ETV Bharat / state

নির্ভুল মার্কশিটের দাবিতে বিক্ষোভ ছাত্রীদের, দুর্ব্যবহারের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে - arambagh girls college aggitation

প্রথম সেমেস্টারের মার্কশিট না পেয়ে অভিযোগ জানাতে গেলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ৷ তাই কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা ৷

কলেজ
author img

By

Published : Sep 13, 2019, 8:10 PM IST

Updated : Sep 13, 2019, 9:10 PM IST

হুগলি, 13 সেপ্টেম্বর : প্রথম সেমেস্টারের মার্কশিট না পেয়ে অভিযোগ জানাতে গেলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ৷ তাই কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা ৷ হুগলির আরামবাগ গার্লস কলেজের ঘটনা ৷

দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের 154 জন ছাত্রী আজ কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷ তবে ছাত্রীদের বিক্ষোভের সময় অধ্যক্ষ সৈয়দ সাজিজুল ইসলামকে দেখা যায়নি৷ কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর ফলে আটকে পড়েন অন্যান্য ছাত্রীরা ৷ বিক্ষোভরত ছাত্রী মৌপ্রিয়া রায় বলেন, "সংস্কৃত বিভাগের প্রথম সেমেস্টারের 154 জন ছাত্রীর মার্কশিট সম্পূর্ণভাবে আসেনি ৷ সেখানে নট কমপ্লিট লেখা ছিল ৷ বিষয়টি নিয়ে আমরা দু'মাস ধরে ঘুরছি ৷ প্রিন্সিপালকে বার বার জানানোর পরও তিনি কোনও কাজ করেননি ৷ আজ প্রিন্সিপালের কাছে সমস্যার সমাধান চেয়ে লিখিত আবেদন জমা করি ৷ সেই আবেদন জমা নেওয়ার পর যখন রিসিভড কপি চাইলাম, তখন উনি আমাদের গালিগালাজ করে বাইরে বের করে দেন ৷ আমরা চাই 154 জন ছাত্রীর নির্ভুল মার্কশিট প্রকাশ করা হোক৷ "

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল লোকাল, হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের ফলপ্রকাশ হয় তিন মাস আগে ৷ সেখানে দেখা যায় 154 জন ছাত্রীর মার্কশিট ইনকমপ্লিট ৷ তারপর থেকেই নির্ভুল মার্কশিটের দাবিতে বারবার অধ্যক্ষকে জানান ছাত্রীরা ৷

হুগলি, 13 সেপ্টেম্বর : প্রথম সেমেস্টারের মার্কশিট না পেয়ে অভিযোগ জানাতে গেলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ৷ তাই কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা ৷ হুগলির আরামবাগ গার্লস কলেজের ঘটনা ৷

দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের 154 জন ছাত্রী আজ কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷ তবে ছাত্রীদের বিক্ষোভের সময় অধ্যক্ষ সৈয়দ সাজিজুল ইসলামকে দেখা যায়নি৷ কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর ফলে আটকে পড়েন অন্যান্য ছাত্রীরা ৷ বিক্ষোভরত ছাত্রী মৌপ্রিয়া রায় বলেন, "সংস্কৃত বিভাগের প্রথম সেমেস্টারের 154 জন ছাত্রীর মার্কশিট সম্পূর্ণভাবে আসেনি ৷ সেখানে নট কমপ্লিট লেখা ছিল ৷ বিষয়টি নিয়ে আমরা দু'মাস ধরে ঘুরছি ৷ প্রিন্সিপালকে বার বার জানানোর পরও তিনি কোনও কাজ করেননি ৷ আজ প্রিন্সিপালের কাছে সমস্যার সমাধান চেয়ে লিখিত আবেদন জমা করি ৷ সেই আবেদন জমা নেওয়ার পর যখন রিসিভড কপি চাইলাম, তখন উনি আমাদের গালিগালাজ করে বাইরে বের করে দেন ৷ আমরা চাই 154 জন ছাত্রীর নির্ভুল মার্কশিট প্রকাশ করা হোক৷ "

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল লোকাল, হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের ফলপ্রকাশ হয় তিন মাস আগে ৷ সেখানে দেখা যায় 154 জন ছাত্রীর মার্কশিট ইনকমপ্লিট ৷ তারপর থেকেই নির্ভুল মার্কশিটের দাবিতে বারবার অধ্যক্ষকে জানান ছাত্রীরা ৷

Intro:Body:প্রথম সেমিস্টারের রেজাল্ট না পেয়ে কলেজ অধ্যক্ষেকে লিখিত আবেদন জানাতে গেলে অকথ্য গালিগালিজ করা হয় ছাত্রী দের।কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে কলেজ গেটে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ ছাত্রীদের।ঘটনা হুগলীর আরামবাগ গার্লস কলেজের।

অভিযোগ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের রেজাল্ট বের হয় তিন মাস আগে সেখানে দেখা যায় ১৫৪ জন ছাত্রীর রেজাল্ট নট কমপ্লিট।তার পর থেকেই সম্পূর্ন রেজাল্টের দাবিতে বার বার অধ্যক্ষকে জানায় ছাত্রীরা।

অন্য দিকে দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট বের হবার সময় হয়ে গেলেও প্রথম সেমিস্টারের রেজাল্ট না পেয়ে আজ কলেজ অধ্যক্ষের কাছে লিখিত আবেদন জমা দিতে যান বেশ কয়েক জন ছাত্রী।আবেদন পত্র জমা নিলেও রিসিভ কপি চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে।

এদিন কলেজের দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের ১৫৪ জন ছাত্রী কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রায় আড়াই ঘন্টা ধরে এখনো বিক্ষোভ চলছে।
তবে অধ্যক্ষের দেখা নেই। তাকে কলেজেই দেখা পাওয়া যায় নি। কলেজে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে সমস্ত ছাত্রীরা আটকে আছেন।

অবস্থান বিক্ষোভ রত ছাত্রী মৌপ্রিয়া রায় বলেন সংস্কৃত বিভাগের প্রথম সেমিস্টারের ১৫৪ জন ছাত্রীর রেজাল্ট নট কমপ্লিট এসেছে।বিষয় টি নিয়ে আমরা দুমাস ধরে ঘুরছি।প্রিন্সিপাল কে বার বার জানিয়েছি কিন্তু তিনি কোনো কাজই করেন নি।আজ প্রিন্সিপালের কাছে লিখিত আবেদন জমা দিই।ওনি আবেদন জমা নেন কিন্তু যখন রিসিভ কপি চাইলাম তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে বাইরে বের করে দেন।আমরা চাই ১৫৪ জন ছাত্রীর কমপ্লিট রেজাল্ট প্রকাশ করা হোক।

wb_hgl_01_arambagh_college_bikkhov_copi_10007
Conclusion:
Last Updated : Sep 13, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.