হুগলি, 2 জুন: দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী দুজনেই (Couple died by suicide)। স্বামী আত্মহত্যা করার পর স্ত্রীও আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান ৷ স্বামীর নাম অর্ক ভট্টাচার্য (31), স্ত্রী ঋতুপর্ণা (26)। তাঁদের বাড়ি বাঁশবেড়িয়ার মহাকালী তলায় ।
2019 সালে বিয়ে হয় শ্রীরামপুরের কন্যা ঋতুপর্ণার (Hooghly suicide)। স্বামী অর্ক হাওড়া বাস ডিপোতে পরিবহণ দফতরে চাকরি করতেন । চাকরি পাওয়ার পরই তিনি ঋতুপর্ণাকে বিয়ে করেন । বিয়ের কিছুদিন পর অর্কর মা মারা যান ।
অর্কর জ্যাঠতুতো দিদি পিঙ্কি ভট্টাচার্য বলেন, "গতকাল রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় । কেউ খাওয়া-দাওয়া করেনি । কী নিয়ে অশান্তি সেটা জানি না ৷ তবে ঋতুপর্ণা একটু রুগ্ন ছিল তাই সে কনসিভ করতে পারছিল না । ওরা একটু দেরিতে ঘুম থেকে ওঠে ৷ গতকাল ভাইয়ের ছুটি ছিল । সকাল সাড়ে নটা নাগাদ ঋতুপর্ণা উঠে বাথরুমে যায় । ঘরে ফিরে দেখে অর্ক গলায় দড়ি দিয়েছে । তড়িঘড়ি তাকে নামিয়ে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু বাঁচানো যায়নি । ভাইয়ের মৃত্যুর খবর আসার পর দুপুরে তার স্ত্রীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।"
আরও পড়ুন: Woman Died By Suicide : সম্পর্কে ভাঙন ! আত্মহত্যা যুবতীর
অর্কর বাবা অনিল ভট্টাচার্য জানালেন, "ছেলে-বৌমার মধ্যে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে জানি না । ছেলে সকালে গলায় দড়ি দিল । আর বৌমা দিল তারপরে । আমি পাশের ঘরে থাকি, কিন্তু কিছুই জানতে পারিনি । ঋতুপর্ণাকে দেখতে না পেয়ে ডাকি বারবার । সাড়া না পেয়ে বন্ধ দরজা লাথি মেরে ভেঙে দেখি ওড়নার ফাঁসে ঝুলছে ওর দেহ । কী যে হল বুঝতে পারছি না ।"
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷