ETV Bharat / state

Elderly Couple Attacked : চুঁচুড়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি - Hoogly

ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোদালিয়া-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ৷ দু‘জন দুষ্কৃতী দরজার ছিটকানি ভেঙে বাড়িতে ঢুকে পড়ে । তারপর লুঠপাট চালায় । সেই সময়ই ওই দম্পতিকে মারধর করা হয় ৷

elderly couple injured during robbery in their house at chinsurah
Elderly Couple Attacked : ডাকাতির সময় চুঁচুড়ায় বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ
author img

By

Published : Oct 1, 2021, 6:40 PM IST

Updated : Oct 1, 2021, 8:28 PM IST

চুঁচুড়া, 1 অক্টোবর : ডাকাতির সময় এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায় ৷ শাবল দিয়ে অজয় মল্লিক ও গায়ত্রী মল্লিক নামে ওই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোদালিয়া-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ৷

elderly couple injured during robbery in their house at chinsurah
জখম গায়ত্রী মল্লিক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে । দু’জন দুষ্কৃতী দরজার ছিটকানি ভেঙে বাড়িতে ঢুকে পড়ে । তারপর লুঠপাট চালায় । সেই সময়ই ওই দম্পতিকে মারধর করা হয় ৷ স্থানীয়দের অনুমান, চিনে ফেলায় দুষ্কৃতীরা শাবল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ওই দম্পতির ।

আরও পড়ুন : Tortoise Rescued: বিরল প্রজাতির সাতটি কচ্ছপ উদ্ধার ব্যান্ডেলে

দুষ্কৃতীরা চলে গেলে প্রতিবেশীদের ডাকেন দম্পতি । প্রতিবেশিরা অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কী কী জিনিস খোয়া গিয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্তরা এখনও ধরা পড়েনি ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।

elderly couple injured during robbery in their house at chinsurah
জখম অজয় মল্লিক

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বিহারে বিদ্যুৎ দফতরে চাকরি করতেন অজয়বাবু । তাঁর ছেলে অভিষেক বিহারে ব্যাঙ্কে চাকরি করেন । সেখানেই থাকেন । বছর পাঁচেক আগে ব্যান্ডেল কোদালিয়া-২ পঞ্চায়েতের সামনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন অজয় মল্লিক । তার পর থেকে ওই দম্পতি এই বাড়িতেই থাকেন ৷

আরও পড়ুন : Chandannagar Lighting : ফুটে উঠছে সরকারি প্রকল্প, ঘুরে দাঁড়াতে 'মুখ্যমন্ত্রী' ভরসা চন্দননগরের আলোকশিল্পীদের

এলাকার জনপ্রতিনিধি বাবলু সামন্তর দাবি, দুষ্কৃতীরা ওই বাড়িতে তালা ভেঙে ঢোকে । সন্ধ্যায় কিছু বাইরের ছেলে সেখানে ঘোরাঘুরিও করছিল ৷ এইরকম ঘটনা সেখানে এই প্রথম হল । তাই তাঁরা খুবই আতঙ্কিত । এদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোদালিয়ায় ওই বাড়িতে যান । তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘‘আমরা চন্দননগরের কমিশনারকে জানাব যাতে এই ধরনের ঘটনা না ঘটে । পুলিশ তদন্ত শুরু করেছে । অবশ্যই ব্যবস্থা নেবে ।’’

Elderly Couple Attacked : চুঁচুড়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি

চুঁচুড়া, 1 অক্টোবর : ডাকাতির সময় এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায় ৷ শাবল দিয়ে অজয় মল্লিক ও গায়ত্রী মল্লিক নামে ওই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোদালিয়া-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ৷

elderly couple injured during robbery in their house at chinsurah
জখম গায়ত্রী মল্লিক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে । দু’জন দুষ্কৃতী দরজার ছিটকানি ভেঙে বাড়িতে ঢুকে পড়ে । তারপর লুঠপাট চালায় । সেই সময়ই ওই দম্পতিকে মারধর করা হয় ৷ স্থানীয়দের অনুমান, চিনে ফেলায় দুষ্কৃতীরা শাবল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ওই দম্পতির ।

আরও পড়ুন : Tortoise Rescued: বিরল প্রজাতির সাতটি কচ্ছপ উদ্ধার ব্যান্ডেলে

দুষ্কৃতীরা চলে গেলে প্রতিবেশীদের ডাকেন দম্পতি । প্রতিবেশিরা অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কী কী জিনিস খোয়া গিয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্তরা এখনও ধরা পড়েনি ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।

elderly couple injured during robbery in their house at chinsurah
জখম অজয় মল্লিক

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বিহারে বিদ্যুৎ দফতরে চাকরি করতেন অজয়বাবু । তাঁর ছেলে অভিষেক বিহারে ব্যাঙ্কে চাকরি করেন । সেখানেই থাকেন । বছর পাঁচেক আগে ব্যান্ডেল কোদালিয়া-২ পঞ্চায়েতের সামনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন অজয় মল্লিক । তার পর থেকে ওই দম্পতি এই বাড়িতেই থাকেন ৷

আরও পড়ুন : Chandannagar Lighting : ফুটে উঠছে সরকারি প্রকল্প, ঘুরে দাঁড়াতে 'মুখ্যমন্ত্রী' ভরসা চন্দননগরের আলোকশিল্পীদের

এলাকার জনপ্রতিনিধি বাবলু সামন্তর দাবি, দুষ্কৃতীরা ওই বাড়িতে তালা ভেঙে ঢোকে । সন্ধ্যায় কিছু বাইরের ছেলে সেখানে ঘোরাঘুরিও করছিল ৷ এইরকম ঘটনা সেখানে এই প্রথম হল । তাই তাঁরা খুবই আতঙ্কিত । এদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোদালিয়ায় ওই বাড়িতে যান । তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘‘আমরা চন্দননগরের কমিশনারকে জানাব যাতে এই ধরনের ঘটনা না ঘটে । পুলিশ তদন্ত শুরু করেছে । অবশ্যই ব্যবস্থা নেবে ।’’

Elderly Couple Attacked : চুঁচুড়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি
Last Updated : Oct 1, 2021, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.