ETV Bharat / state

Couple Jumps into Ganges: বিয়ের দিন নিয়ে পরিবারের মতানৈক্য, গঙ্গায় ঝাঁপ যুগলের

দুই পক্ষ বিয়ের জন্য রাজি হলেও মেয়ের বাড়ি থেকে তড়িঘড়ি বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ এদিকে রমজান মাস চলায় এখনই বিয়ে দিতে চাননি যুবকের মা ৷ এই ঘটনাতেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুগল ৷ তরুণীকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ যুবক ৷

Couple Jumps into Ganges
নিখোঁজ যুবক
author img

By

Published : Apr 2, 2023, 6:19 PM IST

আত্মহত্যার চেষ্টা যুগলের

চুঁচুড়া, 2 এপ্রিল: দুই পরিবার মেনে নিলেও এই মাসেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তরুণীর পরিবার ৷ কিন্তু রমজান মাস চলায় যুবকের পরিবার এখনই বিয়েতে রাজি ছিল না ৷ এই ঘটনায় মানসিক অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুগল ৷ শনিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় ৷ এদিন জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেয় তারা ৷ তরুণীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও খোঁজ মেলেনি যুবকের । তল্লাশি চালাচ্ছে হুগলি জেলা বিপর্যয় মোকাবিলা দল ৷ জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম মহম্মদ মুক্তার ৷ বয়স 27 বছর ৷

জানা গিয়েছে, উত্তর 24 পরগনার জগদ্দল এলাকার বছর উনিশের তরুণীর সঙ্গে কয়েকমাস আগে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেখানকারই যুবক মহম্মদ মুক্তারের । এই সম্পর্কের কথা দুই পরিবারই জানত ৷ তাঁদের বিয়ের কথাও হয় ৷ কিন্তু তরুণীর পরিবারের তরফে এখনই বিয়ে করার বিষয়ে চাপ দেওয়া হয় ৷ কিন্তু রমজান মাস চলায় বিয়েতে রাজি হননি যুবকের মা ৷ এরপরেই দু'জনে আত্মহত্যার পথ বেছে নেন বলে অনুমান পরিবারের ৷

শনিবার জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুগল । মেয়েটিকে তামলিপাড়া ঘাটে গঙ্গায় কচুরিপানা ধরে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এরপরই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তরুণী । যদিও এখনও পর্যন্ত প্রেমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি । গঙ্গায় স্পিড বোর্ড নিয়ে যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের লোকজন । তামলিপাড়ার ঘাটে অপেক্ষারত যুবকের পরিবার ইতিমধ্যেই জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেছে । তাঁদের দাবি, পুলিশ মুক্তারের খোঁজের ব্যবস্থা করে দিক ।

তরুণীর পরিবারের তরফে জিয়াউল মণ্ডল বলেন, "বাড়ি থেকে পালিয়ে যাওয়ার এক ঘণ্টা পর খবর আসে এই ঘটনা ঘটেছে । আড়াই মাসের প্রেম ওদের ৷ ছেলের মা বলছিলেন রমজান মাস পেরোলে বিয়ের কথা হবে । সেই কথায় রাজি না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে দু'জনে ।" নিখোঁজ যুবক মুক্তারের দাদা আলতাব আলম বলেন, "মেয়ের পরিবারে আপত্তি থাকায় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল । আমাদের বাড়িতে আমার মাকে বিয়ে করার কথা বলত মেয়েটি । আমরা বিয়ের জন্য রাজি ছিলাম । কিন্তু রমজান মাস শেষে হলে রেজিস্ট্রি করা হবে বলে জানিয়েছিলাম । একবছর পর বিয়ের ব্যবস্থা করা হবেও বলা হয় । কিন্তু কী কারণে এই ঘটনা বুঝতে পারছি না । পুলিশকে আমরা বলব ভাইকে খুঁজে দিক তাঁরা ।"

আরও পড়ুন: ঠাকুরদার মৃত্যু! কষ্ট সহ্য করতে না-পেরে নদীতে ঝাঁপ কিশোরের

আত্মহত্যার চেষ্টা যুগলের

চুঁচুড়া, 2 এপ্রিল: দুই পরিবার মেনে নিলেও এই মাসেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তরুণীর পরিবার ৷ কিন্তু রমজান মাস চলায় যুবকের পরিবার এখনই বিয়েতে রাজি ছিল না ৷ এই ঘটনায় মানসিক অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুগল ৷ শনিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় ৷ এদিন জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেয় তারা ৷ তরুণীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও খোঁজ মেলেনি যুবকের । তল্লাশি চালাচ্ছে হুগলি জেলা বিপর্যয় মোকাবিলা দল ৷ জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম মহম্মদ মুক্তার ৷ বয়স 27 বছর ৷

জানা গিয়েছে, উত্তর 24 পরগনার জগদ্দল এলাকার বছর উনিশের তরুণীর সঙ্গে কয়েকমাস আগে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেখানকারই যুবক মহম্মদ মুক্তারের । এই সম্পর্কের কথা দুই পরিবারই জানত ৷ তাঁদের বিয়ের কথাও হয় ৷ কিন্তু তরুণীর পরিবারের তরফে এখনই বিয়ে করার বিষয়ে চাপ দেওয়া হয় ৷ কিন্তু রমজান মাস চলায় বিয়েতে রাজি হননি যুবকের মা ৷ এরপরেই দু'জনে আত্মহত্যার পথ বেছে নেন বলে অনুমান পরিবারের ৷

শনিবার জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুগল । মেয়েটিকে তামলিপাড়া ঘাটে গঙ্গায় কচুরিপানা ধরে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এরপরই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তরুণী । যদিও এখনও পর্যন্ত প্রেমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি । গঙ্গায় স্পিড বোর্ড নিয়ে যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের লোকজন । তামলিপাড়ার ঘাটে অপেক্ষারত যুবকের পরিবার ইতিমধ্যেই জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেছে । তাঁদের দাবি, পুলিশ মুক্তারের খোঁজের ব্যবস্থা করে দিক ।

তরুণীর পরিবারের তরফে জিয়াউল মণ্ডল বলেন, "বাড়ি থেকে পালিয়ে যাওয়ার এক ঘণ্টা পর খবর আসে এই ঘটনা ঘটেছে । আড়াই মাসের প্রেম ওদের ৷ ছেলের মা বলছিলেন রমজান মাস পেরোলে বিয়ের কথা হবে । সেই কথায় রাজি না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে দু'জনে ।" নিখোঁজ যুবক মুক্তারের দাদা আলতাব আলম বলেন, "মেয়ের পরিবারে আপত্তি থাকায় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল । আমাদের বাড়িতে আমার মাকে বিয়ে করার কথা বলত মেয়েটি । আমরা বিয়ের জন্য রাজি ছিলাম । কিন্তু রমজান মাস শেষে হলে রেজিস্ট্রি করা হবে বলে জানিয়েছিলাম । একবছর পর বিয়ের ব্যবস্থা করা হবেও বলা হয় । কিন্তু কী কারণে এই ঘটনা বুঝতে পারছি না । পুলিশকে আমরা বলব ভাইকে খুঁজে দিক তাঁরা ।"

আরও পড়ুন: ঠাকুরদার মৃত্যু! কষ্ট সহ্য করতে না-পেরে নদীতে ঝাঁপ কিশোরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.