ETV Bharat / state

ত্রাণ সংগ্রহে নেমে আক্রান্ত তারকেশ্বরের CPI(M) কর্মীরা ; অভিযুক্ত BJP

তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় বাড়ি বাড়ি CAA, NPR, NRC-এর বিরোধিতায় প্রচার এবং ত্রাণ সংগ্রহে বের হন CPI(M) কর্মীরা । অভিযোগ, সেখানে তাঁদের মারধর এবং ব্যানার লিফলেট ছিঁড়ে দেয় BJP আশ্রিত দুষ্কৃতীরা । তারকেশ্বর থানায় অভিযোগ জানালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ ।

author img

By

Published : Mar 8, 2020, 10:36 PM IST

relief fund collection of Delhi violence
দিল্লি হিংসার ঘটনায় ত্রাণ সংগ্রহে আক্রান্ত তারকেশ্বরের CPIM কর্মীরা

তারকেশ্বরে, 8 মার্চ : দিল্লিতে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহে বেরিয়ে আক্রান্ত CPI(M) কর্মীরা ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনাটি তারকেশ্বরের চাউলপট্টি এলাকার । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারকেশ্বর থানায় অভিযোগ জানাতে যান CPI(M) কর্মীরা ।

অভিযোগ, আজ সকালে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় বাড়ি বাড়ি CAA, NPR, NRC-এর বিরোধিতায় প্রচার এবং ত্রাণ সংগ্রহে বের হন CPI(M) কর্মীরা । সেখানে তাঁদের মারধর এবং ব্যানার লিফলেট ছিঁড়ে দেয় BJP আশ্রিত দুষ্কৃতীরা । বিনা বাধায় প্রচার ও নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারকেশ্বর থানায় দ্বারস্থ হন CPI(M) কর্মীরা । আরও অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরই তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় CPI(M) জ়োনাল অফিসে ভাঙচুর চালায় BJP ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ ।

দিল্লি হিংসার ঘটনায় ত্রাণ সংগ্রহে আক্রান্ত তারকেশ্বরের CPI(M) কর্মীরা

CPI(M) জেলা সম্পাদক স্নেহাসিস রায় জানান, আজ সকালে NPR-র বিরুদ্ধে বাড়ি বাড়ি লিফলেট বিলি করা হয় এবং দিল্লিতে RSS এবং BJP-র হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন । সেই সময় তারকেশ্বর চাউলপট্টি এলাকায় BJP আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে । তাঁদের লিফলেট ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় ।

BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, এই ঘটনার সাথে BJP-র কোনও কর্মী যুক্ত নয় । ওদের কৌটো নাড়ানো মানুষ মেনে নিতে পারেনি ৷ তাই, সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে । আর দিল্লির ঘটনায় বামপন্থীরা যুক্ত এটা সবাই জানে ।

তারকেশ্বরে, 8 মার্চ : দিল্লিতে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহে বেরিয়ে আক্রান্ত CPI(M) কর্মীরা ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনাটি তারকেশ্বরের চাউলপট্টি এলাকার । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারকেশ্বর থানায় অভিযোগ জানাতে যান CPI(M) কর্মীরা ।

অভিযোগ, আজ সকালে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় বাড়ি বাড়ি CAA, NPR, NRC-এর বিরোধিতায় প্রচার এবং ত্রাণ সংগ্রহে বের হন CPI(M) কর্মীরা । সেখানে তাঁদের মারধর এবং ব্যানার লিফলেট ছিঁড়ে দেয় BJP আশ্রিত দুষ্কৃতীরা । বিনা বাধায় প্রচার ও নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারকেশ্বর থানায় দ্বারস্থ হন CPI(M) কর্মীরা । আরও অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরই তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় CPI(M) জ়োনাল অফিসে ভাঙচুর চালায় BJP ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ ।

দিল্লি হিংসার ঘটনায় ত্রাণ সংগ্রহে আক্রান্ত তারকেশ্বরের CPI(M) কর্মীরা

CPI(M) জেলা সম্পাদক স্নেহাসিস রায় জানান, আজ সকালে NPR-র বিরুদ্ধে বাড়ি বাড়ি লিফলেট বিলি করা হয় এবং দিল্লিতে RSS এবং BJP-র হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন । সেই সময় তারকেশ্বর চাউলপট্টি এলাকায় BJP আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে । তাঁদের লিফলেট ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় ।

BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, এই ঘটনার সাথে BJP-র কোনও কর্মী যুক্ত নয় । ওদের কৌটো নাড়ানো মানুষ মেনে নিতে পারেনি ৷ তাই, সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে । আর দিল্লির ঘটনায় বামপন্থীরা যুক্ত এটা সবাই জানে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.