চন্দননগর, 23 মার্চ : সরকারি নির্দেশিকা সত্ত্বেও অনেককে একসঙ্গে জড়ো হয়ে হুগলির বিভিন্ন স্কুলে মিড ডে মিলের চাল নিতে দেখা গেল ৷ চন্দননগর বঙ্গ বিদ্যালয় স্কুলের পড়ুয়াদের মাথাপিছু দু'কিলো চাল এবং দু'কিলো আলু দেওয়া হয় । আর সেখানে কোনও সরকারি নিয়মের তোয়াক্কা না করেই একাধিক অভিভাবককে লাইনে দাঁড়িয়ে চাল, আলু নিতে দেখা গেল । যেখানে সাতজনের বেশি একসঙ্গে এক জায়গায় থাকার কথা নয়, সেখানে কীভাবে স্কুলগুলি এভাবে মিড ডে মিল বিলি করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আজ জেলার একাধিক স্কুলে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মিড ডে মিলের চাল ও আলু দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ সরস্বতী বারুই নামে এক অভিভাবক বলেন, "স্কুল থেকে আলাদা করে মিড ডে মিলের চাল, আলু দেওয়ার ব্যবস্থা করা হয়নি । একসঙ্গে লাইনে দাঁড়ানো ছাড়া আমাদের কোনও উপায় নেই ।" অনেক জায়গায় অভিভাবকদের পরিবর্তে পড়ুয়ারা চাল নিতে যায় ৷ এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সরস্বতীদেবী বলেন, "শিক্ষকরা বার বার বলে দিয়েছিলেন যাতে পড়ুয়ারা স্কুলে না আসে । তাও এসেছে ৷ কী করা যাবে ?"