ETV Bharat / state

রেশন দুর্নীতিতে বিক্ষোভ, BDO-কে মুচলেকা ডিলারের - রেশন দুর্নীতিতে বিক্ষোভ

রেশনে খাদ্য় সামগ্রী কম দেওয়ায় বিক্ষোভ গ্রাহকদের। শেষ পর্যন্ত BDO হস্তক্ষেপে বাড়ি বাড়ি সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করল ডিলার।

demonstration against ration corruption hooghly
ডিলার
author img

By

Published : Apr 19, 2020, 6:57 PM IST

Updated : Apr 20, 2020, 4:27 PM IST

হুগলি, 19 এপ্রিল: রেশনে খাদ্য সামগ্রী কম দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। শেষ পর্যন্ত BDO-র কাছে মুচলেকা দিয়ে গ্রাহকের বাড়ি বাড়ি সঠিক পরিমাণ রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করল রেশন ডিলার। ঘটনা হুগলির পুরশুরা থানার চিলাডিঙ্গি এলাকার গোপীমোহনপুরের।

রবিবার রেশনের সামগ্রী কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর দুর্নীতির অভিযোগ তুলে রেশন দোকানের সামনেই রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অন্যদিকে, বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা রেশন ডিলার রাজ কুমার বাগের বাড়িতে হামলা করে বলেও অভিযোগ। এরপর এলাকার প্রধান সড়কে সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। ঘটনায় দ্রুত উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এলাকায় র‍্যাফ নামানো হয়।

গোপীমোহন পুরের গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে এলাকার রেশন ডিলার রাজকুমার বাগ মাথা পিছু প্রায় 500 গ্রাম খাদ্য সামগ্রী কম দিচ্ছে। এই বিষয়ে বারবার রেশন ডিলারকে বলা হলেও সে কর্ণপাত করেনি। রবিবারও এলাকায় রেশন দেওয়া হচ্ছিল। এবং একইভাবে কম পরিমাণে চাল, ডাল দেওয়া হয়। এরপরই বিক্ষোভ শুরু করে মানুষ। এদিকে, রেশনে দুর্নীতির অভিযোগ পেয়ে ঘটনাস্থানে আসেন পুরশুড়ার BDO অচিন্ত্য ঘোষ। তিনি রেশন ডিলারকে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন করতেই সে খাদ্য সামগ্রী কম দেওয়ার কথা স্বীকার করে নেয়। এরপর BDO-র কাছে মুচলেকা দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে ডিলার রাজকুমার বাগ।

এই বিষয়ে পুরশুড়ার BDO অচিন্ত্য ঘোষ বলেন, "ঘটনা জানতে পেরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছি। রেশন ডিলার গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের সামগ্রী কম দেওয়া হয়েছে, তাঁদেরকে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। রেশন ডিলার তা মেনেও নিয়েছে।"

হুগলি, 19 এপ্রিল: রেশনে খাদ্য সামগ্রী কম দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। শেষ পর্যন্ত BDO-র কাছে মুচলেকা দিয়ে গ্রাহকের বাড়ি বাড়ি সঠিক পরিমাণ রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করল রেশন ডিলার। ঘটনা হুগলির পুরশুরা থানার চিলাডিঙ্গি এলাকার গোপীমোহনপুরের।

রবিবার রেশনের সামগ্রী কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর দুর্নীতির অভিযোগ তুলে রেশন দোকানের সামনেই রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অন্যদিকে, বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা রেশন ডিলার রাজ কুমার বাগের বাড়িতে হামলা করে বলেও অভিযোগ। এরপর এলাকার প্রধান সড়কে সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। ঘটনায় দ্রুত উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এলাকায় র‍্যাফ নামানো হয়।

গোপীমোহন পুরের গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে এলাকার রেশন ডিলার রাজকুমার বাগ মাথা পিছু প্রায় 500 গ্রাম খাদ্য সামগ্রী কম দিচ্ছে। এই বিষয়ে বারবার রেশন ডিলারকে বলা হলেও সে কর্ণপাত করেনি। রবিবারও এলাকায় রেশন দেওয়া হচ্ছিল। এবং একইভাবে কম পরিমাণে চাল, ডাল দেওয়া হয়। এরপরই বিক্ষোভ শুরু করে মানুষ। এদিকে, রেশনে দুর্নীতির অভিযোগ পেয়ে ঘটনাস্থানে আসেন পুরশুড়ার BDO অচিন্ত্য ঘোষ। তিনি রেশন ডিলারকে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন করতেই সে খাদ্য সামগ্রী কম দেওয়ার কথা স্বীকার করে নেয়। এরপর BDO-র কাছে মুচলেকা দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে ডিলার রাজকুমার বাগ।

এই বিষয়ে পুরশুড়ার BDO অচিন্ত্য ঘোষ বলেন, "ঘটনা জানতে পেরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছি। রেশন ডিলার গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের সামগ্রী কম দেওয়া হয়েছে, তাঁদেরকে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। রেশন ডিলার তা মেনেও নিয়েছে।"

Last Updated : Apr 20, 2020, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.