ETV Bharat / state

হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক - কোরোনায় আক্রান্ত শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক

তিন মাসের পর ফের কোরোনায় আক্রান্ত শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। জেলাবাসীকে সতর্কতা অবলম্বনের পরামর্শ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ৷

হুগলি
হুগলি
author img

By

Published : Dec 9, 2020, 7:23 AM IST

শ্রীরামপুর, 9 ডিসেম্বর : দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক । হুগলির শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত তিনি। রবিবার তাঁর ফের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। এর আগে অগাস্ট মাসে প্রথম আক্রান্ত হন তিনি। কিন্তু, দ্বিতীয়বার ওই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তিত স্বাস্থ্যবিভাগ ৷ গতকাল বিষয়টি সামনে আসতেই সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী।

তিনি বলেন, শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক তিন মাস পর পুনরায় কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব, কোরোনাবিধি পালন করতে হবে । হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্তের ঘটনা এই প্রথম ৷ তবে দ্বিতীয়বার সংক্রমণের ক্ষেত্রেও উপসর্গ একই থেকে যাচ্ছে।


এবিষয়ে আক্রান্ত ওই চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হয়ে সেপ্টেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলাম ৷ সতর্কতা নিয়েছিলাম ঠিকই। কিন্তু, ফের একই উপসর্গ দেখা দেওয়ায় কোরোনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আপাতত বাড়িতে কোয়ারানটিনে রয়েছি।

শ্রীরামপুর, 9 ডিসেম্বর : দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক । হুগলির শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত তিনি। রবিবার তাঁর ফের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। এর আগে অগাস্ট মাসে প্রথম আক্রান্ত হন তিনি। কিন্তু, দ্বিতীয়বার ওই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তিত স্বাস্থ্যবিভাগ ৷ গতকাল বিষয়টি সামনে আসতেই সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী।

তিনি বলেন, শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক তিন মাস পর পুনরায় কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব, কোরোনাবিধি পালন করতে হবে । হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্তের ঘটনা এই প্রথম ৷ তবে দ্বিতীয়বার সংক্রমণের ক্ষেত্রেও উপসর্গ একই থেকে যাচ্ছে।


এবিষয়ে আক্রান্ত ওই চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হয়ে সেপ্টেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলাম ৷ সতর্কতা নিয়েছিলাম ঠিকই। কিন্তু, ফের একই উপসর্গ দেখা দেওয়ায় কোরোনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আপাতত বাড়িতে কোয়ারানটিনে রয়েছি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.