ETV Bharat / state

Nirmal Maji in Controversy: রাম-সীতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নির্মলের বিরুদ্ধে - controversial comment of nirmal maji on ram and sita

সৌমিত্র খাঁ-এর বিবাহ বিচ্ছেদ নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে রামের প্রসঙ্গ টেনেছেন তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নেতা নির্মল মাঝি (TMC MLA Nirmal Maji) ৷

Nirmal Maji Controversy
রাম-সীতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নির্মলের বিরুদ্ধে
author img

By

Published : Nov 27, 2021, 11:06 PM IST

চন্দননগর, 27 নভেম্বর : বিজেপি নেতা সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নেতা নির্মল মাঝির (TMC MLA Nirmal Maji) ৷ শনিবার চন্দননগরে এক সভামঞ্চ থেকে তিনি বলেন, "রামচন্দ্র সীতার তিনবার অগ্নিপরীক্ষা নিয়ে জীবন যন্ত্রণা দিয়েছেন । সীতা আত্মহননের পথ বেছে নিয়ে ভূগর্ভে প্রবেশ করেছিলেন । তিনি রাবণকে পরমপুরুষ আখ্যা দিয়েছেন ।"

রাম-সীতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নির্মলের বিরুদ্ধে

আরও পড়ুন : TMC-Congress Conflict : ‘কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলতে আগ্রহী নই’, শীতকালীন অধিবেশনের আগে জানিয়ে দিল তৃণমূল

এদিন তিনি আরও বলেন, "রাবণও ধার্মিক ছিলেন । যেখানে রাম রাজত্বে সীতার কথা শোনা যায় না, সেখানে তাহলে কীসের রামরাজত্ব হল ?" তাঁর কটাক্ষ, এখন তো সব জায়গায় কানে দুল, লাল চুল আর ডিজে বাজিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম চলছে ।

চন্দননগর, 27 নভেম্বর : বিজেপি নেতা সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নেতা নির্মল মাঝির (TMC MLA Nirmal Maji) ৷ শনিবার চন্দননগরে এক সভামঞ্চ থেকে তিনি বলেন, "রামচন্দ্র সীতার তিনবার অগ্নিপরীক্ষা নিয়ে জীবন যন্ত্রণা দিয়েছেন । সীতা আত্মহননের পথ বেছে নিয়ে ভূগর্ভে প্রবেশ করেছিলেন । তিনি রাবণকে পরমপুরুষ আখ্যা দিয়েছেন ।"

রাম-সীতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নির্মলের বিরুদ্ধে

আরও পড়ুন : TMC-Congress Conflict : ‘কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলতে আগ্রহী নই’, শীতকালীন অধিবেশনের আগে জানিয়ে দিল তৃণমূল

এদিন তিনি আরও বলেন, "রাবণও ধার্মিক ছিলেন । যেখানে রাম রাজত্বে সীতার কথা শোনা যায় না, সেখানে তাহলে কীসের রামরাজত্ব হল ?" তাঁর কটাক্ষ, এখন তো সব জায়গায় কানে দুল, লাল চুল আর ডিজে বাজিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.