ETV Bharat / state

Elderly Woman Burnt to Death: দীপাবলির আগে ফ্ল্যাটে আগুন, ভদ্রেশ্বরে প্রাণ গেল বৃদ্ধার - অগ্নিকাণ্ড

দীপাবলীর (Kali Puja 2022) আগে মর্মান্তিক ঘটনা ৷ ভূত চতুর্দশীর রাতে আবাসনের ফ্ল্যাটে আগুন ৷ হুগলির (Hooghly) ভদ্রেশ্বর স্টেশন রোডের অগ্নিকাণ্ডে প্রাণ গেল বৃদ্ধার ৷

Elderly Woman Burnt to Death in Hooghly before Kali Puja 2022
Elderly Woman Burnt to Death: দীপাবলির আগে ফ্ল্যাটে আগুন, ভদ্রেশ্বরে প্রাণ গেল বৃদ্ধার
author img

By

Published : Oct 24, 2022, 12:37 PM IST

ভদ্রেশ্বর (হুগলি), 24 অক্টোবর: দীপাবলীর (Kali Puja 2022) আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হুগলি (Hooghly) ৷ ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনের ফ্ল্যাটে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার (Elderly Woman Burnt to Death) ৷ মৃতার নাম শোভনা চক্রবর্তী ৷ বয়স আনুমানিক 76 বছর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ওই ফ্ল্যাটে আগুন লাগে ৷ পরবর্তীতে দমকলকর্মীরা শোভনাকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করেন ৷ বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দমকলের প্রাথমিক অনুমান, আগুন লাগার পিছনে দু'টি কারণ থাকতে পারে ৷ হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগে অথবা দীপাবলীর আগে ভূত চতুর্দশী উপলক্ষে যে 14 প্রদীপ জ্বালানো হয়, তার থেকেও কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ৷

স্থানীয় চাঁপদানি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল জানিয়েছেন, আবাসনের অন্য বাসিন্দা এবং প্রতিবেশীরাই প্রথম আগুন দেখতে পান ৷ বৃদ্ধার ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ ইতিমধ্য়ে দমকলে খবর পাঠানো হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

মর্মান্তিক !

আরও পড়ুন: দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির ! তদন্তে পুলিশ

ঘটনাস্থলে উপস্থিত উৎপল মণ্ডলের দাবি, স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিলেন ৷ কারণ, ওই বৃদ্ধা একা থাকতেন ৷ ফলে তাঁকে দ্রুত উদ্ধার করা জরুরি ছিল ৷ কিন্তু, প্রচণ্ড ধোঁয়ায় এলাকাবাসী ফ্ল্যাটের ভিতর ঢুকতে পারেননি ৷ ফলে শোভনাকেও সময় থাকতে উদ্ধার করা সম্ভব হয়নি ৷

চাঁপদানি দমকলকেন্দ্রের ওসি মলয় মজুমদার এই ঘটনা প্রসঙ্গে বলেন, "কীভাবে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব নয় ৷ বৃদ্ধা একা থাকতেন ৷ শর্ট সার্কিট থেকে নাকি প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন লেগেছে, তা আমরা এখনই বলতে পারব না ৷ তবে, ফরেনসিক দল আসবে ৷ তারা সবকিছু খতিয়ে দেখবে ৷ তারপরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে ৷"

ভদ্রেশ্বর (হুগলি), 24 অক্টোবর: দীপাবলীর (Kali Puja 2022) আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হুগলি (Hooghly) ৷ ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনের ফ্ল্যাটে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার (Elderly Woman Burnt to Death) ৷ মৃতার নাম শোভনা চক্রবর্তী ৷ বয়স আনুমানিক 76 বছর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ওই ফ্ল্যাটে আগুন লাগে ৷ পরবর্তীতে দমকলকর্মীরা শোভনাকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করেন ৷ বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দমকলের প্রাথমিক অনুমান, আগুন লাগার পিছনে দু'টি কারণ থাকতে পারে ৷ হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগে অথবা দীপাবলীর আগে ভূত চতুর্দশী উপলক্ষে যে 14 প্রদীপ জ্বালানো হয়, তার থেকেও কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ৷

স্থানীয় চাঁপদানি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল জানিয়েছেন, আবাসনের অন্য বাসিন্দা এবং প্রতিবেশীরাই প্রথম আগুন দেখতে পান ৷ বৃদ্ধার ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ ইতিমধ্য়ে দমকলে খবর পাঠানো হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

মর্মান্তিক !

আরও পড়ুন: দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির ! তদন্তে পুলিশ

ঘটনাস্থলে উপস্থিত উৎপল মণ্ডলের দাবি, স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিলেন ৷ কারণ, ওই বৃদ্ধা একা থাকতেন ৷ ফলে তাঁকে দ্রুত উদ্ধার করা জরুরি ছিল ৷ কিন্তু, প্রচণ্ড ধোঁয়ায় এলাকাবাসী ফ্ল্যাটের ভিতর ঢুকতে পারেননি ৷ ফলে শোভনাকেও সময় থাকতে উদ্ধার করা সম্ভব হয়নি ৷

চাঁপদানি দমকলকেন্দ্রের ওসি মলয় মজুমদার এই ঘটনা প্রসঙ্গে বলেন, "কীভাবে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব নয় ৷ বৃদ্ধা একা থাকতেন ৷ শর্ট সার্কিট থেকে নাকি প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন লেগেছে, তা আমরা এখনই বলতে পারব না ৷ তবে, ফরেনসিক দল আসবে ৷ তারা সবকিছু খতিয়ে দেখবে ৷ তারপরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.