ETV Bharat / state

ডেলিভারি বয়ের বিরুদ্ধে 66 জনকে ধর্ষণের অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার 2 - ফিডব্যাকের নামে ফোন নম্বর

ব্ল্যাকমেল করে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিশালের বিরুদ্ধে । বিশালের বাড়ি তল্লাশি করে মোবাইল, বেশ কিছু চিপ ও অসংখ্য মহিলার ব্যক্তিগত মুহূর্তের ছবি পাওয়া গেছে । বিশালের বন্ধু সুমন মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তার দুই
66 মহিলাকে ধর্ষণ
author img

By

Published : Feb 22, 2021, 7:30 AM IST

চুঁচুড়া, 22 ফেব্রুয়ারি : ফিডব্যাকের নামে ফোন নম্বর আদায় । এরপর আলাপ জমিয়ে ভিডিয়ো কল । একান্ত মুহূর্তে ভিডিয়ো কল এবং সেই ছবি তুলে রাখা, পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল একটি অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় দুই যুবকের বিরুদ্ধে । চুঁচু্ড়া আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের ।

ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা নামে ওই যুবক এক অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় । অভিযোগ, সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে ফিডব্যাক দেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নিতেন তিনি । ফোনে বিভিন্ন মেসেজ পাঠিয়ে শুরু হত আলাপ । বাড়ত বন্ধুত্ব, আলাপচারিতা । এরপর ভিডিয়ো কল, এবং সেই ভিডিয়ো কলে একান্ত মুহূর্ত কাটানো । সেই সব মুহূর্তের ছবি তুলে রাখতেন ফোনে । সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন । বাড়িতে ডেকে ধর্ষণ করতেন বলে অভিযোগ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিশালের বিরুদ্ধে । এছাড়াও বন্দুক দেখিয়ে মহিলাদের থেকে গহনা হাতানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । বিশালের সঙ্গে এই অপরাধে নাম জড়ায় বন্ধু সুমনেরও । পেশায় রঙ মিস্ত্রী সুমনেরও বাড়ি কেওটাতেই ।

একাধিক অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত নামে চুঁচুড়া থানার পুলিশ । শনিবার রাতে ত্রিকোন পার্কে বিশাল বর্মার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারের সময়ও তিনি এক মহিলার সঙ্গে ছিলেন । পুলিশ ওই মহিলাকে জেরা করে জানতে পারেন, একই ভাবে ভয় দেখিয়ে অন্যায় সুযোগ নিচ্ছিলেন বিশাল । বিশালের বাড়ি তল্লাশি করে মোবাইল, বেশ কিছু চিপ ও অসংখ্য মহিলার ব্যক্তগত মুহূর্তের ছবি পাওয়া গেছে । ছবি দেখেই বিশালের বন্ধু সুমন মণ্ডলের কথা জানতে পারে তদন্তকারীরা । পরে তাঁকেও গ্রেপ্তার করা হয় । দু'জনকেই চুঁচু্ড়া আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

আরও পড়ুন : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

জানা গিয়েছে, বিশালের বন্ধু সুমন চার মাস আগে বিবাহ করেছেন । স্বামী গ্রেপ্তারির খবর শুনে গর্ভবতী স্ত্রী, শাশুড়িকে নিয়ে থানায় আসেন । সুমনের মা জানান, তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না । আয়ার কাজ করায় তেমন বেশি সময় বাড়িতে থাকতেন না তিনি । বিশালের পাল্লায় পড়েই ছেলে এই কাজ করেছে বলেও অভিযোগ তাঁর । তবে ছেলের দোষ করলে শাস্তি হোক চান মা ।

চুঁচুড়া, 22 ফেব্রুয়ারি : ফিডব্যাকের নামে ফোন নম্বর আদায় । এরপর আলাপ জমিয়ে ভিডিয়ো কল । একান্ত মুহূর্তে ভিডিয়ো কল এবং সেই ছবি তুলে রাখা, পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল একটি অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় দুই যুবকের বিরুদ্ধে । চুঁচু্ড়া আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের ।

ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা নামে ওই যুবক এক অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি বয় । অভিযোগ, সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে ফিডব্যাক দেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নিতেন তিনি । ফোনে বিভিন্ন মেসেজ পাঠিয়ে শুরু হত আলাপ । বাড়ত বন্ধুত্ব, আলাপচারিতা । এরপর ভিডিয়ো কল, এবং সেই ভিডিয়ো কলে একান্ত মুহূর্ত কাটানো । সেই সব মুহূর্তের ছবি তুলে রাখতেন ফোনে । সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন । বাড়িতে ডেকে ধর্ষণ করতেন বলে অভিযোগ । এমনভাবে 66 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিশালের বিরুদ্ধে । এছাড়াও বন্দুক দেখিয়ে মহিলাদের থেকে গহনা হাতানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । বিশালের সঙ্গে এই অপরাধে নাম জড়ায় বন্ধু সুমনেরও । পেশায় রঙ মিস্ত্রী সুমনেরও বাড়ি কেওটাতেই ।

একাধিক অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত নামে চুঁচুড়া থানার পুলিশ । শনিবার রাতে ত্রিকোন পার্কে বিশাল বর্মার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারের সময়ও তিনি এক মহিলার সঙ্গে ছিলেন । পুলিশ ওই মহিলাকে জেরা করে জানতে পারেন, একই ভাবে ভয় দেখিয়ে অন্যায় সুযোগ নিচ্ছিলেন বিশাল । বিশালের বাড়ি তল্লাশি করে মোবাইল, বেশ কিছু চিপ ও অসংখ্য মহিলার ব্যক্তগত মুহূর্তের ছবি পাওয়া গেছে । ছবি দেখেই বিশালের বন্ধু সুমন মণ্ডলের কথা জানতে পারে তদন্তকারীরা । পরে তাঁকেও গ্রেপ্তার করা হয় । দু'জনকেই চুঁচু্ড়া আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

আরও পড়ুন : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

জানা গিয়েছে, বিশালের বন্ধু সুমন চার মাস আগে বিবাহ করেছেন । স্বামী গ্রেপ্তারির খবর শুনে গর্ভবতী স্ত্রী, শাশুড়িকে নিয়ে থানায় আসেন । সুমনের মা জানান, তাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না । আয়ার কাজ করায় তেমন বেশি সময় বাড়িতে থাকতেন না তিনি । বিশালের পাল্লায় পড়েই ছেলে এই কাজ করেছে বলেও অভিযোগ তাঁর । তবে ছেলের দোষ করলে শাস্তি হোক চান মা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.