কামারপুকুর/কাশীপুর, 1 জানুয়ারি: ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আজ রাজ্যের বিভিন্ন অংশে পালিত হচ্ছে কল্পতরু উৎসব ৷ কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের মতোই প্রতিবারের প্রথা মেনে উৎসবের আয়োজন করা হয়েছে কামারপুকুরেও ৷
প্রতিটি জায়গাতেই সকাল থেকে ধরা পড়েছে ভক্তদের লম্বা লাইন ৷ ভোররাত থেকে লাইন দিয়েছেন অনেকে ৷ আরামবাগের কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভোরবেলা থেকেই মঙ্গল আরতির মাধ্যমে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞ শুরু হয়েছে ৷ কল্পতরু উৎসব উপলক্ষে বাইরে থেকেও ভক্তের ঢল নেমেছে রামকৃষ্ণের জন্মভূমিতে । মহাসমারোহে পালন করা হচ্ছে কল্পতরু উৎসব ।
কামারপুকুরে ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে নাম সংকীর্তন সহযোগে গোটা কামারপুকুরে প্রদক্ষিণ করছেন । বছরের প্রথম দিনটা ভক্তরা তাঁদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে গিয়েছেন । কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকেত্তরানন্দ বলেন, কাশীপুর উদ্যানবাটীতে যখন ঠাকুর রামকৃষ্ণ ছিলেন, তখন গিরীশ ঘোষ-সহ অন্যান্য ভক্তদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষলাভ করার আশীর্বাদ করেন রামকৃষ্ণদেব । তিনি সে দিন কল্পতরু হয়ে গিয়েছিলেন । সেই ধারা বজায় রেখেই আজও কল্পতরু বৃক্ষের নীচে দাঁড়িয়ে যে যা চান, তাই পেয়ে যান বলে মানুষের বিশ্বাস ।
মহারাজ আরও বলেন, "একটি বইয়ে লেখা থেকে আমরা জানতে পারি, ঠাকুর রামকৃষ্ণ কেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন । সে দিন রামকৃষ্ণদেবের আত্মপ্রকাশ ঘটে । তিনি সে দিন সকলকে অভয় প্রদান করেছিলেন । ভোরবেলা মঙ্গল আরতি শুরু হয়েছে । আজ সারাদিন বেদ, গীতা, চণ্ডীপাঠ, ভজন ও শ্রীরামকৃষ্ণদেবের জীবন নিয়ে আলোচনা হবে ।
আজ একই ছবি ধরা পড়েছে কাশীপুর উদ্যানবাটীতে ৷ কল্পতরু উৎসবে যোগ দিতে ভোর না হতেই ভিড় জমাতে শুরু করেন ভক্তরা ৷ লম্বা লাইন দিয়ে পুজো দেন তাঁরা ৷
আরও পড়ুন:
বছরের শুরুর দিন থেকে বদলে গেল তারাপীঠের পুজো দেওয়ার নিয়ম, জানুন বিস্তারিত
5 বছর বয়সি, 51 ইঞ্চি লম্বা রামলালার মূর্তি বসছে অযোধ্যার মন্দিরে, বড় ঘোষণা ট্রাস্টের