ETV Bharat / state

খানাকুলে উদ্ধার তৃণমূল সমর্থকের রক্তাক্ত মৃতদেহ - কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের ময়াল এলাকা

আজ ভোরে দ্বারকেশ্বর নদের পাড়ে বাঁশবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় সুচাঁদ জানার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । ঘটনাস্থান থেকে কিছুটা দূরে মৃত ব্যক্তির বাড়ি । তাঁকে খুন করা হয়েছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ।

dead body of Trinamool supporters recovered in Khanakul
তৃণমূল সমর্থকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার খানাকুলে
author img

By

Published : Dec 24, 2020, 4:12 PM IST

খানাকুল, 24 ডিসেম্বর : খানাকুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের ময়াল এলাকায় উদ্ধার হল এক তৃণমূল সমর্থকের রক্তাক্ত মৃতদেহ । মৃত ব্যক্তির নাম সুচাঁদ জানা । বয়স 33 বছর । যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

আজ ভোরে দ্বারকেশ্বর নদের পাড়ে বাঁশবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল সমর্থকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । ঘটনাস্থান থেকে কিছুটা দূরে মৃত ব্যক্তির বাড়ি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, তাঁদের কর্মী সুচাঁদকে খুন করা হয়েছে । তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন,"সুচাঁদ আমাদের সমর্থক । আমরা পরিবারের পাশে আছি । আমরা চাই সঠিক তদন্ত হোক ।"

মৃতের ভাই অনুপ জানা বলেন,"মাল পাড়ায় দ্বারকেশ্বর নদের ধারে বাঁশবাগানে সুচাঁদের মাথায় আঘাত করে খুন করেছে । কী কারণে খুন সেটা পরিষ্কার নয় । আমরা চাই যারা আমার দাদাকে খুন করেছে তাদের শাস্তি হোক ।"

খানাকুল, 24 ডিসেম্বর : খানাকুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের ময়াল এলাকায় উদ্ধার হল এক তৃণমূল সমর্থকের রক্তাক্ত মৃতদেহ । মৃত ব্যক্তির নাম সুচাঁদ জানা । বয়স 33 বছর । যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

আজ ভোরে দ্বারকেশ্বর নদের পাড়ে বাঁশবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল সমর্থকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । ঘটনাস্থান থেকে কিছুটা দূরে মৃত ব্যক্তির বাড়ি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, তাঁদের কর্মী সুচাঁদকে খুন করা হয়েছে । তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন,"সুচাঁদ আমাদের সমর্থক । আমরা পরিবারের পাশে আছি । আমরা চাই সঠিক তদন্ত হোক ।"

মৃতের ভাই অনুপ জানা বলেন,"মাল পাড়ায় দ্বারকেশ্বর নদের ধারে বাঁশবাগানে সুচাঁদের মাথায় আঘাত করে খুন করেছে । কী কারণে খুন সেটা পরিষ্কার নয় । আমরা চাই যারা আমার দাদাকে খুন করেছে তাদের শাস্তি হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.