ETV Bharat / state

Teachers Recruitment Case: বলাগড়ের বাড়িতে মিলল হার্ডডিস্ক, রিসর্টে শান্তনু ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ ইডির - আকাশ ঘোষ ও বিশ্বরূপ প্রামাণিক

আকাশকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছে সিসিটিভি ফুটেজ-সহ হার্ডডিস্ক (Hard disk found in Balagarh) ৷ নিলয় মালিক, আকাশ ঘোষ ও বিশ্বরূপ প্রামাণিক-সহ শান্তনু ঘনিষ্ঠ তিনজনকে রিসোর্টে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ ৷

Shantanu aides interrogated
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসোর্টে
author img

By

Published : Mar 18, 2023, 6:23 PM IST

রিসোর্টে শান্তনু ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ ইডির

বলাগড়(হুগলি), 18 মার্চ: বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্টে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ-সহ তাঁর ঘনিষ্ঠ তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা । শনিবার দুপুরে আকাশকে নিয়ে রিসর্ট থেকে 800 মিটার দূরত্বে পূর্ণচন্দ্র ঘোষের বাড়ি যায় ইডির গোয়েন্দারা । সেখানে থেকে দুটি ব্যাগে করে হার্ডডিস্ক নিয়ে আসে। এরপরই রিসর্টে নিলয় মালিক, আকাশ ঘোষ ও বিশ্বরূপ প্রামাণিক-সহ তিনজনকে গেস্ট হাউসে বসিয়ে চলে তল্লাশি ।

শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রামাণিক বলে জানা গিয়েছে । বর্তমানে বলাগড় থানার সিভিক ভলান্টিয়ারে কর্মরত নিলয় মালিক । যদিও এক মাস ধরে সেই কাজে যাচ্ছেন না বলে জানান তিনি । এদের তিনজনকেই মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ । নিলয়কে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটক করে রেখেছেন ইডির আধিকারিকরা । শান্তনুর ছেলে ইভানের নামেও প্রমোটিং ব্যবসা ছিল বলে সূত্রের খবর । সেই ব্যবসার অংশীদার ছিল নিলয় ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা । নিলয় সিভিক ভলান্টিয়ারের কাজ করলেও তিনি একটি হোটেল ব্যবসা করেন। এরপর থেকেই শান্তনুর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে বলে জানা গিয়েছে ।

এদিন ইডির হাত থেকে ছাড়া পাওয়ার পর নিলয় মালিক বলেন, "শান্তনুর সঙ্গে দেড় বছর ধরে কোনও সম্পর্ক নেই । আগে সম্পর্ক ছিল বলে গাড়ি আমার নামে করেছিল । ব্যক্তিগত ব্যাপারে ঝামেলা হয়েছে । আমি সরে আসতে চেয়েছিলাম । ইডির আধিকারিকরা আমাকে ছেড়ে দিলেও পঞ্চায়েত সদস্য বিশ্বরূপ প্রামাণিক ও আকাশকে জিজ্ঞাসাবাদ করছেন ।"

একদিকে যেমন বলাগড়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে শান্তনু ঘনিষ্ঠদের ৷ অন্যদিকে চুঁচুড়ার জগুদাস পাড়ায় শ্বশুর কাঞ্চন গুপ্ত ও শালকের নামে ফ্ল্যাট কিনেছিলেন শান্তনু । সেই ফ্লাটেও তল্লাশি চালায় ইডির আধিকারিকরা । ফ্লাট খুলতে না-পেরে তালা ভাঙার জন্য মিস্ত্রি আনা হয় । দীর্ঘক্ষণ এই তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা। শান্তনু-ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ চলে দীর্ঘক্ষণ। এর আগেও অয়নের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল চুঁচুড়ায় ।

আরও পড়ুন: চুঁচুড়া-বলাগড়ে শান্তনু ও তাঁর স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত ইডি

রিসোর্টে শান্তনু ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ ইডির

বলাগড়(হুগলি), 18 মার্চ: বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্টে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ-সহ তাঁর ঘনিষ্ঠ তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা । শনিবার দুপুরে আকাশকে নিয়ে রিসর্ট থেকে 800 মিটার দূরত্বে পূর্ণচন্দ্র ঘোষের বাড়ি যায় ইডির গোয়েন্দারা । সেখানে থেকে দুটি ব্যাগে করে হার্ডডিস্ক নিয়ে আসে। এরপরই রিসর্টে নিলয় মালিক, আকাশ ঘোষ ও বিশ্বরূপ প্রামাণিক-সহ তিনজনকে গেস্ট হাউসে বসিয়ে চলে তল্লাশি ।

শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রামাণিক বলে জানা গিয়েছে । বর্তমানে বলাগড় থানার সিভিক ভলান্টিয়ারে কর্মরত নিলয় মালিক । যদিও এক মাস ধরে সেই কাজে যাচ্ছেন না বলে জানান তিনি । এদের তিনজনকেই মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ । নিলয়কে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটক করে রেখেছেন ইডির আধিকারিকরা । শান্তনুর ছেলে ইভানের নামেও প্রমোটিং ব্যবসা ছিল বলে সূত্রের খবর । সেই ব্যবসার অংশীদার ছিল নিলয় ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা । নিলয় সিভিক ভলান্টিয়ারের কাজ করলেও তিনি একটি হোটেল ব্যবসা করেন। এরপর থেকেই শান্তনুর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে বলে জানা গিয়েছে ।

এদিন ইডির হাত থেকে ছাড়া পাওয়ার পর নিলয় মালিক বলেন, "শান্তনুর সঙ্গে দেড় বছর ধরে কোনও সম্পর্ক নেই । আগে সম্পর্ক ছিল বলে গাড়ি আমার নামে করেছিল । ব্যক্তিগত ব্যাপারে ঝামেলা হয়েছে । আমি সরে আসতে চেয়েছিলাম । ইডির আধিকারিকরা আমাকে ছেড়ে দিলেও পঞ্চায়েত সদস্য বিশ্বরূপ প্রামাণিক ও আকাশকে জিজ্ঞাসাবাদ করছেন ।"

একদিকে যেমন বলাগড়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে শান্তনু ঘনিষ্ঠদের ৷ অন্যদিকে চুঁচুড়ার জগুদাস পাড়ায় শ্বশুর কাঞ্চন গুপ্ত ও শালকের নামে ফ্ল্যাট কিনেছিলেন শান্তনু । সেই ফ্লাটেও তল্লাশি চালায় ইডির আধিকারিকরা । ফ্লাট খুলতে না-পেরে তালা ভাঙার জন্য মিস্ত্রি আনা হয় । দীর্ঘক্ষণ এই তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা। শান্তনু-ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ চলে দীর্ঘক্ষণ। এর আগেও অয়নের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল চুঁচুড়ায় ।

আরও পড়ুন: চুঁচুড়া-বলাগড়ে শান্তনু ও তাঁর স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত ইডি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.