ETV Bharat / state

মিম প্রধানের পর এবার ফুরফুরা শরিফে আবু হোসেন খান চৌধুরি - আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করলেন আবু হাসেম খান চৌধুরি

আজ ডালুর এই সাক্ষাতের পরই আরও এক সমীকরণ তৈরি হতে শুরু করেছে ৷ কেউ কেউ বলছেন, সিদ্দিকি নতুন দল না গড়ে বাম, কংগ্রেসকে সমর্থন করুন এমনই চান জোটের নেতারা ৷

congress mla Abu Hasem Khan Choudhury meet Abbas Siddiqui
congress mla Abu Hasem Khan Choudhury meet Abbas Siddiqui
author img

By

Published : Jan 10, 2021, 8:26 PM IST

হুগলি, 10 জানুয়ারি : দিন কয়েক আগেই আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ তারপরই সিদ্দিকি ঘোষণা করেছিলেন, শীঘ্রই নতুন দল করবেন ৷ আর গত শনিবার মিম প্রধানের দেখা করার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার সিদ্দিকির ফুরফুরা শরিফে আবু হোসেন খান চৌধুরি (ডালু) ৷

সিদ্দিকি নতুন দল গড়ে সংখ্যালঘুদের জন্য় পথে নামবেন, বিধানসভা ভোটে প্রার্থী দেবেন ৷ এই জল্পনা তৈরি হয়েছে ৷ স্বাভাবিকভাবেই মিম বা সিদ্দিকিদের ভোট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কারণ সিদ্দিকি যদি সংখ্যালঘু ভোট কেটে নেন তাহলে এবারের বিধানসভা ভোটের ফল কেমন হবে তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে ৷ হায়দরাবাদের আসাদউদ্দিন সিদ্দিকির মিম বাংলায় যখন জমি তৈরি করার আগেই একের পর এক নেতা হারাচ্ছেন তখন সিদ্দিকির দল ঘোষণা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ যদিও তৃণমূল বা বিজেপি কেউই মিম বা সিদ্দিকিকে গুরুত্ব দিতে রাজি হয়নি ৷

মিম যখন ক্রমেই প্রভাব বিস্তার করছে বা সিদ্দিকির নেতৃত্বে পথ চলার কথা বলছে তখনই ফুরফুরার এই নেতার সঙ্গে দেখা করলেন ডালু ৷ বাংলায় বাম এবং কংগ্রেস জোট গড়ে বিধানসভা ভোটে লড়ার কথা বলছে ৷ আজ ডালুর এই সাক্ষাতের পরই আরও এক সমীকরণ তৈরি হতে শুরু করেছে ৷ কেউ কেউ বলছেন, সিদ্দিকি নতুন দল না গড়ে বাম, কংগ্রেসকে সমর্থন করুন এমনই চান জোটের নেতারা ৷ আর সেই কাজ করার জন্যই মালদার এই প্রবীণ সাংসদকে সিদ্দিকির কাছে পাঠানো ৷ আবু হাসেনের পরিবার বরবারই পরিচিত সংখ্যালঘুদের সমর্থক হিসেবে ৷ বরকত গনি খান চৌধুরির হাত ধরে রাজনীতিতে আসা তাঁর পরিবারের প্রতিটি মানুষই সংখ্যালঘুদের কাছে অত্যান্ত গ্রহণযোগ্য ৷ ব্যক্তিগত করিশ্মায় তাঁরা বরাবরই ভোট ব্যাঙ্ক মজবুত করে থাকেন ৷

আরও পড়ুন : 21 জানুয়ারি দল ঘোষণা আবাস সিদ্দিকির

আজ আব্বাসের সঙ্গে দেখা করার পর এ বিষয়ে মুখ খুলতে চাননি আবু হাসেন খান চৌধুরি ৷ যদিও ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দাবি, এটা ছিল নিছকই সৌজন্য সাক্ষাৎকার ৷ গরীব অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াই করাই আমাদের (ফুরফুরা) একমাত্র লক্ষ্য ৷ বাম-কংগ্রেসের সঙ্গে আমাদের মতের মিল হলে আগামীদিনে একসঙ্গে কাজ করতেই পারি ৷ যদিও স্পষ্ট করে কোনও মন্তব্য করতে চাননি সিদ্দিকি ৷ প্রসঙ্গত, দিনকয়েক আগে সিদ্দিকির সঙ্গে মিম প্রধানের সাক্ষাত ও নতুন দল গড়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন ফুরফুরার আরও এক পীরজাদা ত্বহা সিদ্দিকি ৷

হুগলি, 10 জানুয়ারি : দিন কয়েক আগেই আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ তারপরই সিদ্দিকি ঘোষণা করেছিলেন, শীঘ্রই নতুন দল করবেন ৷ আর গত শনিবার মিম প্রধানের দেখা করার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার সিদ্দিকির ফুরফুরা শরিফে আবু হোসেন খান চৌধুরি (ডালু) ৷

সিদ্দিকি নতুন দল গড়ে সংখ্যালঘুদের জন্য় পথে নামবেন, বিধানসভা ভোটে প্রার্থী দেবেন ৷ এই জল্পনা তৈরি হয়েছে ৷ স্বাভাবিকভাবেই মিম বা সিদ্দিকিদের ভোট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কারণ সিদ্দিকি যদি সংখ্যালঘু ভোট কেটে নেন তাহলে এবারের বিধানসভা ভোটের ফল কেমন হবে তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে ৷ হায়দরাবাদের আসাদউদ্দিন সিদ্দিকির মিম বাংলায় যখন জমি তৈরি করার আগেই একের পর এক নেতা হারাচ্ছেন তখন সিদ্দিকির দল ঘোষণা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ যদিও তৃণমূল বা বিজেপি কেউই মিম বা সিদ্দিকিকে গুরুত্ব দিতে রাজি হয়নি ৷

মিম যখন ক্রমেই প্রভাব বিস্তার করছে বা সিদ্দিকির নেতৃত্বে পথ চলার কথা বলছে তখনই ফুরফুরার এই নেতার সঙ্গে দেখা করলেন ডালু ৷ বাংলায় বাম এবং কংগ্রেস জোট গড়ে বিধানসভা ভোটে লড়ার কথা বলছে ৷ আজ ডালুর এই সাক্ষাতের পরই আরও এক সমীকরণ তৈরি হতে শুরু করেছে ৷ কেউ কেউ বলছেন, সিদ্দিকি নতুন দল না গড়ে বাম, কংগ্রেসকে সমর্থন করুন এমনই চান জোটের নেতারা ৷ আর সেই কাজ করার জন্যই মালদার এই প্রবীণ সাংসদকে সিদ্দিকির কাছে পাঠানো ৷ আবু হাসেনের পরিবার বরবারই পরিচিত সংখ্যালঘুদের সমর্থক হিসেবে ৷ বরকত গনি খান চৌধুরির হাত ধরে রাজনীতিতে আসা তাঁর পরিবারের প্রতিটি মানুষই সংখ্যালঘুদের কাছে অত্যান্ত গ্রহণযোগ্য ৷ ব্যক্তিগত করিশ্মায় তাঁরা বরাবরই ভোট ব্যাঙ্ক মজবুত করে থাকেন ৷

আরও পড়ুন : 21 জানুয়ারি দল ঘোষণা আবাস সিদ্দিকির

আজ আব্বাসের সঙ্গে দেখা করার পর এ বিষয়ে মুখ খুলতে চাননি আবু হাসেন খান চৌধুরি ৷ যদিও ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দাবি, এটা ছিল নিছকই সৌজন্য সাক্ষাৎকার ৷ গরীব অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াই করাই আমাদের (ফুরফুরা) একমাত্র লক্ষ্য ৷ বাম-কংগ্রেসের সঙ্গে আমাদের মতের মিল হলে আগামীদিনে একসঙ্গে কাজ করতেই পারি ৷ যদিও স্পষ্ট করে কোনও মন্তব্য করতে চাননি সিদ্দিকি ৷ প্রসঙ্গত, দিনকয়েক আগে সিদ্দিকির সঙ্গে মিম প্রধানের সাক্ষাত ও নতুন দল গড়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন ফুরফুরার আরও এক পীরজাদা ত্বহা সিদ্দিকি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.