শ্রীরামপুর, 15 সেপ্টেম্বর: একই দড়িতে ফাঁস দিয়ে আত্মঘাতী দম্পতি । শ্রীরামপুরের মাহেশ কলোনি এলাকার ঘটনা। মৃত দম্পতির নাম খোকন চক্রবর্তী(57) ও অঞ্জু চক্রবর্তী(48)। দুপুর একটা নাগাদ বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে প্রৌঢ় দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
খোকন চক্রবর্তী প্লাম্বারের কাজ করতেন । একমাত্র ছেলে অমিত মেডিকেল কলেজের করণিক। মাস দু'য়েক আগে বিয়ে হয় অমিতের । সম্প্রতি বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে চাওয়ায় পরিবারে অশান্তি চলছিল বলে জানা গেছে । , ছেলে-বৌমার অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন তাঁরা বলে অভিযোগ। খোকনবাবুর বোন বুলু কুণ্ডুর অভিযোগ, "ছেলে-বৌমার অত্যাচারে আত্মহত্যা করেছে দাদা-বৌদি । বাড়িতে অশান্তি হচ্ছিল আগে থেকেই । আমার বাড়িতে গিয়ে বলেও ছিল ।"
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৌমা ইন্দ্রানী ভট্টাচার্য । বলেন, "ঘরের ভিতর থেকে দরজা আটকানো ছিল। ডাকাডাকি করছিলাম অনেকক্ষণ ধরে। একবার সাড়াও দিয়েছিলেন দু'জনে। কিন্তু দরজা খোলেননি। সাড়া শব্দ না পেয়ে স্বামীকে ফোন করি। পরে দরজা ভেঙে দেখা যায় দু'জন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। কেন আত্মহত্যা করলেন বলতে পারব না। "