনও যাইনি । "

উত্তরপাড়া, 9 জুলাই: মানবাধিকার রক্ষার নামে প্রতারণার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী উত্তরপাড়ার স্বাক্ষী ঘোষ হাজরা । তিনি দু'বছর আগে তাঁর ছাত্রের মাধ্যমে এই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হন । ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এণ্ড ফান্ডামেন্টাল রাইটস নাম দিয়ে লোক ঠকানোর কারবার চালাচ্ছিল তারা । কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকার কারবার করত এই ভুয়ো সংস্থা । সমাজকর্মী স্বাক্ষীবাবুর সন্দেহ হওয়ায় তিনি মানবধিকার সংগঠনের দায়িত্ব ছাড়েন । দু'দিন আগে ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয়ে গ্রেফতার করা হয় সনাতন রায় চৌধুরী নামে এক ব্যক্তিকে । আর তারপরেই শুক্রবার হদিশ পাওয়া গেল ভুয়ো মানবধিকার সংগঠনের । সেখান থেকে লোক ঠকানো ব্যবসা ফেঁদেছিলেন সনাতনবাবু । মাস দুয়েক আগে সংস্থার কার্যকলাপ দেখে স্বাক্ষীবাবুর সন্দেহ হওয়ায় টাকা ফেরত নিয়ে এই মানবাধিকার সংগঠন ছেড়ে বেরিয়ে আসেন ।

সম্প্রতি সনাতন রায় চৌধুরী ধরা পড়ার পর তিনি নিশ্চিত হন যে ভুয়ো মানবাধিকার সংগঠন চালানো হচ্ছিল । আরও জানা যায়, ভুয়ো মানবাধিকার সংগঠনের সভাপতি ছিলেন সনাতন রায় চৌধুরী । একটি ম্যাগাজিনে তাদের একাধিক ছবি দিয়ে নামও দেওয়া হয় । শুধু উত্তরপাড়া নয় স্বাক্ষীবাবুর এক ছাত্রের মাধ্যমে গোটা হুগলি জেলাতেও এই মানবাধিকার সংগঠনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এই ভুয়ো সংগঠনটি । এছাড়াও তাদের ভুয়ো পরিচয়ের প্রভাব খাটিয়ে সংস্থার সদস্যদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে । এই বিষয়ে স্বাক্ষীবাবু বলেন, "আমার কাছে যা তথ্য ও কাগজপত্র আছে তদন্তের স্বার্থে আমি তা দিয়ে সাহায্য করতে চাই তদন্তকারীদের ।"

আরও পড়ুন: 38 কিমি সাইকেল চালিয়ে বিধানসভায় প্রতিবাদী বেচারাম

ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশকে এই সংস্থার বিষয়ে জানানো হয়েছে । পুলিশ ভুয়ো সংস্থার বিষয়ে তদন্ত শুরু করেছে । সংস্থার সম্পাদক সংগ্রাম মিত্র ওরফে বিশ্বজিৎ সাঁতরার খোঁজ খবর শুরু করা হয়েছে । আরও কারা কারা সংস্থার সঙ্গে যুক্ত তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । 2009 সালে এই ভুয়ো সংস্থা 'ঐক্যতান পত্রিকা' নামে একটি পত্রিকাও প্রকাশ শুরু করে । এই পত্রিকাতেই লিখতেন স্বাক্ষীবাবু । তিনি বলেন, "আমি এই পত্রিকায় লিখতাম । তবে, এই ভুয়ো সংস্থার অনুষ্ঠানে কখনও যাইনি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.