হুগলি, 15 নভেম্বর: একাধিক ইস্য়ুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপিকে (BJP) নিশানা করলেন সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ মঙ্গলবার তিনি হাজির হয়েছিলেন হুগলির হিন্দমোটরে ৷ সেখানে এসএফআই-এর (SFI) সভা থেকে তিনি তৃণমূল ও বিজেপির সমালোচনায় সরব হন ৷
তিনি বীরভূমের সাঁইথিয়ার প্রসঙ্গ টেনে তোলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা ৷ তাঁর দাবি, ‘‘তৃণমূলের দুই গোষ্ঠী, কার ক্ষমতা বেশি হবে । লুট দখলদারী কে বেশি করবে, তাই নিয়ে পারস্পরিক দ্বৈরথ, মারামারি ৷ এমন পরিস্থিতি হয়েছে । একজনের পা চলে গিয়েছে ৷ একজন নাবালক হাসপাতালে ভর্তি । মহিলারা পাড়া ছেড়ে চলে যাচ্ছেন । রাস্তায় বোমা পড়ে আছে ।’’
এর সঙ্গে সুজনের সংযোজন, ‘‘এ তো সাঁইথিয়ার চেহারা, পূর্ব বর্ধমান বাসন্তী কাঁকিনারা ও নৈহাটিতে একই অবস্থা চলছে ৷ সারা পশ্চিমবাংলা দুষ্কৃতীদের দখলে । দুষ্কৃতিরা মনে করছে, তাদের সরকার তাদের পুলিশ । দুষ্কৃতিরা মনে করছে, তাদের প্রতিনিধিরাই নবান্নে বসে আছে । পুলিশ দুষ্টুদের পাশে ৷ দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে । প্রশাসন ঠিক মতো কাজ করছে কি না সেটা দেখার । প্রশাসন ঠিক না হলে ভয়াবহ পরিস্থিতি হবে ।’’
এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) আক্রমণ করেন যাদবপুরের প্রাক্তন বিধায়ক ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন গুন্ডাদের কন্ট্রোল করি । দেখা যাচ্ছে এখন গুন্ডারা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে ।’’ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর আরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন কাটমানির কথা ৷ কিন্তু সেটা কোনও কাজ হয়নি । রাস্তা থেকে বাড়ি সব জায়গাতেই তো কাটমানি । কোনও একজন নেতা নাকি এই ইুস্যতে দল ছেড়েছেন সেটা ভাগ না পেয়ে কি না জানি না । তৃণমূলে একটাই কথা কাটমানি তুলছ তোলো, ভাগটা ঠিকঠাক করতে হবে 75-25 এর ।’’
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে যে বিক্ষোভ চলছে, তা নিয়ে সুজনের বক্তব্য, ‘‘বর্তমানে বিজেপি নেতা প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি শান্তিকুঞ্জে নাকি তৃণমূল বিক্ষোভ করছে । এসবের দরকার কী ? যে যার পার্টি অফিসে করলেই তো হয় । দিনের শেষে সবই তো এক । তৃণমূলে জিতে বিজেপি, বিজেপির হয়ে জিতে তৃণমূলের নেতা ৷ এই তো চলছে ।’’
একই সঙ্গে তিনি তৃণমূল ও বিজেপিকে একসুরে আক্রমণ করেন ৷ সুজনের বক্তব্য, ‘‘ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল বিজেপির পারস্পরিক দ্বৈরথ দেখা যাচ্ছে । কিন্তু সত্যিই কি জঙ্গলমহলের গরিব আদিবাসী মানুষগুলোর জন্য তৃণমূল, বিজেপির কোনও দায় আছে ? সারা দেশ এবং এরাজ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে ৷ কাজ নেই মানুষের হাতে । জঙ্গলমহলটাকে আসলে এরা দু’দলই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে চায় । যেমনভাবে উত্তরবঙ্গে গিয়ে করে ।’’
আরও পড়ুন: তৃণমূল ও কাটমানি সমার্থক শব্দ, বিদ্রুপ সুজনের; বিঁধলেন ফিরহাদকেও