ETV Bharat / state

কয়লা পাচারকাণ্ডে এবার কোন্নগরের দুই ব্যবসায়ীর বাড়িতে ইডি - কোন্নগরে এনামূল যোগ

31 ডিসেম্বর সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন । তাঁরা কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে যান । আর আজ তল্লাশি চালাল ইডি ।

কোন্নগরে ইডির হানা
কোন্নগরে ইডির হানা
author img

By

Published : Jan 11, 2021, 11:35 AM IST

কোন্নগর, 11 জানুয়ারি : সিবিআই-এর পর এবার কয়লা পাচারকাণ্ডে কোন্নগরের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল ইডি । আজ সকাল সাড়ে 9টা নাগাদ একটি দল শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং নামে দুই ভাইয়ের বাড়িতে আসে ।

সিবিআই সূত্রের খবর, গোরুপাচারকারী এনামুলের সঙ্গে যোগ ছিল লালা ওরফে অনুপ মাঝির । কয়লা পাচারে এনামুলের বিভিন্ন গাড়ি ব্যবহার করত লালা । তারই এক শাগরেদকে পাকড়াও করে সিবিআই একটি ডায়েরি পায় ।

আরও পড়ুন : কোন্নগরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

সেই ডায়েরি থেকে কিছু নাম পাওয়া যায় । সেই অনুযায়ী কয়েকটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে সিবিআই । 31 ডিসেম্বর সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন । তাঁরা কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে যান ।

আজ দুই ব্যবসায়ীর বাড়িতে আসেন ইডি আধিকারিকরা । জানা গেছে, ওই দুই ব্যবসায়ী ভাই বড়বাজারে ব্যবসার সঙ্গে সঙ্গে কয়লা পাচারের সঙ্গে জড়িতদের সঙ্গেও সম্পর্ক রাখতেন । আর আর্থিক অসঙ্গতি সহ একাধিক অভিযোগে আজ তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ।

কোন্নগর, 11 জানুয়ারি : সিবিআই-এর পর এবার কয়লা পাচারকাণ্ডে কোন্নগরের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল ইডি । আজ সকাল সাড়ে 9টা নাগাদ একটি দল শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং নামে দুই ভাইয়ের বাড়িতে আসে ।

সিবিআই সূত্রের খবর, গোরুপাচারকারী এনামুলের সঙ্গে যোগ ছিল লালা ওরফে অনুপ মাঝির । কয়লা পাচারে এনামুলের বিভিন্ন গাড়ি ব্যবহার করত লালা । তারই এক শাগরেদকে পাকড়াও করে সিবিআই একটি ডায়েরি পায় ।

আরও পড়ুন : কোন্নগরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

সেই ডায়েরি থেকে কিছু নাম পাওয়া যায় । সেই অনুযায়ী কয়েকটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে সিবিআই । 31 ডিসেম্বর সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন । তাঁরা কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে যান ।

আজ দুই ব্যবসায়ীর বাড়িতে আসেন ইডি আধিকারিকরা । জানা গেছে, ওই দুই ব্যবসায়ী ভাই বড়বাজারে ব্যবসার সঙ্গে সঙ্গে কয়লা পাচারের সঙ্গে জড়িতদের সঙ্গেও সম্পর্ক রাখতেন । আর আর্থিক অসঙ্গতি সহ একাধিক অভিযোগে আজ তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.