ETV Bharat / state

Cycle Yatra for Bengali language: বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিতে হুগলি থেকে বাংলাদেশ যাত্রা 8 সাইক্লিস্টের

আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা উদযাপনের দিন ৷ 7 দিন পর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ এই দিনে বাংলাদেশে ভাষা শহিদ মঞ্চে উপস্থিত থাকবেন হুগলির 8 সাইক্লিস্ট ৷ আজ তাঁরা হুগলির চনন্দনগরপ বাসস্ট্যান্ড থেকে সাইকেলে যাত্রা শুরু করলেন (Cycle Yatra for Bengali language) ৷ উদ্দেশ্য বাঙালির কাছে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা ৷ ভাষার মাধ্যমে ভারত-বাংলাদেশ মৈত্রীকে আরও মজবুত করা ৷

Cycle Yatra for Bengali language ETV BHARAT
Cycle Yatra for Bengali language
author img

By

Published : Feb 14, 2023, 9:27 PM IST

Updated : Feb 15, 2023, 4:17 PM IST

বাংলাদেশ যাত্রা 8 সাইক্লিস্টের

হুগলি, 14 ফেব্রুয়ারি: আজ সমগ্র বিশ্বে ভালোবাসাকে উদযাপন করা হচ্ছে ৷ বলা হয় ভালোবাসার কোনও সংজ্ঞা হয় না ৷ তাই ভালোবাসা শুধুই যে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর হতে হবে, তা নয় ৷ এমনই এক ভালোবাসা নিজের মাতৃভাষা বাংলার প্রতি ৷ বিশেষ এই এদিনটিতে বাংলা ভাষার প্রতি নিজেদের ভালোবাসা উজার করে দিতে এবং বাঙালির মাতৃভাষার সমৃদ্ধির লক্ষ্যে সাইকেল নিয়ে বাংলাদেশ যাত্রা করলেন 8 সাইক্লিস্ট (Cycle Yatra by 8 Cyclists from Hooghly to Bangladesh) ৷ যে সাইক্লিস্ট গ্রুপে রয়েছেন 5 স্কুল শিক্ষক ৷ মঙ্গলবার হুগলির চন্দননগর বাসস্ট্যান্ড থেকে তাঁরা এই যাত্রা শুরু করেছেন ৷

এই সাইক্লিস্ট গ্রুপের সদস্য হলেন, সিঙ্গুর মহামায়া স্কুলের শিক্ষক শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী মহুয়া বন্দ্যোপাধ্যায়, প্রণব কুমার মাঝি, শ্রীকান্ত মণ্ডল, প্রসেনজিৎ সরকার, রমজামন আলি, সত্যব্রত ভাণ্ডারী এবং অঞ্জন কুমার দাস ৷ আজ তাঁরা সকলে মিলে সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ৷ উদ্দেশ্য বাংলা ভাষাকে আরও প্রচলিত করার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মৈত্রী ও সম্প্রীতি আরও বাড়ানো ৷ চন্দননগর বাসস্ট্যান্ডে ভাষা শহিদ বেদীতে শ্রদ্ধা জানান তাঁরা ৷ এই 8 সাইক্লিস্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৷ তাঁদের যাত্রার শুভ সূচনা করেছেন এভারেস্টজয়ী বাঙালি হুগলির পিয়ালী বসাক ৷

19 ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশে পৌঁছবেন ৷ আর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার ভাষা শহিদ মঞ্চে উপস্থিত থাকবেন তাঁরা ৷ বাংলা ভাষার সমৃদ্ধি এবং ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও সুমধূর করে তোলাই তাঁদের লক্ষ্য ৷ প্রসঙ্গত, মাতৃভাষার স্বীকৃতির জন্য পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্র রফিক, সালাম, বরকত এবং জব্বররা ৷ মাতৃভাষার স্বীকৃতির জন্য তাঁদের সেই লড়াইকে শ্রদ্ধা জানিয়ে 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্র সংঘ ৷

ভালোবাসার দিনের ঠিক 7 দিনের মাথায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ যে ভাষার স্বীকৃতির দাবিতে এই দিনটি বিশেষত্ব লাভ করেছে, সেই ভাষাকে আরও প্রচলিত করাই উদ্দেশ্য তাঁদের হুগলির শৈবাল বন্দ্যোপাধ্যায়, মহুয়া বন্দ্যোপাধ্যায়, প্রণব কুমার মাঝি, শ্রীকান্ত মণ্ডল, প্রসেনজিৎ সরকারদের ৷ পাঁচদিন সাইকেল চালিয়ে ভারতের রাণাঘাট, গেঁদে, চুঁয়াডাঙা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হবেন তাঁরা ৷ এরপর 19 ফেব্রুয়ারি বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, কাশিনাথপুর, মানিকগঞ্জ হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছবেন এই 8 সাইক্লিস্ট ৷

আরও পড়ুন: ভালোবাসার রঙ নাকি লাল ! কেন জানেন ?

এদিন তাঁদের এই যাত্রার সূচনা করেন এভারেস্টজয়ী পিয়ালী বসাক ৷ তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দননগর থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে যাচ্ছেন আটজন ৷ দুই দেশের মধ্যে মৈত্রী এবং সু-সম্পর্ক গড়ে তোলা তাঁদের উদ্দেশ্য ৷ ওনাদের দলে একজন মহিলাও রয়েছেন ৷ মহিলারাও কোন বিষয়ে পিছিয়ে নেই ৷ সমস্ত রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের দেশে অনেক এগিয়ে গেছে ৷ অ্যাডভেঞ্চার স্পোর্টস করা ভালো, কারণ এতে শারীরিক ও মানসিকভাবে শক্তি পাওয়া যায় ৷’’

এই গ্রুপের 8 জন সদস্যের মধ্যে রয়েছেন সিঙ্গুর মহামায়া স্কুলের শিক্ষক শৈবাল বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তিনবার সাইকেল নিয়ে যাত্রা করেছিলেন ৷ কিন্তু, এভাবে দলগতভাবে যাত্রা এই প্রথম তাঁদের সবার ৷ তিনি জানান, একই স্কুলের পাঁচজন শিক্ষক ভাষা দিবস উপলক্ষে যাত্রা শুরু করেছেন ৷ তাঁদের উদ্দেশ্য সমাজকে এক নতুন দিশা দেখানো ৷ শিক্ষক-ছাত্র ঐক্য আরও সুদৃঢ় করা ৷

শৈবাল বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে জানান, বাংলা ভাষার বদলে অন্য ভাষাকে প্রাধান্য দিচ্ছে বাঙালি ৷ তাই ভাষা দিবসকে সম্মান জানাচ্ছি আমরা ৷ চাই মানুষে-মানুষে ঐক্য গড়ে উঠুক, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হোক ৷ মোটরবাইক বা অন্যান্য গাড়ি দূষণ ছড়াবে ৷ তাই দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল নিয়ে এই যাত্রা ৷

ওই গ্রুপের সদস্য মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, এত দূরে সাইকেল চালিয়ে যাওয়ার জন্য তাঁরা নিয়মিত অনুশীলন করেছিলেন ৷ একমাস ধরে 20-25 কিলোমিটার করে সাইকেল চালিয়েছেন সকলে ৷ জানিয়েছেন, ঠিকঠাকভাবে সফর করতে পারলে 6 দিনে বাংলাদেশ পৌঁছে যাবেন তাঁরা ৷ এর আগেই তাঁরা বাংলাদেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন মহুয়া বন্দ্যোপাধ্যায় ৷

বাংলাদেশ যাত্রা 8 সাইক্লিস্টের

হুগলি, 14 ফেব্রুয়ারি: আজ সমগ্র বিশ্বে ভালোবাসাকে উদযাপন করা হচ্ছে ৷ বলা হয় ভালোবাসার কোনও সংজ্ঞা হয় না ৷ তাই ভালোবাসা শুধুই যে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর হতে হবে, তা নয় ৷ এমনই এক ভালোবাসা নিজের মাতৃভাষা বাংলার প্রতি ৷ বিশেষ এই এদিনটিতে বাংলা ভাষার প্রতি নিজেদের ভালোবাসা উজার করে দিতে এবং বাঙালির মাতৃভাষার সমৃদ্ধির লক্ষ্যে সাইকেল নিয়ে বাংলাদেশ যাত্রা করলেন 8 সাইক্লিস্ট (Cycle Yatra by 8 Cyclists from Hooghly to Bangladesh) ৷ যে সাইক্লিস্ট গ্রুপে রয়েছেন 5 স্কুল শিক্ষক ৷ মঙ্গলবার হুগলির চন্দননগর বাসস্ট্যান্ড থেকে তাঁরা এই যাত্রা শুরু করেছেন ৷

এই সাইক্লিস্ট গ্রুপের সদস্য হলেন, সিঙ্গুর মহামায়া স্কুলের শিক্ষক শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী মহুয়া বন্দ্যোপাধ্যায়, প্রণব কুমার মাঝি, শ্রীকান্ত মণ্ডল, প্রসেনজিৎ সরকার, রমজামন আলি, সত্যব্রত ভাণ্ডারী এবং অঞ্জন কুমার দাস ৷ আজ তাঁরা সকলে মিলে সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ৷ উদ্দেশ্য বাংলা ভাষাকে আরও প্রচলিত করার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মৈত্রী ও সম্প্রীতি আরও বাড়ানো ৷ চন্দননগর বাসস্ট্যান্ডে ভাষা শহিদ বেদীতে শ্রদ্ধা জানান তাঁরা ৷ এই 8 সাইক্লিস্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৷ তাঁদের যাত্রার শুভ সূচনা করেছেন এভারেস্টজয়ী বাঙালি হুগলির পিয়ালী বসাক ৷

19 ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশে পৌঁছবেন ৷ আর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার ভাষা শহিদ মঞ্চে উপস্থিত থাকবেন তাঁরা ৷ বাংলা ভাষার সমৃদ্ধি এবং ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও সুমধূর করে তোলাই তাঁদের লক্ষ্য ৷ প্রসঙ্গত, মাতৃভাষার স্বীকৃতির জন্য পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্র রফিক, সালাম, বরকত এবং জব্বররা ৷ মাতৃভাষার স্বীকৃতির জন্য তাঁদের সেই লড়াইকে শ্রদ্ধা জানিয়ে 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্র সংঘ ৷

ভালোবাসার দিনের ঠিক 7 দিনের মাথায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ যে ভাষার স্বীকৃতির দাবিতে এই দিনটি বিশেষত্ব লাভ করেছে, সেই ভাষাকে আরও প্রচলিত করাই উদ্দেশ্য তাঁদের হুগলির শৈবাল বন্দ্যোপাধ্যায়, মহুয়া বন্দ্যোপাধ্যায়, প্রণব কুমার মাঝি, শ্রীকান্ত মণ্ডল, প্রসেনজিৎ সরকারদের ৷ পাঁচদিন সাইকেল চালিয়ে ভারতের রাণাঘাট, গেঁদে, চুঁয়াডাঙা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হবেন তাঁরা ৷ এরপর 19 ফেব্রুয়ারি বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, কাশিনাথপুর, মানিকগঞ্জ হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছবেন এই 8 সাইক্লিস্ট ৷

আরও পড়ুন: ভালোবাসার রঙ নাকি লাল ! কেন জানেন ?

এদিন তাঁদের এই যাত্রার সূচনা করেন এভারেস্টজয়ী পিয়ালী বসাক ৷ তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দননগর থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে যাচ্ছেন আটজন ৷ দুই দেশের মধ্যে মৈত্রী এবং সু-সম্পর্ক গড়ে তোলা তাঁদের উদ্দেশ্য ৷ ওনাদের দলে একজন মহিলাও রয়েছেন ৷ মহিলারাও কোন বিষয়ে পিছিয়ে নেই ৷ সমস্ত রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের দেশে অনেক এগিয়ে গেছে ৷ অ্যাডভেঞ্চার স্পোর্টস করা ভালো, কারণ এতে শারীরিক ও মানসিকভাবে শক্তি পাওয়া যায় ৷’’

এই গ্রুপের 8 জন সদস্যের মধ্যে রয়েছেন সিঙ্গুর মহামায়া স্কুলের শিক্ষক শৈবাল বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তিনবার সাইকেল নিয়ে যাত্রা করেছিলেন ৷ কিন্তু, এভাবে দলগতভাবে যাত্রা এই প্রথম তাঁদের সবার ৷ তিনি জানান, একই স্কুলের পাঁচজন শিক্ষক ভাষা দিবস উপলক্ষে যাত্রা শুরু করেছেন ৷ তাঁদের উদ্দেশ্য সমাজকে এক নতুন দিশা দেখানো ৷ শিক্ষক-ছাত্র ঐক্য আরও সুদৃঢ় করা ৷

শৈবাল বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে জানান, বাংলা ভাষার বদলে অন্য ভাষাকে প্রাধান্য দিচ্ছে বাঙালি ৷ তাই ভাষা দিবসকে সম্মান জানাচ্ছি আমরা ৷ চাই মানুষে-মানুষে ঐক্য গড়ে উঠুক, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হোক ৷ মোটরবাইক বা অন্যান্য গাড়ি দূষণ ছড়াবে ৷ তাই দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল নিয়ে এই যাত্রা ৷

ওই গ্রুপের সদস্য মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, এত দূরে সাইকেল চালিয়ে যাওয়ার জন্য তাঁরা নিয়মিত অনুশীলন করেছিলেন ৷ একমাস ধরে 20-25 কিলোমিটার করে সাইকেল চালিয়েছেন সকলে ৷ জানিয়েছেন, ঠিকঠাকভাবে সফর করতে পারলে 6 দিনে বাংলাদেশ পৌঁছে যাবেন তাঁরা ৷ এর আগেই তাঁরা বাংলাদেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন মহুয়া বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Feb 15, 2023, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.