ETV Bharat / state

19 রকমের পদ সাজিয়ে লোকালের কামরায় বন্ধুকে আইবুড়ো ভাত নিত্যযাত্রীদের - আইবুড়ো ভাত

'Aiburobhat' in Tarakeswar Local Train: বেলুন, ফুলে সাজানো ট্রেনের কামরা ৷ সামনে 19 রকমের খাবারের পদ ৷ ধুতি, পাঞ্জাবিতে সাজিয়ে বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়ালেন নিত্যযাত্রীরা ৷

aiburobhat in Tarakeswar Local Train
ট্রেনের কামরায় আইবুড়ো ভাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:21 PM IST

তারকেশ্বর লোকালের কামরায় বন্ধুকে আইবুড়ো ভাত নিত্যযাত্রীদের

তারকেশ্বর, 10 নভেম্বর: ট্রেনের কামরায় যুবকের অভিনব আইবুড়ো ভাত ৷ আয়োজক নিত্যদিনের সঙ্গী যাত্রীরা ৷ অতনু শাসমলকে এক দুই নয়, 19টা পদ পাত পেড়ে খাওয়ালেন বন্ধুরা ৷ সঙ্গে ছিল নাচ-গান, উলু-ধ্বনি ৷ ছবিটি শনিবার তারকেশ্বর লোকালের ৷ ইতিমধ্যে আইবুড়ো ভাতের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, অতনু একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন ৷ বাড়ি বাহিরখণ্ডে ৷ কর্মসূত্রেই তাঁকে রোজ হাওড়া-তারকেশ্বর লোকালে যাতায়াত করতে হয় ৷ একই ট্রেনে রোজ আসা-যাওয়ার পথেই তাই ট্রেনের কামরাও যেন হয়ে উঠেছে তাঁর দ্বিতীয় বাড়ি ৷ আর নিত্যদিনের যাতায়াতের সঙ্গীরা বয়স নির্বিশেষে হয়ে উঠেছেন বন্ধু ৷ তাই অতনুর শুভ দিনে অন্যান্যরা সারপ্রাইজ দেবে না তা কখনও হয় নাকি? নিত্যদিনের সঙ্গীরা তাই অতনুকে দিলেন বিয়ের আগে অভিনব উপহার ৷ ট্রেনের ভেন্ডারের কামরায় ফুল, বেলুন দিয়ে সাজিয়ে আয়োজন করে ফেললেন আইবুড়ো ভাতের ৷ নিত্যদিনের যাত্রী বন্ধুকে ধুতি, পাঞ্জাবি পরিয়ে সামনে দেওয়া হল 19 রকমের পদ ৷ এই অভিনব উদ্যোগ দেখে হতবাক ট্রেনের বাকি যাত্রীরা ।

এ দিন সানাইয়ের শব্দে লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় যেন বিয়ে বাড়ির পরিবেশ । এই আয়োজন দেখে আপ্লুত অতনুও । শনিবার সকাল 9টা 32মিনিটের ডাউন হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনে এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকে সকলে । অতনুর ট্রেনের বন্ধু পিন্টু, সঞ্জয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক-সহ বেশ কিছু যাত্রীরা এই আইবুড়ো ভাতের আয়োজন করেন ।

aiburobhat in Tarakeswar Local Train
19 রকমের খাবারের পদ দিয়ে আইবুড়ো ভাত ট্রেনে

আগামী 15 ডিসেম্বর হরিপাল নিবাসী উর্মিলার সঙ্গে অতনুর বিয়ে। লোকাল ট্রেনের বন্ধুদের নিমন্ত্রণ করেছেন হবু বর । অতনু খেতে খেতেই বলেন, "আমার মুখে কোনও ভাষা নেই ৷ এত আনন্দ পেয়েছি, খুশি হয়েছি বলে বোঝাতে পারব না ৷ সত্যি এই আয়োজন চমৎকার ৷ আমার ভাগ্যে সকলের যে এত ভালোবাসা ছিল আমি জানতাম না ৷ সকলকে আমার বিয়েতে আসার জন্য অনুরোধ করব ৷" নিত্যযাত্রী বন্ধু মিলনকান্তি দাস বলেন, "অতনুকে আগেই বলেছিলাম সারপ্রাইজ গিফট দেব । তাই আমাদের মধ্যে একজন দায়িত্ব নিয়ে বাড়ি থেকেই ভাত, মাছ, মাংস রান্না করে আনে ৷ আর ট্রেনেই মধ্যেই আমরা এই আইবুড়ো ভাতের ব্যবস্থা করি । আগামিদিনে আরেকজনের বিয়ে আছে তাঁকেও এভাবে আইবুড়ো ভাত খাওয়াব আমরা ।"

আরও পড়ুন:

  1. পঞ্চায়েত অফিসে উপ-প্রধানের আইবুড়ো ভাত ! ভাইরাল ভিডিয়ো
  2. ঠিক যেন দামোদর শেঠ ! এক নিমেষে সাবাড় 2 কিলো চালের ভাত
  3. ট্রেনের বগিতে রেস্টুরেন্ট, নিজামের শহরে প্রথম চলমান রেস্তোরাঁ

তারকেশ্বর লোকালের কামরায় বন্ধুকে আইবুড়ো ভাত নিত্যযাত্রীদের

তারকেশ্বর, 10 নভেম্বর: ট্রেনের কামরায় যুবকের অভিনব আইবুড়ো ভাত ৷ আয়োজক নিত্যদিনের সঙ্গী যাত্রীরা ৷ অতনু শাসমলকে এক দুই নয়, 19টা পদ পাত পেড়ে খাওয়ালেন বন্ধুরা ৷ সঙ্গে ছিল নাচ-গান, উলু-ধ্বনি ৷ ছবিটি শনিবার তারকেশ্বর লোকালের ৷ ইতিমধ্যে আইবুড়ো ভাতের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, অতনু একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন ৷ বাড়ি বাহিরখণ্ডে ৷ কর্মসূত্রেই তাঁকে রোজ হাওড়া-তারকেশ্বর লোকালে যাতায়াত করতে হয় ৷ একই ট্রেনে রোজ আসা-যাওয়ার পথেই তাই ট্রেনের কামরাও যেন হয়ে উঠেছে তাঁর দ্বিতীয় বাড়ি ৷ আর নিত্যদিনের যাতায়াতের সঙ্গীরা বয়স নির্বিশেষে হয়ে উঠেছেন বন্ধু ৷ তাই অতনুর শুভ দিনে অন্যান্যরা সারপ্রাইজ দেবে না তা কখনও হয় নাকি? নিত্যদিনের সঙ্গীরা তাই অতনুকে দিলেন বিয়ের আগে অভিনব উপহার ৷ ট্রেনের ভেন্ডারের কামরায় ফুল, বেলুন দিয়ে সাজিয়ে আয়োজন করে ফেললেন আইবুড়ো ভাতের ৷ নিত্যদিনের যাত্রী বন্ধুকে ধুতি, পাঞ্জাবি পরিয়ে সামনে দেওয়া হল 19 রকমের পদ ৷ এই অভিনব উদ্যোগ দেখে হতবাক ট্রেনের বাকি যাত্রীরা ।

এ দিন সানাইয়ের শব্দে লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় যেন বিয়ে বাড়ির পরিবেশ । এই আয়োজন দেখে আপ্লুত অতনুও । শনিবার সকাল 9টা 32মিনিটের ডাউন হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনে এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকে সকলে । অতনুর ট্রেনের বন্ধু পিন্টু, সঞ্জয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক-সহ বেশ কিছু যাত্রীরা এই আইবুড়ো ভাতের আয়োজন করেন ।

aiburobhat in Tarakeswar Local Train
19 রকমের খাবারের পদ দিয়ে আইবুড়ো ভাত ট্রেনে

আগামী 15 ডিসেম্বর হরিপাল নিবাসী উর্মিলার সঙ্গে অতনুর বিয়ে। লোকাল ট্রেনের বন্ধুদের নিমন্ত্রণ করেছেন হবু বর । অতনু খেতে খেতেই বলেন, "আমার মুখে কোনও ভাষা নেই ৷ এত আনন্দ পেয়েছি, খুশি হয়েছি বলে বোঝাতে পারব না ৷ সত্যি এই আয়োজন চমৎকার ৷ আমার ভাগ্যে সকলের যে এত ভালোবাসা ছিল আমি জানতাম না ৷ সকলকে আমার বিয়েতে আসার জন্য অনুরোধ করব ৷" নিত্যযাত্রী বন্ধু মিলনকান্তি দাস বলেন, "অতনুকে আগেই বলেছিলাম সারপ্রাইজ গিফট দেব । তাই আমাদের মধ্যে একজন দায়িত্ব নিয়ে বাড়ি থেকেই ভাত, মাছ, মাংস রান্না করে আনে ৷ আর ট্রেনেই মধ্যেই আমরা এই আইবুড়ো ভাতের ব্যবস্থা করি । আগামিদিনে আরেকজনের বিয়ে আছে তাঁকেও এভাবে আইবুড়ো ভাত খাওয়াব আমরা ।"

আরও পড়ুন:

  1. পঞ্চায়েত অফিসে উপ-প্রধানের আইবুড়ো ভাত ! ভাইরাল ভিডিয়ো
  2. ঠিক যেন দামোদর শেঠ ! এক নিমেষে সাবাড় 2 কিলো চালের ভাত
  3. ট্রেনের বগিতে রেস্টুরেন্ট, নিজামের শহরে প্রথম চলমান রেস্তোরাঁ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.