ETV Bharat / state

যশের প্রকোপে হুগলিতে বিঘ্নিত জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষিজমি - যশের প্রকোপে হুগলিতে ক্ষতিগ্রস্ত কৃষি

ধারসার গঙ্গার বাঁধ ভেঙে বানভাসি কোন্ননগর ৷ এছাড়াও শ্রীরামপুরে নতুন মাহেশ, রায় ল্যান্ড রোড, জামনগর রোড, নন্দীমাঠ ও শ্রীরামপুর স্টেডিয়াম জলমগ্ন হয়ে আছে । অন্যদিকে যশের প্রকোপে হুগলির ধনেখালি, হরিপাল, বলাগড়, চুঁচুড়া, মগরা ব্লক ও আরামবাগ মহকুমার কিছু অংশের বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

যশের প্রকোপে হুগলিতে বিঘ্নিত জনজীবন
যশের প্রকোপে হুগলিতে বিঘ্নিত জনজীবন
author img

By

Published : May 28, 2021, 8:24 PM IST

হুগলি, 28 মে : যশের কারণে টানা দু‘দিন ঝড় বৃষ্টি ৷ আর তার জেরেই এখনও জলমগ্ন হুগলির বেশ কিছু এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমিও ৷ সেই বিষয়টি জেলা কৃষি দফতরের তরফে খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গিয়েছে, কোন্ননগরে ধারসার গঙ্গার বাঁধ ভেঙে গিয়েছে ৷ সেই বাঁধ ভেঙে বানভাসি কোন্নগর ৷ এছাড়াও শ্রীরামপুরে নতুন মাহেশ, রায় ল্যান্ড রোড, জামনগর রোড, নন্দীমাঠ ও শ্রীরামপুর স্টেডিয়াম জলমগ্ন হয়ে আছে । চুঁচুড়ার নবাববাগান, ঝিলপাড়, পীড়তলা , মিয়ারবের ও ধরমপুর সহ বেশ কিছু পৌরসভা এলাকায় এখনও জল জমে আছে । অন্যদিকে যশের প্রকোপে হুগলির ধনেখালি , হরিপাল, বলাগড়, চুঁচুড়া, মগরা ব্লক ও আরামবাগ মহকুমার কিছু অংশের বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসল ।

যশের প্রকোপে হুগলিতে বিঘ্নিত জনজীবন

আরও পড়ুন : যশ-ত্রাণে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশাকে 1 হাজার কোটির অনুদান কেন্দ্রের

হুগলি জেলার কৃষি আধিকারিক জয়ন্ত পাড়ুই এবিষয়ে বলেন, "তিল ,বাদাম,পাট ও সবজি সহ বেশ কয়েক রকমের ফসল নষ্ট হয়েছে । প্রায় 1 হাজার হেক্টর ডাল শস্যের ক্ষতি হয়েছে । সাড়ে সাত হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে । বলাগড়ে পাটের ভালই ক্ষতি হয়েছে । যেখানে 100 মিলিমিটার উপরে বৃষ্টি হয়েছে সেখানেই ফসলের ক্ষতি হয়েছে । কৃষি বীমার তরফে ক্ষতির পরিমাণ নিধারণের কাজ চলছে । কৃষকদের ফসলের ক্ষতির পরিমাণ নিধারণ করে রিপোর্ট পাঠানো হচ্ছে । "

হুগলি, 28 মে : যশের কারণে টানা দু‘দিন ঝড় বৃষ্টি ৷ আর তার জেরেই এখনও জলমগ্ন হুগলির বেশ কিছু এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমিও ৷ সেই বিষয়টি জেলা কৃষি দফতরের তরফে খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গিয়েছে, কোন্ননগরে ধারসার গঙ্গার বাঁধ ভেঙে গিয়েছে ৷ সেই বাঁধ ভেঙে বানভাসি কোন্নগর ৷ এছাড়াও শ্রীরামপুরে নতুন মাহেশ, রায় ল্যান্ড রোড, জামনগর রোড, নন্দীমাঠ ও শ্রীরামপুর স্টেডিয়াম জলমগ্ন হয়ে আছে । চুঁচুড়ার নবাববাগান, ঝিলপাড়, পীড়তলা , মিয়ারবের ও ধরমপুর সহ বেশ কিছু পৌরসভা এলাকায় এখনও জল জমে আছে । অন্যদিকে যশের প্রকোপে হুগলির ধনেখালি , হরিপাল, বলাগড়, চুঁচুড়া, মগরা ব্লক ও আরামবাগ মহকুমার কিছু অংশের বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসল ।

যশের প্রকোপে হুগলিতে বিঘ্নিত জনজীবন

আরও পড়ুন : যশ-ত্রাণে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশাকে 1 হাজার কোটির অনুদান কেন্দ্রের

হুগলি জেলার কৃষি আধিকারিক জয়ন্ত পাড়ুই এবিষয়ে বলেন, "তিল ,বাদাম,পাট ও সবজি সহ বেশ কয়েক রকমের ফসল নষ্ট হয়েছে । প্রায় 1 হাজার হেক্টর ডাল শস্যের ক্ষতি হয়েছে । সাড়ে সাত হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে । বলাগড়ে পাটের ভালই ক্ষতি হয়েছে । যেখানে 100 মিলিমিটার উপরে বৃষ্টি হয়েছে সেখানেই ফসলের ক্ষতি হয়েছে । কৃষি বীমার তরফে ক্ষতির পরিমাণ নিধারণের কাজ চলছে । কৃষকদের ফসলের ক্ষতির পরিমাণ নিধারণ করে রিপোর্ট পাঠানো হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.