ETV Bharat / state

অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে : সায়ন্তন - caa নিয়ে মমতার সমালোচনায় সায়ন্তন

চুঁচুড়ায় CAA-র সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করেন BJP নেতা সায়ন্তন বসু । বলেন, এক কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে ।

sayatan basu critised mamota on caa
সায়ন্তন বসু
author img

By

Published : Feb 2, 2020, 10:28 PM IST

Updated : Feb 2, 2020, 11:03 PM IST

চুঁচুড়া,2 জানুয়ারি : এক কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে । আজ চুঁচুড়ায় CAA-র সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু । মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেন তিনি ।

এক কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে,কটাক্ষ সায়ন্তনের

পার্ক সার্কাসে CAA বিরুদ্ধে আন্দোলনরত এক মহিলার মৃত্যু হয়েছে গতকাল । সেই প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন,"তিনি বাংলাদেশি ছিলেন কি? কারণ ওখানে বেশিরভাগ লোকজন বাংলাদেশ থেকে এসে বসে আছেন । যে মহিলার মৃত্যু হয়েছে আগে তাঁকে চিহ্নিত করুন ভারতীয় না বাংলাদেশি ।" তিনি বলেন," যত আন্দোলনই করুক CAA-র কোনও পরিবর্তন হবে না । ওইখানে বাংলাদেশ থেকে এসে যাঁরা বসে আছেন তাঁদের আমরা দেশ থেকে তাড়িয়ে দেব। ওখানে প্রতিবাদ করে বাঁচা যাবে না ।"


এই প্রসঙ্গে তিনি আরও বলেন , "ভারতীয় মুসলমান হলে তার কোনও চিন্তার কারণ নেই, কিন্তু বাংলাদেশি মুসলমান হলে চিন্তার যথেষ্ট কারণ আছে । রাজ্যের মুখ্যমন্ত্রী যাঁর কাজ বিভ্রান্তি দূর করা, তিনি এখন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন । বাংলাদেশি হিন্দু শরণার্থী ও উদ্বাস্তু তাঁদের কোনও কাগজ না দেখেই নাগরিকত্ব দেওয়া হবে । এতে কোনও বিভ্রান্তি নেই । সমস্যা হচ্ছে এক থেকে দেড় কোটি বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যেমন এসেছেন তেমনই এক থেকে দেড় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীও এসেছেন । এই জল আর তেলের মিশ্রণটা দিদিমণি করতে চেয়েছেন । আমরা আলাদা করতে চেয়েছি । কারণ দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল । ওনার ভোটব্যাঙ্কে ধস নামতে চলেছে । যখন এক কোটি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে তখন তৃণমূল দলটাই উঠে যাবে।এই ভয়ে আতঙ্কিত হয়েই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। "

জামিয়ার পর শাহিনবাগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে । সেই প্রসঙ্গে এই BJP নেতা বলেন, গুলি কারা চালাচ্ছে? পশ্চিমবঙ্গে প্রতিদিন গুলি চলছে । BJP কর্মী ও নেতাদের লক্ষ্য করে, সভাতে গুলি চালানো হচ্ছে । আমাদের রাজ্য সভাপতির গাড়িতে বোমা মারা হয়েছে । আমার গাড়িও ভাঙচুর হয়েছে । শাহিনবাগ বা জামিয়ার থেকেও পশ্চিমবঙ্গে গুলি চালানোর সংখ্যা বেশি । পশ্চিমবঙ্গটা কে শাহিনবাগ বা পশ্চিম বাংলাদেশ হতে দেব না । "

চুঁচুড়া,2 জানুয়ারি : এক কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে । আজ চুঁচুড়ায় CAA-র সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু । মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেন তিনি ।

এক কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে,কটাক্ষ সায়ন্তনের

পার্ক সার্কাসে CAA বিরুদ্ধে আন্দোলনরত এক মহিলার মৃত্যু হয়েছে গতকাল । সেই প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন,"তিনি বাংলাদেশি ছিলেন কি? কারণ ওখানে বেশিরভাগ লোকজন বাংলাদেশ থেকে এসে বসে আছেন । যে মহিলার মৃত্যু হয়েছে আগে তাঁকে চিহ্নিত করুন ভারতীয় না বাংলাদেশি ।" তিনি বলেন," যত আন্দোলনই করুক CAA-র কোনও পরিবর্তন হবে না । ওইখানে বাংলাদেশ থেকে এসে যাঁরা বসে আছেন তাঁদের আমরা দেশ থেকে তাড়িয়ে দেব। ওখানে প্রতিবাদ করে বাঁচা যাবে না ।"


এই প্রসঙ্গে তিনি আরও বলেন , "ভারতীয় মুসলমান হলে তার কোনও চিন্তার কারণ নেই, কিন্তু বাংলাদেশি মুসলমান হলে চিন্তার যথেষ্ট কারণ আছে । রাজ্যের মুখ্যমন্ত্রী যাঁর কাজ বিভ্রান্তি দূর করা, তিনি এখন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন । বাংলাদেশি হিন্দু শরণার্থী ও উদ্বাস্তু তাঁদের কোনও কাগজ না দেখেই নাগরিকত্ব দেওয়া হবে । এতে কোনও বিভ্রান্তি নেই । সমস্যা হচ্ছে এক থেকে দেড় কোটি বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যেমন এসেছেন তেমনই এক থেকে দেড় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীও এসেছেন । এই জল আর তেলের মিশ্রণটা দিদিমণি করতে চেয়েছেন । আমরা আলাদা করতে চেয়েছি । কারণ দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল । ওনার ভোটব্যাঙ্কে ধস নামতে চলেছে । যখন এক কোটি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে তখন তৃণমূল দলটাই উঠে যাবে।এই ভয়ে আতঙ্কিত হয়েই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। "

জামিয়ার পর শাহিনবাগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে । সেই প্রসঙ্গে এই BJP নেতা বলেন, গুলি কারা চালাচ্ছে? পশ্চিমবঙ্গে প্রতিদিন গুলি চলছে । BJP কর্মী ও নেতাদের লক্ষ্য করে, সভাতে গুলি চালানো হচ্ছে । আমাদের রাজ্য সভাপতির গাড়িতে বোমা মারা হয়েছে । আমার গাড়িও ভাঙচুর হয়েছে । শাহিনবাগ বা জামিয়ার থেকেও পশ্চিমবঙ্গে গুলি চালানোর সংখ্যা বেশি । পশ্চিমবঙ্গটা কে শাহিনবাগ বা পশ্চিম বাংলাদেশ হতে দেব না । "

Intro:এক কোটি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিলে তৃণমূল দলটাই উঠে যাবে।এভাবেই তৃণমূল কে কটাক্ষ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু।আজ হুগলি জেলা কার্যালয়ে এসে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করেছেন।পার্ক সার্কাসে সিএএ বিরোধী আন্দোলনরত এক মহিলার মৃত্যু হয়েছে গতকাল,সেই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,তিনি বাংলাদেশি ছিলেন কি?কারন ওখানে বেশিরভাগ লোকজন বাংলাদেশ থেকে এসে বসে আছে।যে মহিলার মৃত্যু হয়েছে তাকে আগে চিহ্নত করুন ভারতীয় না বাংলাদেশী। কালো পড়ুক সাদা পড়ুক হলুদ পড়ুক যত আন্দোলনই করুক সিএএ এর কোনো পরিবর্তন হবে না।ওইখানে বাংলাদেশ থেকে যারা বসে আছে তাদের আমরা দেশ থেকে তাড়িয়ে দেব। ওখানে প্রতিবাদ করে বাঁচা যাবে না
সায়ন্তন বসু আরো বলেন আগে চিহ্নিত করুক ।ভারতীয় মুসলমান হলে তার কোন চিন্তার কারন নেই,কিন্তু বাংলাদেশী মুসলমান হলে চিন্তার যথেষ্ট কারণ আছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যার কাজ বিভ্রান্তি দূর করা।সে এখন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন।বাংলাদেশী হিন্দু শরণার্থী ও উৎবাস্তু তাদের কোন কাগজ প্রমান না দেখেই নাগরিকত্ব দেব।এতে কোনো বিভ্রান্তি নেই। সমস্যা হচ্ছে এক থেকে দেড় কোটি যেমন বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু এসেছেন তেমনি এক থেকে দেড় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এসেছেন।এই জল আর তেলের মিসটা দিদিমণি করতে চেয়েছেন।আমরা আলাদা করতে চেয়েছি।কারণ দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল।ওনার ভোটব্যাংকে ধ্বস পড়তে চলেছে। যখন এক কোটি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে যখন বাদ দেওয়া হবে তখন তৃণমূল দলটাই উঠে যাবে।এই ভয়ে আতঙ্কিত হয়েই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
চিন্তা করবেন না মানুষ বিভ্রান্ত হচ্ছেন না।তার জন্যই আমরা রাস্তায় নেমে গেছি।মানুষ আমাদের সঙ্গে আছেন।জামিয়ার পর শাহীনবাগে ও গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, গুলি কারা চালাচ্ছে।জানেন পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন গুলি চলছে।বিজেপি কর্মীদের ও নেতাদের লক্ষ্য করে ,সভাতে গুলি চালানো হচ্ছে,আমাদের রাজ্য সভাপতির গাড়িতে বোম মারা হয়েছে,আমার গাড়িও ভাঙচুর হয়েছে। শাহীনবাগ এর গুলি বা জামিয়া এর থেকেও পশ্চিমবঙ্গে গুলি চালানোর সংখ্যা বেশি।পশ্চিমবঙ্গটা কে শাহীনবাগ বা পশ্চিমবাংলা দেশ হতে দেব না।
তৃণমূল ভাবছে প্রশান্ত কিশোর বাঁচিয়ে দেবে।কেউ বাঁচাতে পারবে না।
কেন্দ্রীয় বাজেট নিয়ে সায়ন্তন বসু বলেন ভারতবর্ষকে দিশাহীন জায়গায় নিয়ে গিয়েছিল কংগ্রেস পার্টি।এতো লক্ষ কোটি পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য কোটি টাকা বরাদ্দ হয়েছে।60 হাজার কোটি টাকা বরাদ্দ হল স্বাস্থ্য ক্ষেত্রে ।এই রেকর্ড বরাদ্দ গ্রামের গরিব মানুষ কৃষকের গ্রামের উন্নয়নের জন্য। পশ্চিমবঙ্গ সরকার আগে রাজ্যে আয়ুষ্মান ভারত টা চালু করতে দিন।পশ্চিমবঙ্গের মানুষ 6 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন।সারা দেশে হচ্ছে।আয়ুষ্মান ভারত এ কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই বলে উনি এরাজ্যে লাবু করলেন না। উনি একবার বলুন উনার ছবি আমরা কার্ডে লাগিয়ে দেব।Body:WB_HGL_CHUCHURA SAYANTAN BASU RECX_7203418Conclusion:
Last Updated : Feb 2, 2020, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.