ETV Bharat / state

Money embezzlement in co-operative: পান্ডুয়ায় সমবায়ে কোটি টাকার তছরুপ, গ্রেফতার 1 - Money embezzlement in cooperatives

পান্ডুয়ায় সমবায়ে কোটি টাকার তছরুপের অভিযোগ (Money embezzlement in cooperatives In Pandua) ৷ গ্রেফতার এক ৷ পলাতক ম্য়ানেজার ৷

Money embezzlement in cooperatives
সমবায়ে কোটি টাকার তছরুপের অভিযোগ
author img

By

Published : Apr 3, 2022, 1:03 PM IST

পাণ্ডয়া, 3 এপ্রিল: পান্ডুয়ায় সমবায় থেকে কোটি টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্য়ক্তিকে (Money embezzlement in cooperatives In Pandua)। পলাতক ম্যানেজার। ঘটনাটি সিমলাগড় শিবনগর জাহিরা সমবায়ের। অভিযুক্তের নাম দীপক মাঝি। তিনি আগের বোর্ডের মার্কেটিং সেলস ম্যানেজার ছিলেন।

জানা গিয়েছে, 2018 সালে নতুন বোর্ড গঠনের পর 19 ও 20 সালের অডিটে টাকা তছরুপের প্রমাণ পাওয়া যায়। সার-সহ বিভিন্ন দফতরের কোটি টাকার তছরুপের অভিযোগ ওঠে। সেইমতো বর্তমান সভাপতি কাজল মুখোপাধ্য়ায় 2021 সালের 11 জুলাই পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্তের বিরুদ্ধে। পরবর্তীকালে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। পান্ডুয়া থানার পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ এই ঘটনায় আরও এক অভিযুক্ত ম্যানেজার নিমাই ঘোষ পলাতক। সমবায়ের চেয়ারম্যান কাজল মুখোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : Crocodile Rescue In Gangasagar : গঙ্গাসাগরে হুগলি নদীর চড় থেকে উদ্ধার কুমির

দীপক মাঝি বলেন, "আমি এর সঙ্গে জড়িত নই। সমবায়ের অ্যাকাউন্টসে কাজ করি না ৷ আধিকারিকরা যেভাবে নির্দেশ দেন কর্মচারী হয়ে সেভাবে কাজ করি ৷ হিসাবের ব্যাপারে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হচ্ছে।"

এই সমবায়ের বর্তমান ভাইস চেয়ারম্যান সরোজকুমার ঘোষ বলেন, "2016-17 সাল থেকে সমবায়ে কোনও অডিট হয়নি। 18 সালে নতুন বোর্ড আসার পর অডিট করা হয়। কমবেশি প্রায় এক কোটি টাকার তছরুপ হয়েছে। সেই অডিট রিপোর্ট অনুযায়ী আমরা পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করি। কোনও কিছু সুরাহা না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হই। পান্ডুয়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আমাদের মূলত অভিযোগ তৎকালীন সভাপতি দীপক মাঝি ও ম্যানেজার নিমাইচন্দ্র ঘোষের বিরুদ্ধে। বেনামি সার বিক্রি-সহ টাকা তছরুপের অভিযোগ করা হয়েছে ওঁদের বিরুদ্ধে।"

পাণ্ডয়া, 3 এপ্রিল: পান্ডুয়ায় সমবায় থেকে কোটি টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্য়ক্তিকে (Money embezzlement in cooperatives In Pandua)। পলাতক ম্যানেজার। ঘটনাটি সিমলাগড় শিবনগর জাহিরা সমবায়ের। অভিযুক্তের নাম দীপক মাঝি। তিনি আগের বোর্ডের মার্কেটিং সেলস ম্যানেজার ছিলেন।

জানা গিয়েছে, 2018 সালে নতুন বোর্ড গঠনের পর 19 ও 20 সালের অডিটে টাকা তছরুপের প্রমাণ পাওয়া যায়। সার-সহ বিভিন্ন দফতরের কোটি টাকার তছরুপের অভিযোগ ওঠে। সেইমতো বর্তমান সভাপতি কাজল মুখোপাধ্য়ায় 2021 সালের 11 জুলাই পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্তের বিরুদ্ধে। পরবর্তীকালে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। পান্ডুয়া থানার পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ এই ঘটনায় আরও এক অভিযুক্ত ম্যানেজার নিমাই ঘোষ পলাতক। সমবায়ের চেয়ারম্যান কাজল মুখোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : Crocodile Rescue In Gangasagar : গঙ্গাসাগরে হুগলি নদীর চড় থেকে উদ্ধার কুমির

দীপক মাঝি বলেন, "আমি এর সঙ্গে জড়িত নই। সমবায়ের অ্যাকাউন্টসে কাজ করি না ৷ আধিকারিকরা যেভাবে নির্দেশ দেন কর্মচারী হয়ে সেভাবে কাজ করি ৷ হিসাবের ব্যাপারে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হচ্ছে।"

এই সমবায়ের বর্তমান ভাইস চেয়ারম্যান সরোজকুমার ঘোষ বলেন, "2016-17 সাল থেকে সমবায়ে কোনও অডিট হয়নি। 18 সালে নতুন বোর্ড আসার পর অডিট করা হয়। কমবেশি প্রায় এক কোটি টাকার তছরুপ হয়েছে। সেই অডিট রিপোর্ট অনুযায়ী আমরা পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করি। কোনও কিছু সুরাহা না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হই। পান্ডুয়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আমাদের মূলত অভিযোগ তৎকালীন সভাপতি দীপক মাঝি ও ম্যানেজার নিমাইচন্দ্র ঘোষের বিরুদ্ধে। বেনামি সার বিক্রি-সহ টাকা তছরুপের অভিযোগ করা হয়েছে ওঁদের বিরুদ্ধে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.