হুগলি, 13 সেপ্টেম্বর : প্রথম সেমেস্টারের মার্কশিট না পেয়ে অভিযোগ জানাতে গেলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন অধ্যক্ষ৷ তাই কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা ৷ হুগলির আরামবাগ গার্লস কলেজের ঘটনা ৷
দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের 154 জন ছাত্রী আজ কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷ তবে ছাত্রীদের বিক্ষোভের সময় অধ্যক্ষ সৈয়দ সাজিজুল ইসলামকে দেখা যায়নি৷ কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর ফলে আটকে পড়েন অন্যান্য ছাত্রীরা ৷ বিক্ষোভরত ছাত্রী মৌপ্রিয়া রায় বলেন, "সংস্কৃত বিভাগের প্রথম সেমেস্টারের 154 জন ছাত্রীর মার্কশিট সম্পূর্ণভাবে আসেনি ৷ সেখানে নট কমপ্লিট লেখা ছিল ৷ বিষয়টি নিয়ে আমরা দু'মাস ধরে ঘুরছি ৷ প্রিন্সিপালকে বার বার জানানোর পরও তিনি কোনও কাজ করেননি ৷ আজ প্রিন্সিপালের কাছে সমস্যার সমাধান চেয়ে লিখিত আবেদন জমা করি ৷ সেই আবেদন জমা নেওয়ার পর যখন রিসিভড কপি চাইলাম, তখন উনি আমাদের গালিগালাজ করে বাইরে বের করে দেন ৷ আমরা চাই 154 জন ছাত্রীর নির্ভুল মার্কশিট প্রকাশ করা হোক৷ "
আরও পড়ুন : প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল লোকাল, হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের ফলপ্রকাশ হয় তিন মাস আগে ৷ সেখানে দেখা যায় 154 জন ছাত্রীর মার্কশিট ইনকমপ্লিট ৷ তারপর থেকেই নির্ভুল মার্কশিটের দাবিতে বারবার অধ্যক্ষকে জানান ছাত্রীরা ৷