ETV Bharat / state

Rakhi Bandhan: রাখি ও প্রদীপ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

author img

By

Published : Aug 11, 2022, 10:10 PM IST

রাখি থেকে দীপাবলি উৎসবে সর্বদা ব্যস্ত ব্যান্ডেলের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা (Differently Abled Children Becoming Self-Dependent by Making Rakhi)। সেই রাখি ও মোমের প্রদীপ স্থানীয় স্কুল কলেজ-সহ অন্যান্য সংস্থাকে বিক্রি করা হয়। ব্যান্ডেলে 'পার্টনার' নামে একটি সংস্থার অধীনে তাঁরা কাজ করেন। অন্যান্য সময়ে মশলা প্যাকেজিংয়েরও কাজ করে থাকেন এই ছেলেমেয়েরা ৷

Rakhi Bandhan
রাখি ও প্রদীপ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

ব্যান্ডেল, 11 অগস্ট: বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ নিয়েছে এক সংস্থা ৷ নাম 'পার্টনার' ৷ এখানে রাখি ও দীপাবলির জন্য প্রদীপ বানানো শেখানো হয় (Differently Abled Children Becoming Self-Dependent by Making Rakhi) ৷ এখান থেকে তাঁদের নিজেস্ব কিছু টাকা আয় হয়। খরচ বাদ দিয়ে লাভের টাকা তাঁদের মজুরি হিসাবে দিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, কাজের মধ্যে থাকলে মানসিকভাবে তাঁরা সুস্থ থাকেন, তেমনই টাকা রোজগারের পর হাঁসি ফোটে তাঁদের মুখে। হাতেই রাখি তৈরি, মোমের প্রদীপ বানানো সবকিছুই তাঁরা নিজেরা করেন। ব্যান্ডেলের 'পার্টনার'-এর এই হোমে 25 জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ে রয়েছেন।

যাঁরা দৈহিক ও মানসিকভাবে দুর্বল, তাঁদের পরিবারই এই হোমে নিয়ে আসেন। এখানে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত শিক্ষামূলক কাজের পাশাপাশি স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করা হয়। খেলার ছলে এই কাজ করে তাঁরা। বিশেষভাবে সক্ষম শুভজিৎ সেনগুপ্ত বলেন, " আমরা এখানে রাখি, প্রদীপ তৈরি করে ব্যবসা করি। একসঙ্গে কাজ করে ভালো লাগে । নাচ, গান ও ব্যায়াম করি আমরা।"

রাখি থেকে দীপাবলি উৎসবে সর্বদা ব্যস্ত ব্যান্ডেলের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

আরও পড়ুন: অনলাইন, হোম ডেলিভারির ধাক্কায় ক্রেতার দেখা নেই রাখির দোকানে

বিশেষভাবে সক্ষম পিয়া সেন রায় বলেন, "পুঁথিগুলো দড়িতে ঢুকিয়ে প্যাকেট করি। তারপর স্কুলে-স্কুলে রাখি বিক্রি করা হয়। আমাদের খুব ভালো লাগে সবাই আমাদের রাখি পড়ে ৷" 'পার্টনার' কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, "আমাদের মূল উদ্দেশ্য এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের স্বনির্ভর করা। তাঁরা যাতে নিজেরা কাজ করতে পারেন। স্বাভাবিক ছেলেমেয়েদের মতো কিছু করতে পারেন সে কারণেই এটা করা। বহু মানুষ আসেন ডোনেশন দেন। সেখান থেকেই আমাদের জিনিসপত্র কেনা হয়। আমাদের দুটি কেন্দ্র রয়েছে একটি এটা অর্থাৎ ব্যান্ডেলে ও আরেকটি চন্দননগরে। সাধারণ ছেলেমেয়ের তুলনায় তাঁদের কাজ সেখানে খুবই কঠিন।"

ব্যান্ডেল, 11 অগস্ট: বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ নিয়েছে এক সংস্থা ৷ নাম 'পার্টনার' ৷ এখানে রাখি ও দীপাবলির জন্য প্রদীপ বানানো শেখানো হয় (Differently Abled Children Becoming Self-Dependent by Making Rakhi) ৷ এখান থেকে তাঁদের নিজেস্ব কিছু টাকা আয় হয়। খরচ বাদ দিয়ে লাভের টাকা তাঁদের মজুরি হিসাবে দিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, কাজের মধ্যে থাকলে মানসিকভাবে তাঁরা সুস্থ থাকেন, তেমনই টাকা রোজগারের পর হাঁসি ফোটে তাঁদের মুখে। হাতেই রাখি তৈরি, মোমের প্রদীপ বানানো সবকিছুই তাঁরা নিজেরা করেন। ব্যান্ডেলের 'পার্টনার'-এর এই হোমে 25 জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ে রয়েছেন।

যাঁরা দৈহিক ও মানসিকভাবে দুর্বল, তাঁদের পরিবারই এই হোমে নিয়ে আসেন। এখানে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত শিক্ষামূলক কাজের পাশাপাশি স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করা হয়। খেলার ছলে এই কাজ করে তাঁরা। বিশেষভাবে সক্ষম শুভজিৎ সেনগুপ্ত বলেন, " আমরা এখানে রাখি, প্রদীপ তৈরি করে ব্যবসা করি। একসঙ্গে কাজ করে ভালো লাগে । নাচ, গান ও ব্যায়াম করি আমরা।"

রাখি থেকে দীপাবলি উৎসবে সর্বদা ব্যস্ত ব্যান্ডেলের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

আরও পড়ুন: অনলাইন, হোম ডেলিভারির ধাক্কায় ক্রেতার দেখা নেই রাখির দোকানে

বিশেষভাবে সক্ষম পিয়া সেন রায় বলেন, "পুঁথিগুলো দড়িতে ঢুকিয়ে প্যাকেট করি। তারপর স্কুলে-স্কুলে রাখি বিক্রি করা হয়। আমাদের খুব ভালো লাগে সবাই আমাদের রাখি পড়ে ৷" 'পার্টনার' কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, "আমাদের মূল উদ্দেশ্য এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের স্বনির্ভর করা। তাঁরা যাতে নিজেরা কাজ করতে পারেন। স্বাভাবিক ছেলেমেয়েদের মতো কিছু করতে পারেন সে কারণেই এটা করা। বহু মানুষ আসেন ডোনেশন দেন। সেখান থেকেই আমাদের জিনিসপত্র কেনা হয়। আমাদের দুটি কেন্দ্র রয়েছে একটি এটা অর্থাৎ ব্যান্ডেলে ও আরেকটি চন্দননগরে। সাধারণ ছেলেমেয়ের তুলনায় তাঁদের কাজ সেখানে খুবই কঠিন।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.