কলকাতা, 6 জুন : কোরোনা আতঙ্ক থেকে মুক্ত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রিপোর্ট হাতে পেয়ে দেখেন COVID ১৯ পরীক্ষার ফল নেগেটিভ । এর ফলে কল্যাণের পরিবারের তরফ থেকেও মিলল স্বস্তি। বৃহস্পতিবার সকাল থেকেই রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন সাংসদ ও তাঁর পরিবার। অবশেষে কাটল উৎকণ্ঠা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোরোনা আক্রান্ত হয়েছেন বলে চাউর হয় খবর। এ বিষয়টিকে নিয়ে নিজেই জল্পনার অবসান ঘটালেন সাংসদ। সংবাদমাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। তাঁর বাড়ির এক নিরাপত্তারক্ষীর শরীরে কোরোনা সংক্রামক ধরা পড়েছে। তার পর থেকে হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
COVID-১৯ পরীক্ষার জন্য সাংসদ, তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় সোয়াব টেস্টের জন্য। সোয়াব টেস্টের রিপোর্ট আসে । তাতে দেখা যায় সব নেগেটিভ। ফলে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছেন বাঙ্গুর হাসপাতালে ।